হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: নগদ বাট্টা গণনা করা হয় সাধারণত-

    A
    কারবারি বাট্টার পরে

    B
    বারবারি বাট্টার আগে

    C
    তালিকা মূল্যের উপর

    D
    ক + খ

    E
    গ + খ

    Note: Not available
    1. Report
  2. Question: স্টেশনারী ক্রয় (নগদে) যে নগদান বইয়ে লিখা হয়-

    A
    এক ঘরা

    B
    দুই ঘরা

    C
    খুচরা

    D
    তিন ঘরা

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  3. Question: বর্তমানে খুচরা নগদান বই সংরক্ষণে সর্বাধিক জনপ্রিয় হল-

    A
    সাধারণ খুচরা নগদান বই

    B
    বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই

    C
    অগ্রপ্রদত্ত খুচরা নগদান বই

    D
    সাধারণ বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই

    E
    ক + খ

    Note: Not available
    1. Report
  4. Question: মি. ফরহাদের একটি ক্রয় চালানে মোট পরমাণ ৩,৫০০ টাকা। বিক্রেতা ক্রেতাকে ৩/৭, n/২০ শর্তে ধারে পণ্য দেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ করে তবে, কত টাকা দিতে হবে-

    A
    ৩,৩৯৫ টাকা

    B
    ৩,৩৭৫ টাকা

    C
    ৩,৫০০ টাকা

    D
    ৩,৩০০ টাকা

    E
    ৩,২৯৫ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: মি. ফরহাদের একটি ক্রয় চালানে মোট পরমাণ ৩,৫০০ টাকা। বিক্রেতা ক্রেতাকে ৩/৭, n/২০ শর্তে ধারে পণ্য দেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ করে তবে, কত টাকা দিতে হবে- এই প্রশ্নের ব্যবহৃত তথ্য ব্যবহার করে, যদি ক্রেতা ৫দিন পর মুল্য পরিশোধ করে তবে সে কত টাকা বাট্টা হিসেবে নগদান বইতে দেখাতে পারবে-

    A
    ২০৫ টাকা

    B
    ১০৫ টাকা

    C
    ২০০ টাকা

    D
    কোন বাট্টা পাবে না

    E
    ৩২৫ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: মি. ফরহাদের একটি ক্রয় চালানে মোট পরমাণ ৩,৫০০ টাকা। বিক্রেতা ক্রেতাকে ৩/৭, n/২০ শর্তে ধারে পণ্য দেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ করে তবে, কত টাকা দিতে হবে- এই প্রশ্নের তথ্য ব্যবহার করে যদি ক্রেতা ৮তম দিনে মুল্য পরিশোধ করে তবে কত টাকা পরিশোধ করতে হবে এবং মোট মুল্য পরিশোধে তার সর্বোচ্চ সময় কত?

    A
    ৩,৫০০ টাকা ও ২০ দিন

    B
    ৩,৩৯৫ টাকা ও ২০ দিন

    C
    ৩,৩৯৫ টাকা ও ৩০ দিন

    D
    ৩,৩৭৫ টাকা ও ২০ দিন

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd