আর্থিক বিবরণী
 
  1. Question: বিনিময় বিল হলো একটি-

    A
    লেটার অব ক্রেডিট

    B
    ঋণপত্র

    C
    স্বল্প মেয়াদী ঋন পত্র

    D
    ব্যাংক ড্রাফট

    Note: বিনিময় বিল হলো একটি মেযাদি ঋণপত্র।
    1. Report
  2. Question: নিচের কোন কোন প্রতিবেদন খরচ ও উদ্বর্তপত্র?

    A
    উদ্বর্তপত্র ও আয় বিবরণী

    B
    আয় বিবরণী ও উদ্বর্তপত্র

    C
    আয় বিবরণী ও মালিকের স্বত্ব বিবরণী

    D
    মালিকের স্বত্ত বিবরণী ও উদ্বর্তপত্র

    Note: আয় বিবরণীতে খরচ ও আয় জাতয়ি হিসাবসমূহ হিসাবসমূহ এবং সম্পদ ও দায় জহাতীয় হিসাবসমূহ নিয়ে উদ্বর্তপত্র তৈরি করা হয়। সুতরাং এ দুটি বিবরণী যথাক্রমে খরচ ও উদ্বর্তপত্র।
    1. Report
  3. Question: নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের সময় নীট লাভের সাথে অবচয়োগ করা হয় কারণ-

    A
    অবচয় একটি আনুমানক ব্যয়

    B
    অতিরিক্ত নগদ হাতে থাকা

    C
    অবচয় নগদ প্রবাহ প্রভাবিত করেনা

    D
    অবচয় উদ্বর্তপত্র প্রবাহিত করে

    Note: নগদ প্রবাহ বিবরণী বা Cash flow statement প্রস্তুতের সময় অবচয় যোগ করা হয় কারণ অবচয় ব্যয়ের কারণে প্রকৃত পক্ষে কোন প্রকার নগদ অর্থ চলে যায় না।
    1. Report
  4. Question: নিম্নের কোনটি কোম্পনীর উদ্বর্তপত্রে চলতি দায় হিসাবে প্রদর্শন করতে হয়?

    A
    দেয বন্ড

    B
    শেয়ার অধিকার

    C
    জমাকৃত মুনাফা

    D
    প্রদেয় লভ্যাংশ

    Note: প্রদত্ত Option গুলোর মধ্যে প্রদেয় লভ্যাংশ কোনো কোম্পানীর উদ্বতৃপত্রে চলতি দায় হিসেবে দেখাতে হয়।
    1. Report
  5. Question: মুনাফা কোন জাতীয় সম্পদ?

    A
    স্থায়ী

    B
    অস্থায়ী

    C
    অস্পর্শনীয়

    D
    চলতি

    Note: মুনাফা কারবারী প্রতষ্ঠানের দায় জাতীয় হিসাব করণ এটি মালিকের প্রাপ্য। সুতরাং এখানে সঠিক উত্তরটি অনুপস্থিত।
    1. Report
  6. Question: কোনটি উদ্বর্তপত্র বহির্ভুত-

    A
    ক্রয়কৃত মুনাফঅ

    B
    প্রাথমিক ব্যয়

    C
    ধারে কৃত সম্পত্ত

    D
    লিজ হোল্ড সম্পত্তি

    Note: ক্রয়কৃত মুনাফা বাদে বাকী সবগুলোই উদ্বর্তপত্রের অন্তর্ভুক্ত। ক্রয়কৃত মুনাফা ক্রয়-বিক্রয় হিসাবের মাধ্যমে পাওয়া যায়। এটি লাভ-লোকসান হিসাবের অন্তর্ভুক্ত।
    1. Report
  7. Question: কোনটি ঋণপত্র বুঝায়?

    A
    শেয়ার

    B
    বন্ড

    C
    ইকুইটি

    D
    সঞ্চয়

    Note: এখানে প্রদত্ত Option গুলোর মধ্যে বন্ড ঋণপত্র হিসেবে বিবেচিত। মেয়ার ইকুইটি, সঞ্চয় হলো, মালিকানা স্বত্ত্ব।
    1. Report
  8. Question: শেয়ার অবহার কোন জাতয়ি সম্পত্তি?

    A
    ভূয়া

    B
    স্থায়ী

    C
    অস্থায়ী

    D
    সম্পত্তি

    Note: শেয়ার অবহার হল ভূয়া সম্পত্তি। এছাড়াও অন্যান্য ভূয়া সম্পত্তি গুলো হল- ঋণপত্রের বাট্টা, প্রাথমিক খরচ, লাভ-লোকসান বন্টন হসিাবের ডেবিট উদ্বৃত্ত,মোটর গাড়ির অব্যবহার্য এবং অবিক্রয়যোগ্য অংশ প্রভৃতি। এসকল সতম্পত্তিকে অলীক সম্পত্তি, কাল্পনিক সম্পত্ত, অবাস্তব সম্পত্তিও বলা হয়।
    1. Report
  9. Question: কে নিজের জন্য ভ্যাট সংগ্রহ করে?

    A
    ক্রেতা

    B
    বিক্রেতা

    C
    উৎপাদনকারী

    D
    মধ্যস্তকারী

    Note: বিক্রেতা নিজের জন্য ভ্যাট সংগ্রহ করে।
    1. Report
  10. Question: লাভ-ক্ষতি হিসাবের বিকল্প কোনটি?

    A
    বিষয় বিবরণী

    B
    নগদ বিবরণী

    C
    আয় বিবরণী

    D
    ব্যয় বিবরণী

    Note: লাভ-লোকসান/ক্ষতি হিসাবের আধুনিক বা বিকল্প রূপ হলো আয় বিবরণী।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd