Question: মি. লক্ষী এক জন গাড়ী ব্যবসায়ী। তিনি বছরের শুরতে ৫৬,৫৫,০০০ টাকার গাড়ি ক্রয় করলেন। এর জন্য তিনি ক্রয় হিসাবকে ডেবিট করলেন। এটি কোন ধরনের ভুলের মধ্যে পড়ে-
Question: রেওয়ামিরের ক্রেডিট দিকে ৫,৫০,০০০ টাকা কম আছে। কিন্তু ক্রেডিট দিকে মূলধন নামে কোন এন্ট্রি বা হিসাব নাই। এ ক্ষেত্রে পার্থক্যটি যে নামে হিসাব ভুক্ত হবে-
Question: মি. মিঠুর কাছ থেকে পাওয়া গেল ৫০,০০০ টাকা এ লেনদেনটির জন্য শুধুমাত্র নগদান হিসাব ৫০,০০,০০০ টাকা লিখা রয়েছে। অন্য সবঠিক মত লিখা হয়েছে। ভুলটির ফলে রেওয়ামিলের দু’পাশের পার্থক্য কত হবে-