Question: শেয়ার অবহার কোন জাতয়ি সম্পত্তি?
Aভূয়া
Bস্থায়ী
Cঅস্থায়ী
Dসম্পত্তি
Note: শেয়ার অবহার হল ভূয়া সম্পত্তি। এছাড়াও অন্যান্য ভূয়া সম্পত্তি গুলো হল- ঋণপত্রের বাট্টা, প্রাথমিক খরচ, লাভ-লোকসান বন্টন হসিাবের ডেবিট উদ্বৃত্ত,মোটর গাড়ির অব্যবহার্য এবং অবিক্রয়যোগ্য অংশ প্রভৃতি। এসকল সতম্পত্তিকে অলীক সম্পত্তি, কাল্পনিক সম্পত্ত, অবাস্তব সম্পত্তিও বলা হয়।