1. Question:ক. তাপমাত্রার আন্তর্জাতিক একক কী ? খ. মিটার স্কেলের সাহায্যে পাথরটির আয়তন নির্ণয় সম্ভব নয়, ব্যাখ্যা কর । গ. সি জি এস পদ্ধতিতে ‘ক’ চিত্রের ইউটির আয়তন বের কর । ঘ. উদ্দীপককে উভয় বস্তুর আয়তন একই পদ্ধতিতে নির্ণয় করা যায় কিনা ? বিশ্লেষণ কর । 

    Answer
    ক. তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন ।
    
    খ. মিটার স্কেলের সাহায্যে কোনো অসম বস্তুর আয়তন নির্ণয় করা যায় না । কারণ, 
    
    অসম বস্তুটি থেকে তার দৈঘ্য প্রস্থ উচ্চতা ইত্যাদি বের করা অসম্ভব হয়ে পড়ে । যেহেতেু পাথরটির 
    
    আকৃতি অসম তাই এ আয়তন মিটার স্কেলের সাহায্যে বের করা যাবে না ।
    
    গ. সি. জি এস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেমি. ।
    
     দেওয়া আছে, ইটটির আয়তনের = ১৫ ঘন মিটার
    
    আমরা জানি,
                ১ ঘন মিটার = ১ মিটার` xx`  ১ মিটার` xx`  ১ মিটার
    
               এবং ১ মিটার = ১০০ মিটার
    
             :. ইটটির আয়তন = ১৫ ঘন মিটার
    
             `= ১৫ xx ১` মি.`xx`  ১ মি` xx ১` মি
    
             `= ১৫ xx ১০০` সেমি` xx ১০০` সেমি` xx ১০০` সেমি
    
             `= ১৫০০০০০০ xx ১` সেমি` xx  ১`  সেমি` xx ১` সেমি
    
             = ১৫০০০০০০ ঘন সেমি
    
    
    ঘ. ক চিত্রের বস্তুটি একটি ইট যার আকৃতি সুষম । সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রে মিটার স্কেলের সাহায্যে 
    
    এর দৈঘ্য প্রস্থ ও উচ্চতা নির্ণয় করে এর আয়তন নির্ণয় করা যায় । কিন্তু ‘খ’ চিত্রে পাথরটির আকৃতি অসম ।
    
    পাথরটির আয়তন নির্ণয় করতে কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে । নিচে এরকম একটি পদ্ধতির বর্ণনা  করা হলো :
    
    অসম বস্তুর আয়তন নির্ণয় করতে সাধারণত মাপচোঙ ব্যবহার করা হয়ে থাকে। মাপচোঙ আয়তনের এককে দাগ কাটা থাকে যা 
    
    থেকে সরাসরি বস্তুর আয়তন মাপা যায় । এক্ষেত্রে প্রথমে মাপচোঙটি কিছুটা পানিতে ভরে নিতে হবে । 
    
    এ অবস্থায় পানির উপরিতলের পাঠ দেখে নেওয়া হয় । তারপর পাথরটিকে একটি 
    
    সূতার দ্বারা বেধে মাপচোঙের মধ্যে ডুবতে হবে । খেয়াল রাখতে হবে যাতে পাথরটি পানির মধ্যে সম্পূর্ন ডুবে থাকে ।
    
     এ অবস্থায় আবার পানির উপরিভাগের পাঠ নেওয়া হয় । এ দ্বিতীয় পাঠ থেকে প্রথম পাঠ বিয়োগ করে অপসারিত পানির 
    
    আয়তন পাওয়া যাবে । এ অপসারিত পানির আয়তন পাথরটির আয়তনের 
    
    সমান । এভাবে মাপচোঙ থেকে সরাসরি পাথরটির আয়তন বের করা যাবে । তাই বলা যায় চিত্রের উভয় বস্তুর আয়তন 
    
