আর্থিক বিবরণী
 
  1. Question: ইজারা কোন প্রকার সম্পদ?

    A
    বাস্তব

    B
    ক্ষয়িষ্ণু

    C
    চলতি

    D
    স্থায়ী

    E
    ভাসমান

    Note: ইজারা সম্পত্তি স্থায়ী সম্পত্তি হিসাবে ধরা হয়।
    1. Report
  2. Question: ১ অক্টোবর ২০১০ তারিখে একটি কোম্পানী বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ে জন্য ১০,০০০ টাকা ঋণ করে। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখ পর্যন্ত ১ বছরের লাভ-ক্ষতি বিবরণীতে সুদের পরিমাণ-

    A
    ২২৫ টাকা

    B
    ৩০০ টাকা

    C
    ৩২৫ টাকা

    D
    ৪৫০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: একানে, ১ অক্টোবর ২০১০ তদারিখ হতে ৩১ ডিসেম্বর ২০১০ তারিখ পর্যন্ত তিন মাসের সুদ লাভ-ক্ষতি বিবরণীতে আসবে। কারণ, ঋণ গ্রহণ ১ অক্টোবর ২০১০ এবং হিসাব কাল শেষ হয় ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে । কত সময়ের জন্য ঋণ গ্রহণ করেছে তার কোন প্রভাব এখানে পড়বে না।
    1. Report
  3. Question: ট্রেডমার্ক কোন প্রকারের সম্পত্তি?

    A
    স্পর্শনীয় সম্পত্তি

    B
    অস্পর্শনীয় সম্পত্তি

    C
    অলীক সম্পত্তি

    D
    তরল সম্পত্তি

    E
    ক্ষয়শীল সম্পত্তি

    Note: ব্যবসায়ের অস্পর্শনীয় সম্পত্তিগুলো হলো- সুনাম, প্যাটেন্ট ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন, কপিরাইট ইত্যাদি।
    1. Report
  4. Question: ‘বাকীতে আসবাবপত্র ক্রয়’ লেনদেনটির চূড়ান্ত ফলাফল-

    A
    সম্পত্তি ও দায় হ্রাস

    B
    সম্পত্তি ও দায় বৃদ্ধি

    C
    সম্পত্তি হ্রাস এবঙ দায় বৃদ্ধি

    D
    সম্পত্তি বৃদ্ধি এবং দায় হ্রাস

    E
    একটি সম্পত্তি হ্রাস এবং আরেকটি সম্পত্তি বৃদ্ধি

    Note: বাকীতে আসবাবপত্র ক্রয় এর জাবেদা হবে। আসবাবপত্র হিসাব ডেবিট, টু আসবাবপত্র সরবরাহকারীর হিসাব ক্রেডিট। ফলে, আসবাবপত্র নামক সম্পত্তি ও আসবাবপত্র সরবরাহকারী নামক দায় বৃদ্ধি পায়।
    1. Report
  5. Question: সাধরাণভাবে ‘নিট সম্পত্তি’ লেনদেনটির চূড়ান্ত ফলাফল-

    A
    একটি কোম্পানির সংরক্ষিত আয়

    B
    মোট সম্পত্তি হতে মোট দায় বাদ

    C
    চলতি সম্পত্তি বাদ চলতি দায়

    D
    কোম্পানির মোট পরিশোধিত মূলধন

    E
    কোনটিই নহে

    Note: সাধারণত কোন প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি হতে চেলতি দায় বিয়োগ করতে হয়।
    1. Report
  6. Question: নিম্নে কোনটি সঠিক?

    A
    মোট মুনাফা = বিক্রয় - উৎপাদন ব্যয়

    B
    নীট ‍মুনাফা = মোট মুনাফা - পরিচালন খরচ

    C
    মূলধন = মোট সম্পত্তি - বহির্দায়

    D
    নীট কার্যকরী মূলধন = মোট সম্পত্তি - চলতি দায়

    E
    কোনটিই নয়

    Note: এখানে নীট কার্যকরী মুলধন বের করার নিয়ম হলো প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি হতে চলতি দায় বিয়োগ করতে হয়।
    1. Report
  7. Question: কোন দুটি দফা উদ্বর্তপত্রে এক সাথে দেখানো যায় না?

    A
    মূলধন ব্যয় এবং দীর্ঘ মেয়াদী দায়

    B
    মূলধনী লাভ এবং মূলধনী ক্ষতি

    C
    মূলধনী এবং স্থায়ী সম্পত্তি

    D
    প্রাথমিক খরচ এবং বিলম্বিত দায়

    E
    কোনটিই নয়

    Note: উদ্বৃত্তপত্রে মুলধনী লাভ এবং মুল ধনী ক্ষতি দফা দুটি একই সাথে দেখানো যায় না।
    1. Report
  8. Question: নিম্নের কোন স্থায়ী দায় হিসাবে চিহ্নিত করা হয়?

    A
    কারবারী পাওনাদা

    B
    মূলধন

    C
    উত্তোলন

    D
    ঋণপত্র

    E
    ব্যাংক জমাতিরিক্ত

    Note: মালিক কর্তৃক প্রদত্ত মূলধনকে কোন ব্যবসায়ের স্থায়ী দায় হিসেবে চিহ্নিত করা হয়।
    1. Report
  9. Question: কোন সময়ে নীট আয়ের সৃষ্টি হয়, যখন-

    A
    দায় থেকে সম্পদ বৃদ্ধি পায়

    B
    রাজস্ব থেকে সম্পদ বেশী পায়

    C
    রাজস্ব থেকে দায় বেশি হয়

    D
    ব্যয় থেকে রাজস্ব বেশী হয়

    E
    কোনটিই নয়

    Note: রাজস্ব বা আয় যখন ব্যয় থেকে বেশি হয় তখন নীট আয় আয় বা মুনাফার সৃস্টি হয়।
    1. Report
  10. Question: সঞ্চিত মুনাফা হিসাব-

    A
    পরিশোধিত মূলধনের একটি উপবিভাজন

    B
    কোম্পানিতে গচ্ছিত রাখা নীট আয়

    C
    লাভ-ক্ষতি হিসাবে ব্যয় হিসাবে দেখানো হয়

    D
    শেয়ার মুলধন হিসাবে যোগ করা হয়

    E
    কোনটিই নয়

    Note: সঞ্চিতি মুনাফা হিসাব হলো প্রতিষ্ঠানের প্রতি বছরের নীট আয় তেকে গচ্ছিত রাখা টাকা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd