পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:আন্তর্জাতিক পদ্ধতিতে সময়ের ৈএকক নির্ধারণে আদর্শ হিসেবে কী ধরা হয়? 

    Answer
    একটি সিজিয়াম -133 পরমাণুর 9192631770 টি স্পন্দন সম্পন্নন করতে যে সময় লাগে সেই সময়কে সময়ের একক নির্ধারণে আদর্শ হিসেবে ধরা হয়।

    1. Report
  2. Question:আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন নির্ধারণে কী ব্যবহার করা হয়? 

    Answer
    পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে তাপমাত্রার একক কেলভিন নির্ধারণে ব্যবহার করা হয়।

    1. Report
  3. Question:একক মোল কাকে বলে? 

    Answer
    যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বণ-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু, অনু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোন গ্রুপ) থাকে তাকে এক মোল বলে।

    1. Report
  4. Question:মিটার স্কেল কী? 

    Answer
    পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার।

    1. Report
  5. Question:যান্ত্রিক ত্রুটি কাকে বলে? 

    Answer
    পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপ জোখের জন্যে আমাদের যন্ত্রের প্রয়োজন হয়। সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তাকে যান্ত্রিক ত্রুটি বলে।

    1. Report
  6. Question:দৈব ত্রুটি কাকে বলে? 

    Answer
    কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে।

    1. Report
  7. Question:ব্যক্তিগত ত্রুটি কী? 

    Answer
    পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।

    1. Report
  8. Question:একই রাশির একাধিকবার পরিমাপকৃত মানে অসামঞ্জস্যতা এড়াতে কী করতে হবে? 

    Answer
    কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্যতা দেখা দেয় তাহলো দৈব ত্রুটি। দৈব ত্রুটিকে কমিয়ে আনতে হলে পরিমাপটি বারবার করে এদের গড় নিতে হয়।

    1. Report
  9. Question:এক ক্যান্ডেলা বলতে কী বোঝ? 

    Answer
    এক ক্যান্ডেলা হচ্ছে সেই পরিমান দীপন তীব্রতা যা কোনো আলোক উৎস একটি নির্দিষ্ট দিকে `540 x 10^1(3)` হার্জ কম্পাঙ্কের এক বর্ণী বিকিরণ নিঃসরণ করে এবং ঐ নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি স্টেরেডিয়ান ঘনকোণে 1/683 ওয়াট।

    1. Report
  10. Question:মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য লেখ। 

    Answer
    যে সকল রাশি স্বাধীণ বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির ‍উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। অপর দিকে, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে।
    মৌলিক রাশি মাত্রা সাতটি যেখানে লব্ধ রাশির সংখ্যা অগণিত। মৌলিক রাশির মাত্রা প্রকাশে একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়, অপরদিকে লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়। লব্ধ রাশিমাত্রা হীন হতে পারে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd