Question: উদ্বর্তপত্রে মাধ্যমে একটি কারবার সত্ত্বার আর্থিক অবস্থা প্রতিফলিত হয়-
A
একটি নির্দিস্ট সময়ের জন্য
B
একটি বিশেষ তারিখের জন্য
C
একটি হিসাবকালের জন্য
D
এক বছরের জন্য
Note: উদ্বর্তপত্র একটি বিশেষ তারিখে বা বিশেষ দিনের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। সুতরাং উদ্বর্তপত্রে কারবারের আর্থিক অবস্থা ঐ (তারিখের) বিশেষ তারিখ বা দিনে প্রতিফলিত হয়।
Note: কোন বিশেষ তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য উদ্বর্তপত্র তৈরি করা হয়। আর উদ্বর্তপত্রের উপাদানগুলো হলো সম্পত্তি ও দায় (বহিঃদায় ও আন্তঃদায়) অর্থাৎ (ক) ব্যক্তিবাচক হিসাবসমূহকে (দেনাদার) সম্পত্তি, দায় (পাওনাদার) এবং ইকুইটি (মূলধন)। (খ) সম্পত্তিবাচক হিসাবসমূহ নগদ টাকা। ব্যাংকে জমা প্রভৃতি স্থায়ী ও চলতি সম্পদ। সুতরাং উদ্বর্তপত্রে কখনই নামিক (আয়-ব্যয় বাচক হিসাব) সমূহ অন্তর্ভুক্ত হয় না।
Note: কারবারের নীট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্য লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। লাভ-ক্ষতি হিসাবরে ডেবিট দিকে ব্যয় জাতীয় হিসাবসমূহ ও ক্রেডিট দিকে আয় জাতীয় হিসাব সমূহ লিপিবদ্ধ করা হয়। এ হিসাবে যদি আয় হতে ব্যয় বেশি হয় তবে নীঠ ক্ষতি নির্দেশ করে, আর ব্যয় আয় বেশি হলে হয় নীট লাভ।
Question: কোনটি উদ্বর্তপত্রের সম্পত্তি পাশে উল্লেখ করা হয়?
A
দীর্ঘমেয়াদি ঋণ
B
শেয়ার প্রিমিয়াম
C
বিবিধ পাওনাদার
D
প্রাথমিক খরচাবলী
Note: উদ্বর্তপত্রের সম্পদ পাশ্র্বে সকল প্রকার সম্পত্তিবাচক সিাব সমূহ উল্লেথ করা হয়। Option, (ক), (খ), (গ) সবগুলোই হল দায় বাচক হিসাব যা ফার্মের দায় নির্দেশ করে। মুধুমাত্র (ঘ) প্রাথমিক খরচ যা অলীক সম্পদ হিসেবে গণ্য।
Note: কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যে কোন প্রকার রিজার্ভ বা সঞ্চিতি তহবিলের মালিকানা হচ্ছে শেয়ার হোল্ডারগণ। সুতরাং উদ্বর্তপত্রের রিজার্ভ ফান্ডের মালিকানা হলো Option (ঘ) শেয়ার হোল্ডারগণ।