রেওয়ামিল
 
  1. Question: উপভাড়াটিয়ার নিকট থেকে প্রাপ্ত ৬,০০০ টাকা যার মধ্যে ৪,০০০ টাকা পাওনা গেছে এবং ২,০০০ টাকা বকেয়া আছে। এক্ষেত্রে ২,০০০ টাকা রেওয়ামিলের কোথায় বসবে?

    A
    ডেবিট

    B
    ক্রেডিট

    C
    উভয়

    D
    বসবে না

    Note: Not available
    1. Report
  2. Question: যন্ত্রপাতির মেরামত খরচ ১০,০০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছিল। এটি কোন ধরনের ভুল?

    A
    বাদ পড়ার ভুল

    B
    লেখার ভুল

    C
    বে-দাখিরার ভুল

    D
    নীতিগত ভুল

    Note: Not available
    1. Report
  3. Question: আমরা জানি রেওয়ামিল তৈরি করা বাধ্যতামূলক নয়। কিন্তু তারপরও রেওয়ামিল তৈরি করা হয় কেন?

    A
    বিভিন্ন ধরনের হিসাবকে সাজিয়ে রাখার জন্য

    B
    হিসাবের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে

    C
    খতিয়অন তৈরিতে সাহায্য করার জন্যে

    D
    চূড়ান্ত হিসাব যেন মিলবে বাদ্য হয় সেই জন্যে

    Note: Not available
    1. Report
  4. Question: নিম্নোক্ত কোন ভুলটি হলে রেওয়মিল না মেলার সম্ভাবনা রয়েছে?

    A
    যন্ত্রপতির জন্যে কৃত ব্যয়, আসবাবপত্র হিসাবে দেখানো হয়েছে

    B
    দোনাদারের সিাবে নামের ওলট পালট হয়েছে

    C
    সম্পর্কিত নয় এমন দুইটি হিসাবের একটি ডেবটি জের এবং অপরটি ক্রেডিট জের আদৌ তোলা হয় নি

    D
    একটি লেনদেন সম্পূর্ণই হিসাবের বাইরে রয়েছে

    Note: Not available
    1. Report
  5. Question: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন হয় চূড়ান্ত হিসাব প্রস্তুতের-

    A
    পূর্বে

    B
    পরে

    C
    সাথে সাথে

    D
    এক মাস পরে

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  6. Question: খতিয়ান ও চূড়ান্ত হিসাবের মধ্যে সমন্বয় সাধন করে-

    A
    নগদান বই

    B
    আর্থিক বিবরনী

    C
    আয়-ব্যয় বিবরণী

    D
    রেওয়ামিল

    E
    উদ্বর্তপত্র

    Note: Not available
    1. Report
  7. Question: রেওয়ামলের ছকে ঘরের সংখ্যা-

    A
    ২টি

    B
    ৩টি

    C
    ৫টি

    D
    ৬টি

    E
    ৪টি

    Note: Not available
    1. Report
  8. Question: রেওয়ামিলের প্রস্তুতের জন্য পদ্ধতি রয়েছে-

    A
    ৩টি

    B
    ৪টি

    C
    ৫টি

    D
    ৬টি

    E
    ১০টি

    Note: Not available
    1. Report
  9. Question: রেওয়ামিল প্রস্তুতের জন্য জনপ্রিয় পদ্ধতি হল-

    A
    মোট অঙ্কের রেওয়ামিল

    B
    জেরের রেওয়ামিল

    C
    মিশ্র রেওয়ামিল

    D
    মোট অঙ্ক ও জের যুক্ত রেওয়ামিল

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  10. Question: কৌশলগত দিক থেকে বা সংশোধনের দৃষ্টিকোণ হতে ভুল কত প্রকার-

    A

    B

    C

    D

    E

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd