Question:ক. তাপমাত্রার আন্তর্জাতিক একক কী ? খ. মিটার স্কেলের সাহায্যে পাথরটির আয়তন নির্ণয় সম্ভব নয়, ব্যাখ্যা কর । গ. সি জি এস পদ্ধতিতে ‘ক’ চিত্রের ইউটির আয়তন বের কর । ঘ. উদ্দীপককে উভয় বস্তুর আয়তন একই পদ্ধতিতে নির্ণয় করা যায় কিনা ? বিশ্লেষণ কর ।
Answer
ক. তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন । খ. মিটার স্কেলের সাহায্যে কোনো অসম বস্তুর আয়তন নির্ণয় করা যায় না । কারণ, অসম বস্তুটি থেকে তার দৈঘ্য প্রস্থ উচ্চতা ইত্যাদি বের করা অসম্ভব হয়ে পড়ে । যেহেতেু পাথরটির আকৃতি অসম তাই এ আয়তন মিটার স্কেলের সাহায্যে বের করা যাবে না । গ. সি. জি এস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেমি. । দেওয়া আছে, ইটটির আয়তনের = ১৫ ঘন মিটার আমরা জানি, ১ ঘন মিটার = ১ মিটার` xx` ১ মিটার` xx` ১ মিটার এবং ১ মিটার = ১০০ মিটার :. ইটটির আয়তন = ১৫ ঘন মিটার `= ১৫ xx ১` মি.`xx` ১ মি` xx ১` মি `= ১৫ xx ১০০` সেমি` xx ১০০` সেমি` xx ১০০` সেমি `= ১৫০০০০০০ xx ১` সেমি` xx ১` সেমি` xx ১` সেমি = ১৫০০০০০০ ঘন সেমি ঘ. ক চিত্রের বস্তুটি একটি ইট যার আকৃতি সুষম । সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রে মিটার স্কেলের সাহায্যে এর দৈঘ্য প্রস্থ ও উচ্চতা নির্ণয় করে এর আয়তন নির্ণয় করা যায় । কিন্তু ‘খ’ চিত্রে পাথরটির আকৃতি অসম । পাথরটির আয়তন নির্ণয় করতে কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে । নিচে এরকম একটি পদ্ধতির বর্ণনা করা হলো : অসম বস্তুর আয়তন নির্ণয় করতে সাধারণত মাপচোঙ ব্যবহার করা হয়ে থাকে। মাপচোঙ আয়তনের এককে দাগ কাটা থাকে যা থেকে সরাসরি বস্তুর আয়তন মাপা যায় । এক্ষেত্রে প্রথমে মাপচোঙটি কিছুটা পানিতে ভরে নিতে হবে । এ অবস্থায় পানির উপরিতলের পাঠ দেখে নেওয়া হয় । তারপর পাথরটিকে একটি সূতার দ্বারা বেধে মাপচোঙের মধ্যে ডুবতে হবে । খেয়াল রাখতে হবে যাতে পাথরটি পানির মধ্যে সম্পূর্ন ডুবে থাকে । এ অবস্থায় আবার পানির উপরিভাগের পাঠ নেওয়া হয় । এ দ্বিতীয় পাঠ থেকে প্রথম পাঠ বিয়োগ করে অপসারিত পানির আয়তন পাওয়া যাবে । এ অপসারিত পানির আয়তন পাথরটির আয়তনের সমান । এভাবে মাপচোঙ থেকে সরাসরি পাথরটির আয়তন বের করা যাবে । তাই বলা যায় চিত্রের উভয় বস্তুর আয়তন একই পদ্ধতিতে নির্ণয় করা যাবে না ।