Question: একটি যন্ত্রপাতি যা ২,৫০,০০০ টাকায় সংগ্রহ করা হয়েছিল, তার বর্তমান হিসাব বহিমূল্য হচ্ছে ১০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজারমূল্য হচ্ছে ১২০,০০০ টাকা। যদি যন্ত্রপাতিটির পুনঃস্থাপন ব্যয় ৩,৫০,০০০ টাকা হয় তবে নিচের কোন মূল্যে যন্ত্রপাতিটি উদ্বর্তপত্রে দেখানো উচিত-
A১,২০,০০০ টাকা
B১,৫০,০০০ টাকা
C৩,৫০,০০০ টাকা
D৮০,০০০ টাকা
Eউপরোক্ত কোনটিই নয়
Note: উদ্বর্তপত্রে কোন সম্পত্তি তার হিসাব বহিমূল্য বা বইমূল্যে (Book value) দেখানো হয়ে থাকে। আর বহিমূল্য বা হিসাববহিমূল্য বলতে অর্জন মূল্য বা ক্রয়মূল্য বাদ পুঞ্জিভূত অবচয়কে বোঝানো হয়। প্রশ্নে ১,০০,০০০ টাকা যন্ত্রপাতিটির বহিঃমূল্য বা হিসাব বহিমূল্য দেওয়া আছে। অর্থাৎ উদ্বর্তপত্রে এ বহিমূল্য ১,০০,০০০ টাকা দেখানো উচিত। প্রশ্নটির Option গুলোতে যেহেতু ১,০০,০০০ টাকা উল্লেখ করা নাই। সেহেতু উত্তর হবে কোনটিই নয়।