    একই পদ্ধতিতে নির্ণয় করা যাবে না ।

    1. Report
  2. Question:ক. ঘনমিটার কিসের একক ? খ. একই রাশি পরিমাপে বিভিন্ন দেশে ভিন্ন একক ব্যবহারের অসুবিধা সৃষ্টি হয় কেন ? গ. উদ্দীপকের ‘’ নম্বর চিত্রের ক্ষেত্রে বস্তুটির আয়তন নির্ণয় কর । ঘ. উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে আয়তন নির্ণয় কর এবং আয়তন নির্ণয়ের দুটি পদ্ধতির সুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর । 

    Answer
    ক. আয়তনের আন্তর্জাতিক একক ঘনমিটার ।
    
    খ. কোনো দেশ থেকে কোনো ব্স্তু আনতে গেলে বা অন্য কোনো দেশে পাঠাতে গেলে যদি দুই দেশে একই 
    
    একক ব্যবহার করা হয় তাহলে দুই দেশের এককের তুলনা করা অনেক কঠিন হয়ে পড়ে । 
    
    ফলে মূল্য নির্ধারণে সমস্যায় পড়তে হয় । এজন্য বিভিন্ন একক ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয় ।
    
    গ. উদ্দীপক দেওয়া আছে, নং চিত্রে বস্তুটির দৈঘ্য = ১.৫ সে.মি
    
                    প্রস্থ = ১.২ সে.মি
    
                   উচ্চতা = ২ সে.মি
    
    এখন যেহেতু বস্তুটি আয়তাকার তাই বস্তুটির আয়তন হবে,
    
    আয়তন = দৈঘ্য` xx`  প্রস্থ` xx`  উচ্চতা ।
    
      বা, আয়তন `= (১.৫ xx ১.২ xx ২)` ঘন সে.মি
    
      বা, আয়তন = ৩.৬ ঘন সে.মি
    
      অতএব 'p' নং চিত্রের বস্তুটির আয়তন = ৩.৬ ঘন সে.মি 
    
    ঘ. উদ্দীপকের 'Q' চিত্রের ক্ষেত্রে মাপচোঙ দেখানো হয়েছে । এক্ষেত্রে মাপচোঙ নিচে দাগাঙ্কিত রয়েছে ৮ সে.মি ও 
    
      উপরে রয়েছে ১২ সে. মি ।

    1. Report
  3. Question:৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সুমন তার ব্যবহারিক ক্লাসে মাপচোঙের সাহায্যে ৫ সে.মি.দৈঘ্য .৩ সে.মি প্রস্থ ও ৭ সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি পাথরের টুকরার আয়তন নির্ণয় করা শুরু করল । প্রথমে সে পাথরটিকে সুতার সাহায্যে মাপচোঙের পানিতে ডুবালো । কিন্তু সে পাথরটিকে ডুবানোর পূর্বে মাপচোঙের পানির পাঠ নেয়নি । ক. কোনো বস্তুর আয়তন কী ? খ. সি জি এস ও এস আই পদ্ধতির মধ্যে দুটি পাথক্য লেখ । গ. পাথরটির আয়তন নির্ণয় কর । ঘ. সুমনের ভুল সনাক্ত করে তা সংশোধনের উপায় আলোচনা কর । 

    Answer
    ক. কোনো বস্তু যে জায়গা দলখ করে তাকে এর আয়তন বলে ।
    
    খ.সি জি এস এবং এস আই পদ্ধতির মধ্যে  দুটি পাথক্য হলো-
    
     i. সি জি এস পদ্ধতি হলো পরিমাপের সনাতন পদ্ধতি আর এস আই পদ্ধতি হলো পরিমাপের সনাতন পদ্ধতি আর 
    
        এস আই পদ্ধতি হলো পরিমাপের আধুনিক পদ্ধতি ।
    
    ii. সি জি এস পদ্ধতিতে দৈঘ্যের একক সেন্টিমিটার কিন্তু এস আই পদ্ধতিতে দৈঘ্যের একক মিটার ।
    
