ব্যাংক সমন্বয় বিবরণী
 
  1. Question: নিচের কোনটি ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় জমাদানকারীর বইয়ের জেরে সাথে যোগ করতে হবে?

    A
    ব্যাংকের সার্ভিস চার্জ

    B
    ব্যাংক থেকে অর্জিত সুদ

    C
    ব্যাংকের জমাকৃত চেক যা ডিজঅনার্ড (Dishonored) হয়েছে

    D
    ইস্যুকৃত 550 টাকার চেকে 505 টাকা লিখা হয়েছে

    Note: ব্যাংক থেকে অর্জিত সুদ যা ব্যাংক মকেলের হিসাবে ক্রেডিট করেছে বা বৃদ্ধি করেছে। সুতরাং এখন ব্যাংক সমন্বয় ব্বিরণী প্রস্তুতের সময় জামাদানকারীর সাথে যোগ করা হবে।
    1. Report
  2. Question: একাউনট নগদান বহিতে 31 ডিসেম্বর 30,000 টাকা দেখিয়েছেন। তিনি জানেন না যে ব্যাংক সার্ভিস চার্জ ধরেছে 500 টাকা। দেনাদার সরাসরি 2000 টাকা ব্যাংকে জমা দিয়েছে যা একাউন্ট্যান্টে খবর পাননি। আর একাউন্ট্যান্ট একটি 7000 টাকার চেক ইস্যু করেছেন যেটি এখনও ব্যাংকে উপস্থিত করা হযনি। 31 ডিসেম্বর ব্যাংক বিবরণীতে ব্যাংক কত টাকা জের দেখাবে?

    A
    47,000 টাকা

    B
    74,000 টাকা

    C
    38,500 টাকা

    D
    35,400 টাকা

    Note: এখানে, ব্যাংক বিবরণীর জের = 30,000 - 500 + 2,000 + 7,000 = 38,500 টাকা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd