Question: ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য হচ্চে-
Aব্যাংক ব্যালেন্স নির্ণয় করা
Bনগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয় কর
Cনগদান বই ও পাশ বই এর মধ্যে গড়মিলের কারণ নির্ণয় করা
Dনগদান বই ও পাশ বই এর মধ্যে ব্যাংক ব্যালেনন্স মিলকরণ
Eকোনটিই নয়
Note: একটি নির্দিস্ট সময় শেষে িবিভিন্ন কারণে জমাদানকারী কর্তূৃক রক্ষিত নগদান বইয়ের ব্যাংক জের ও ব্যাংক কর্তৃক রক্ষিত পাশ বইয়ের ব্যঅংক জেরে মধ্রে কিছু গরমিল বা ভুল হয়ে থাকে। এ সকল গরমিল/ভুল সংশোধনের উদ্দেশ্যে জমাদানকারী নগদান বেই ও পাশ বই একত্রিত করে কোন নির্দিষ্ট্ সময়ে যে বিবরণী তৈরি করে থাকে তার নাম হ৯ল ব্যাংক সমন্বয় বিবরণী। অতএব ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হল নগদান বই ও পাশ বইয়ের মধ্যকার গরমিল দূর করে ব্যাংক ব্যালেন্স এর মিলকরণ বা সমতাকরণ।