+ Explanationজমাদানকারী কর্তৃক যে সকল চেক সমূহ পাওনাদারকে ইস্যু করা হয়েছিল কিন্তু তা সময় মতো ব্যাংকে উপস্থপন করা হয়নি (পাওনাদার কর্তৃক) সে সকল চেককে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় ব্যাংক জের হতে বাদ দিতে হবে। কারণ- যখন জকাদানকারী কর্তৃক চেক ইস্যুকরা হয়েছিল তখন সে উক্ত চেকের জন্য তার হিসাবের বইতে বাদ দিয়ে দেখিয়ে ছিল। আর ব্যাংকে উপস্থাপন না করার ফলে এখন পর্যন্ত তা পরিশোধিত হয় নি। সুতরাং ব্যাংকে রক্ষিত বহিতে উক্ত চেকের জন্য টাকা বেশি দেখানো হয়েছে। ফলে এখন ব্যাংক জের হতে বাদ দিলে দুই বইয়ের জের সমান হবে।