Note: সমাপনী মজুদ পণ আগুনে বিনষ্ট হলে লাভ-ক্ষতি হিসাবে ক্রেডিট দিকে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দেখানো হয় এবং আগুনে বিনষ্ট পণ্য নামে আলাদা ভাবে দোখানো হয়। ফলে মোট লাভ অপরিবর্তীত থাকে।
Note: এখানে অগ্রিম প্রাপ্ত বাড়ী ভাড়া যা দায় হিসেবে গণ হয়। কারণ, ভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম টাকা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাকে বাড়ি ভাড়ার সুবিধা এখন প্রদান করা হয়নি।
Question: হিসাবকাল শেষে সম্পূর্ণ খরচ নাও হতে পারে-
A
বিক্রিত পণ্যের ব্যয়
B
হিসাবকালের জন্য বেতন প্রদান
C
হিসাবকালের জন্য ভাড়া প্রদান
D
পন্য ক্রয়
Note: পণ্য ক্রয় এর যে অংশ সংশ্লিষ্ট হিসাব কালে বিক্রয় না হয়, তা পণ্য ক্রয় থেকে সমাপনী মজুদনামে বাদ দেয়া হয়ে থাকে। সুতরাং এখানে পণ্য ক্রয় হিসাবকালশেষে সম্পূর্ণ খরচ নাও হতে পারে।
Note: ঐতিহাসিক মুল্য নীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে হিসাবের বইতে সর্বদা ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হয়। স্থিতিপত্র বা উদ্বর্তপত্রের সম্পত্তির দিকে সম্পত্তির ক্রয়মূল্য/অর্জন মূল্য বা বহিমূল্য হতে পুঞ্জিভূত অবচয় বাদ দিয়ে দেখানো হয়। এখানে বইমুল্য বা বহিমূল্য দেয়অ আছে ১০,০০,০০০ টাকাই দেখাতে হবে।