ব্যাংক সমন্বয় বিবরণী
 
  1. Question: নগদান বই ও পাশ বই এর গড়মিলের কারণ নয় কোনটি?

    A
    ব্যাংক চার্জ নগদান বহিতে লেখা হয় নাই

    B
    ব্যাংক প্রাপ্যবিল আদায় করে

    C
    ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে

    D
    চেক ইস্যু করা হলো কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নাই

    Note: Not available
    1. Report
  2. Question: ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ প্রদান করে তা হলো-

    A
    ক্যাশ ক্রেডিট

    B
    কনজুমার ক্রেডিট

    C
    ওভারড্রাফট

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য হচ্চে-

    A
    ব্যাংক ব্যালেন্স নির্ণয় করা

    B
    নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয় কর

    C
    নগদান বই ও পাশ বই এর মধ্যে গড়মিলের কারণ নির্ণয় করা

    D
    নগদান বই ও পাশ বই এর মধ্যে ব্যাংক ব্যালেনন্স মিলকরণ

    E
    কোনটিই নয়

    Note: একটি নির্দিস্ট সময় শেষে িবিভিন্ন কারণে জমাদানকারী কর্তূৃক রক্ষিত নগদান বইয়ের ব্যাংক জের ও ব্যাংক কর্তৃক রক্ষিত পাশ বইয়ের ব্যঅংক জেরে মধ্রে কিছু গরমিল বা ভুল হয়ে থাকে। এ সকল গরমিল/ভুল সংশোধনের উদ্দেশ্যে জমাদানকারী নগদান বেই ও পাশ বই একত্রিত করে কোন নির্দিষ্ট্ সময়ে যে বিবরণী তৈরি করে থাকে তার নাম হ৯ল ব্যাংক সমন্বয় বিবরণী। অতএব ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হল নগদান বই ও পাশ বইয়ের মধ্যকার গরমিল দূর করে ব্যাংক ব্যালেন্স এর মিলকরণ বা সমতাকরণ।
    1. Report
  4. Question: আমানতকারীর বইতে নিম্নের কোন সমন্বয় আইটেমের জন্য জাবেদা লিখন প্রয়োজন?

    A
    বকেয়া চেক

    B
    ব্যাংকের ভুল

    C
    ব্যাংক কর্তৃক প্রদত্ত সেবার খরচ

    D
    ট্রানজিটে জমা

    E
    কোনটিই নয়

    Note: ব্যাংক তার মক্কেলকে বা আমানতকারীকে সেবা প্রদানের জন্য খরচ কিছু টাকা চার্জ বা কেটে রাখে। আমানতকারীর বইয়ে ব্যাংক কর্তৃক প্রদত্ত সেবার খরচ এর জন্য সমন্বয় সাধন করা হয়
    1. Report
  5. Question: কোনটি বাদে নিচের সবগুলো হল এমন বিষয় যা ব্যাংক জের ও পুস্তক জের- এর মধ্যে পার্থক্য ঘটায়-

    A
    অমর্যাদাকৃত চেকসমুহ

    B
    মধ্যবর্তী আমানতসমূহ

    C
    বকেয়অ চেকসমূহ

    D
    মর্যাদাকৃত চেকসমূহ

    Note: নগদান বই মিলকরণে অর্জিত সুদ সমন্বয় করায় কোন প্রয়োজন নাই। কারণ এটি ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নও হতে পারে।
    1. Report
  6. Question: নগদান মিলকরণে নিচের কোন আইটেমের সমন্বয় দাখিলা দরকার নেই?

    A
    ব্যাংকের সেবা মূল্য

    B
    অর্জিত সুদ

    C
    ব্যাংক কর্তৃক সংগৃহীত বিল

    D
    পথিমধ্যের আদালত

    Note: নগদান বই মিলকরণে অর্জিত সুদ সমন্বয় করার কোন প্রয়োজন নাই। কারণ এটি ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নাও হতে পারে।
    1. Report
  7. Question: ব্যাংকের টাকা জমা দেয়া হলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন?

    A
    ব্যাংক সম্পদ হ্রাস পায়

    B
    ব্যাংক দায় বৃদ্ধি পায়

    C
    ব্যাংকের আয় বদ্ধি পায়

    D
    ব্যাংকের ব্যয় হ্রাস পায়

    Note: ব্যাংকে টাকা জমা দেয়া হলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কারণ ব্যাংকের দায় বৃদ্ধি পায়।
    1. Report
  8. Question: নগদান মিলকরণে নিচের কোন আইটেমের সমন্বয় দাখিলা দরকার নেই?

    A
    ব্যাংকের সেবা মূল্য

    B
    অর্জিত সুদ

    C
    ব্যাংক কর্তৃক সংগৃহীত বিল

    D
    পথিমধ্যের আদালত

    Note: নগদান বই মিলকরণে অর্জিত সুদ সমন্বয় করার কোন প্রয়োজন নাই। কারণ এটি ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নাও হতে পারে।
    1. Report
  9. Question: নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কালে নগদান বহি থেকে বাদ দেয়া হয়?

    A
    বকেয়া চেক সমূহ

    B
    ব্যাংক চার্জ

    C
    দেনাদার কর্তৃক ব্যাংক জমা

    D
    কোনটিই নয়

    Note: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্ততকালে নগদান বহি হতে ব্যাংক চার্জ বাদ দেওয়া হয়।
    1. Report
  10. Question: ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলে আমানতকারীর বহিতে জাবেদা হবে-

    A
    ব্যাংক হিসাব ডেবিট আদেষ্ট হিসাব ক্রেডিট

    B
    ব্যাংক হিসাব ডেবিট প্রাপক হিসাব ক্রেডিট

    C
    আদেষ্টা হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট

    D
    কোনটিই নয়

    Note: চেক ইস্যুকরা হলে জাবেদা হয়, প্রাপকের হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলে বিপরীত দাখিলীা প্রদান করতে হবে। যেমন : ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপকের হিসাব ক্রেডিট।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd