পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:স্পন্দন গতি কী? 

    Answer
    পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে চলে, বাকী অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে সেই গতিকে স্পন্দন গতি বলে।

    1. Report
  2. Question:অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? 

    Answer
    যে তরঙ্গ কম্পনের দিকে সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।

    1. Report
  3. Question:পূর্ণ স্পন্দন কাকে বলে? 

    Answer
    উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক হতে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে।

    1. Report
  4. Question:তরঙ্গের দশা কাকে বলে? 

    Answer
    কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে।

    1. Report
  5. Question:তরঙ্গ বেগ কাকে বলে? 

    Answer
    নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে সে দুলত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে।

    1. Report
  6. Question:শব্দেতর কম্পাঙ্ক কাকে বলে? 

    Answer
    যে শব্দের কম্পাঙ্ক 20Hz এর চেয়ে কম তাকে শব্দেতর কম্পাঙ্ক বলে।

    1. Report
  7. Question:শব্দোত্তর কম্পাঙ্ক কাকে বলে? 

    Answer
    যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000Hz এর চেয়ে বেশি থাকে তাকে শব্দোত্তর কম্পাঙ্ক বলে।

    1. Report
  8. Question:আল্ট্রাসনোগ্রাফি কাকে বলে? 

    Answer
    শব্দোত্তর কম্পনের সাহায্যে মানুষের দেহের অভ্যন্তরের ছবি তুলে রোগ নির্ণয় করার প্রক্রিয়াকে আল্ট্রাসনোগ্রাফি বলে।

    1. Report
  9. Question:সুরযুক্ত শব্দ কাকে বলে? 

    Answer
    শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।

    1. Report
  10. Question:শব্দের তীব্রতা কাকে বলে? 

    Answer
    শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd