পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ-কারণ দর্শাও। 

    Answer
    যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকে সাথে সমান্তরালে অগ্রসর হয়, সেই তরঙ্গকে অনুদের্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় এবং মাধ্যমের সংকোচন ও প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালিত হয়। শব্দ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্পন্দরেন দিকের সাথে সমান্তরালে এবং মাধ্যমের সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। তাই শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ।

    1. Report
  2. Question:শব্দ কী ধরনের তরঙ্গ? 

    Answer
    শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ।

    1. Report
  3. Question:স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি- ব্যাখ্যা কর। 

    Answer
    আমরা জানি, কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে চলে, বাকী অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে সেই গতিকে স্পন্দন গতি বলে। সুতরাং সংজ্ঞানুসারে, স্পন্দন গতিসম্পন্ন বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে বলে এর গতি পর্যাবৃত্ত গতিও বটে। সুতরাং স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি।

    1. Report
  4. Question:বাদুরের শ্রাব্যতার উর্ধ্বসীমা কত? 

    Answer
    বাদুড়ের শ্রাব্যতার উর্ধ্বসীমা 100000Hz।

    1. Report
  5. Question:সরল ছন্দিত তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখ। 

    Answer
    সরলছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
    (ক) এটি একটি পর্যাবৃত্ত গিত।
    (খ) এটি একটি স্পন্দন গতি।
    (গ) এটি সরলরৈখিক গতি।
    (ঘ) যেকোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক।
    (ঙ) ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী।

    1. Report
  6. Question:শব্দের তীব্রতা কাকে বলে? 

    Answer
    শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতিসেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।

    1. Report
  7. Question:তরঙ্গস্থিত কোনো বিন্দুর দশা বলতে কী বোঝ? 

    Answer
    কোনো একটি তরঙ্গায়িত কণার যেকোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে তার দশা বলে। গতির সামগ্রিক অবস্থা বলতে গতির দিক, সরণ, বেগ, ত্বরণ ইতাদি বুঝায়। অনুপ্রস্থ তরঙ্গের উর্ধ্বচূড়াসমূহ বা নিম্নচূড়াসমূহ সর্বদা একই দশায় থাকে।

    1. Report
  8. Question:স্পন্দন কী? 

    Answer
    কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ যদি সরলরৈখিক হয় এবং এর ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সব সময় সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে বস্তুকণার ঐ গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।

    1. Report
  9. Question:সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো লেখ। 

    Answer
    সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যসমূহ:
    (ক) এটি পর্যাবৃত্ত, সরলরৈখিক এবং স্পন্দন গতি।
    (খ) ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী।
    (গ) যেকোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী।

    1. Report
  10. Question:দশা কাকে বলে? 

    Answer
    তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে তার দশা বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd