Question: নিম্নোক্ত লেনদেনগুলোর মধ্যে কোনটির কারণে সম্পত্তি ও মালিকানা উভয়ই বৃদ্ধি পায়-
A1,00,000 টাকার জমি ক্রয় করা হল
B50,000 টাকার ক্রীত মাল 60,000 টাকায় বিক্রয়
C50,000 টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি ব্যবসার নামে হস্তান্তর করা হল
Dকোনটিই নয়
Note: ‘ক’ এই লেনদেনটির দ্বারা সম্পত্তি (জমি) বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস (নগদ টাকা) হয়েছে (খ) এটির দ্বারা দুটি পরিবর্তন হয়েছে। (i) 50,000 টাকার সম্পদ (মজুদ মাল) কমেছে এবং ‘বিক্রীত পন্যের ব্যয়’ নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা স্বত্ত্ব হ্রাস পেয়েছে। (ii) 60,000 টাকায় বিক্রি করায় নগদ/দেনাদার নামক সম্পদ বৃদ্ধি ও বিক্রয় নামক আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা স্বত্ত্ব 60,000 টাকা বেড়েছে। (এটিতে অবিরত/নিত্য মজুদ পদ্ধতিতে পন্য হিসাবভুক্ত করা হয়েছে। ‘গ’ তে 50,000 টাকার ব্যক্তিগত গাড়ি ব্যবসায় হস্তান্তর করায় 50,000 টাকার ব্যক্তিগত গাড়ি ব্যবসায়ে হস্তান্তর করায় 50,000 টাকা সম্পদ (গাড়ি) বৃদ্ধি ও মালিকানা স্বত্ত্ব বেড়েছে।