    গ. দেওয়া আছে, পাথরটির দৈঘ্য = ৫ সে.মি
    
      প্রস্থ = ৩ সে.মি
    
      উচ্চতা = ৭ সে.মি
    
    :. পাথরটির আয়তন = দৈঘ্য` xx`  প্রস্থ` xx`  উচ্চতা
    
                         `= (৫ xx ৩ xx ৭)` ঘন সে.মি
    
                         = ১০৫ ঘন সে.মি
    
    ঘ. উদ্দীপকের বর্ণিত ব্যবহারিক পরীক্ষাটিতে পাথরটি ডোবানোর পূর্বে সুমন মাপচোঙের পানির পাঠ নেয়নি যা একটি ত্রুটি ছিল ।
    
      এক্ষেত্রে পাথরটিকে মাপচোঙের পানি থেকে উঠিয়ে ভালোভাবে কাপড় দিয়ে মুছে পানি অপসারণ করবে । অতঃপর মাপচোঙের পাঠ নিবে পরবর্তীতে 
    
      পাথরটিকে মাপচোঙের পানিতে ডুবিয়ে পুনরায় পাঠ নিবে । দ্বিতীয় পাঠ হতে প্রথম পাঠটি বিয়োগ করে সুমন পাথরের আয়তন নির্ণয় করবে ।

    1. Report
  4. Question:ইশিতা সমান আয়তনের একটুকরা ইট এবং এক টুকরা পাথর নিল । ইট ও পাথর প্রত্যেকের আয়তন ৭৫ ঘন সে.মি । ক. এসআই পদ্ধতিতে আয়তনের একক কী ? খ. ক্ষেত্রফলের একক যেীগিক একক কেন ? গ. ইটটির দৈঘ্য ৫ সে.মি হলে প্রস্থ কত ? ঘ. ঈশিতা পাথরটির আয়তন কীভাবে নির্ণয় করবে বর্ণনা কর । 

    Answer
    ক. এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার ।
    
    খ. দুই বা ততোধিক এককের সমন্বিত এককই হলো যেীগিক একক । ক্ষেত্রফলের একক হলো দৈঘ্য এবং 
    
     প্রস্থের এককের গুণফল তাই ক্ষেত্রফলের একক যেীগিক একক । 
    
    গ. কোনো একটি বস্তুর দৈঘ্য ৫ সে.মি এর উচ্চতা ৩ সে.মি । বস্তুটির আয়তন ৭৫ ঘন সে.মি হলে বস্তুুটির প্রস্থ নির্ণয় কর ।
    
    ঘ. একটি অসম বস্তুুর আয়তন নির্ণয় পদ্ধতি বর্ণনা কর ।

    1. Report
  5. Question:সিহাবের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার যার দৈঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সে.মি । সিহাবের মা সমআকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন । ক. বিদুৎ প্রবাহের একক কী ? খ. প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন হয় কেন ? গ. সিহাবের পড়ার ঘরের প্রস্থ কত ? ঘ. টেবিল ২টি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাকা থাকবে-গাণিতিকভাবে নির্ণয় কর । 

    Answer
    ক. বিদুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার ।
    
    খ. দৈনন্দিন জীবনে আমার জানা অজানা নানাবিধ ঘটনাতে অনেক সময়ই আন্দাজ করে পরিমাপ করে থাকি । 
    
    কিন্তু অনেক কিছুই আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না ।ফলশুতিতে কাঙ্কিত ফলাফল পাওয়া যায় না । 
    
    তাই সঠিক মান নির্ণযে প্রতিটি কাজে সঠিক পরিমাপ খুবই প্রযোজন ।
    
    গ. কোনো একটি বইয়ের দৈঘ্য ৫ মি এবং এবং ক্ষেত্রফল ২০ মি. হলে প্রস্থ কত হবে তা আলোচনা কর ।
    
    ঘ. একটি টেবিলের ক্ষেত্রফল ১৫ বর্গ মি. এবং টেবিলের উপর বইয়ের দৈঘ্য ৩ মি. প্রস্থ ২ মি. হলে টেবিলে আর 
    
    কতটুকু ফাকা জায়গা থাকবে আলোচনা কর ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd