রেওয়ামিল
 
  1. Question: যন্ত্রপাতি ক্রয় ৫,৫০,০০০ টাকা ভুল বশত যন্ত্রপাতি হিসাবে ৫৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে। অন্য সব কিছু ঠিক থাকলে যোগফলের পার্থক্য হবে-

    A
    ৫,৫০,০০০ টাকা

    B
    ৫৫,০০০ টাকা

    C
    ১,১০,০০০ টাকা

    D
    ২২,৫০০ টাকা

    E
    ৪,৯৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা। যার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়েছে, এটি কোন ধরনের ভুল-

    A
    পরিপূরক ভুল

    B
    লেখার ভুল

    C
    নীতিগত ভুল

    D
    করণিক ভুল

    E
    হিসাবের ভুল

    Note: Not available
    1. Report
  3. Question: মি. লক্ষী এক জন গাড়ী ব্যবসায়ী। তিনি বছরের শুরতে ৫৬,৫৫,০০০ টাকার গাড়ি ক্রয় করলেন। এর জন্য তিনি ক্রয় হিসাবকে ডেবিট করলেন। এটি কোন ধরনের ভুলের মধ্যে পড়ে-

    A
    লেখার ভুল

    B
    পরিপূরক ভুল

    C
    নীতিগত ভুল

    D
    কোন ভুলই নয়

    E
    একদিকের বুল

    Note: Not available
    1. Report
  4. Question: রেওয়ামিরের ক্রেডিট দিকে ৫,৫০,০০০ টাকা কম আছে। কিন্তু ক্রেডিট দিকে মূলধন নামে কোন এন্ট্রি বা হিসাব নাই। এ ক্ষেত্রে পার্থক্যটি যে নামে হিসাব ভুক্ত হবে-

    A
    অনিশ্চিত হিসাব

    B
    মূলধন হিসাব

    C
    দায় হিসাব

    D
    ক + গ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: বিনিয়োগের তারতম্য তহবিল রেওয়ামিলের যে পার্শে দেখানো হয়-

    A
    ক্রেডিট পার্শে

    B
    ডেবিট পার্শে

    C
    আসবে না

    D
    ক + গ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  6. Question: স্থায়ী আমানতের সুদ প্রাপ্ত রেওয়ামিলের যে পার্শে বসাতে হয়-

    A
    ক্রেডিট পার্শে

    B
    ডেবিট পার্শে

    C
    আসবে না

    D
    ক + গ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  7. Question: ধারে বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয় হিসাব কে ডেবিট ও দেনাদার হিসাবকে ক্রেডিট করার বুল হল-

    A
    লেখার বুল

    B
    নীতিগত ভুল

    C
    একদিকের ভুল

    D
    করণিক ভুল

    E
    উপরের সবগুলো

    Note: Not available
    1. Report
  8. Question: পেপার নোটস, বন্ড, সঞ্চিতি তহবিলে বিনিয়োগ, প্রাইজ বন্ড প্রভৃতি রেওয়ামিলের কোন পাশের এন্ট্রি-

    A
    ডেবিট পার্শে

    B
    ক্রেডিট পার্শে

    C
    ভুল পার্শে

    D
    ক + খ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: উৎপলের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করে উত্তমের হিসাব হিসাব কে ক্রেডিট করা হয়েছে ভুলটির প্রকৃতি-

    A
    নীতিগত ভুল

    B
    লেখার ভুল

    C
    বে-দাখিলার ভুল

    D
    বাদ পড়ার ভুল

    E
    পরিপূরক ভুল

    Note:
    1. Report
  10. Question: মি. মিঠুর কাছ থেকে পাওয়া গেল ৫০,০০০ টাকা এ লেনদেনটির জন্য শুধুমাত্র নগদান হিসাব ৫০,০০,০০০ টাকা লিখা রয়েছে। অন্য সবঠিক মত লিখা হয়েছে। ভুলটির ফলে রেওয়ামিলের দু’পাশের পার্থক্য কত হবে-

    A
    ৫,৫০,০০০ টাকা

    B
    ৪,৩৫,০০০ টাকা

    C
    ৩,৫০,০০০ টাকা

    D
    ৯,৯৯,০০০ টাকা

    E
    ৪,৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd