আর্থিক বিবরণী
 
  1. Question: সমন্বয় দাখিলা প্রভাবিত করে-

    A
    ক্রয়-বিক্রয় হিসাব, লাভ-ক্ষতি এবং উদ্বর্তপত্রকে

    B
    শুধুমাত্র উদ্বর্তপত্রকে

    C
    শুধুমাত্র ক্রয়-বিক্রয় হিসাব ও উদ্বর্তপত্রকে

    D
    শুধুমাত্র লাভ-ক্ষতি হিসাব ও উদ্বর্তপত্রকে

    Note: সমন্বয় দাখিলা সবসময় চূড়ান্ত হিসাবের কমপক্ষে আয় বিবরণীর একটি ধাপ ও উদ্বর্তপত্রকে প্রভাবিত করবে।
    1. Report
  2. Question: পণ্যকে বিক্রয়ের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে যে ব্যয় করা হয় তা দেখানো উচিত-

    A
    ক্রয়-বিক্রয় হিসাবে

    B
    লাভ-ক্ষতি হিসাবে

    C
    আবন্টন হিসাবে

    D
    উদ্বর্তপত্রে

    Note: ক্রয়কৃত পণ্য বিক্রয়ের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে যে সকল ব্যয় করা হয় সেগুলোকে ক্রয়-বিক্রয় হিসাবে দেখানো হয়।
    1. Report
  3. Question: স্থিতিপত্র একটি-

    A
    কোন হিসাব নয়

    B
    বিবরণী

    C
    সম্পত্তি ও দায়ের তালিকা

    D
    সবগুলোই

    Note: স্থিতিপত্র বা উদ্বর্তপত্র কোনো হিসাব নয় একটি নির্দিষ্ট সময় বিন্দুতে সম্পত্তি ও দায়ের তালিকা মাত্র।
    1. Report
  4. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের অন্তর্দায় হলো-

    A
    মালিকের মূলধন ও সংরক্ষিত মুনাফা

    B
    কেবল অবন্টিত মুনাফা

    C
    যাবতীয় সঞ্চিতি

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: লাভ সবসময়-

    A
    ডেবিট জের প্রকাশ করে

    B
    ক্রেডিট জের প্রকাশ করে

    C
    ডেবিট বা ক্রেডিট জের প্রকাশ করে

    D
    কোনটিই প্রকাশ করে না

    Note: লঅভ সবসময় ক্রেডিট জের প্রকাশ করে।
    1. Report
  6. Question: মুলধন জাতীয় লেনদেন দেখানো হয়-

    A
    লাভ-লোকসান হিসাবে

    B
    ক্রয়-বিক্রয় হিসাবে

    C
    স্থিতিপত্রে

    D
    কোনটিতে নয়

    Note: মুলধন জাতীয় লেনদেনগুলো দ্বারা উদ্বর্তপত্র বা স্থিতিপত্র তৈরি করা হয়।
    1. Report
  7. Question: `Groos Wright' কী?

    A
    মোড়কসহ পণ্যের ওজন

    B
    মোড়ক ব্যতিত ওজন

    C
    পণ্যের মোড়কের ওজন

    D
    কোনটিই নয়

    Note: `Groos Wright' বলতে পণ্যের মোড়কসহ ওজনকে বুঝায়।
    1. Report
  8. Question: বিক্রয় রাজস্ব ৪,০০,০০০ টাকা, বিক্রিত পণ্যের মোট ব্যয় ৩,১০,০০০ টাকা এবং পরিচালনা ব্যয় ৬০,০০০ টাকা হলে, মোট লাভ হবে?

    A
    ৩০,০০০ টাকা

    B
    ৯০,০০০ টাকা

    C
    ৪,০০,০০০ টাকা

    D
    ৩,৪০,০০০ টাকা

    Note: এখানে মোট লাভ = বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয় = ৪,০০,০০০ - ৩,১০,০০০ = ৯০,০০০ টাকা
    1. Report
  9. Question: রয়্যালটি কোথায় দেখাতে হয়?

    A
    ক্রয়-বিক্রয় হিসাবে

    B
    উৎপাদন হিসাবে

    C
    লাভ-লোকসান হিসাবে

    D
    উদ্বৃত্তপত্রে

    Note: ওরয়্যালিটি হলো এক ধরনের প্রত্যক্ষ খরচ। সুতরাং একে ক্রয়-বিক্রয় হিসেবে দেখানো হয়।
    1. Report
  10. Question: নিম্নের কোনটি অবস্তুগত সম্পত্তি-

    A
    গ্রন্থস্বত্ব

    B
    যন্ত্রপাতি

    C
    ব্যাংক জমা

    D
    প্রদত্ত ঋণ

    Note: গ্রন্থস্বত্ব হলো অবস্তুগত সম্পত্তি।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd