Question:ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেক সমূহের অর্থ যা করা হয় তা হলো-
A ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জেরের সাথে যোগ দিয়ে দেখাতে হয়
B ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জেরের সাথে বাদ দিয়ে দিতে হয়
C জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাথে যোগ দিয়ে দেখাতে হয়
D জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাথে বআদ দেয়া হয়।
+ Explanationব্যাংক মিলকরণ বিবরণী তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো জাদানকারী কর্তৃক রক্ষিত ব্যাংক হিসাব ও ব্যাংক কর্তৃক রকিষত ব্যাংক হিসাব ও ব্যাংক কর্তৃক রক্ষিত পাশ বইয়ের হিসাবের গরমিল দূর করা । এ বিবরণী তৈরী করার সময় বকেয়া চেক সমূহ ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জের থেকে বাদ দিতে হয়। কারণ- বকেয়া চেক বলতে সেই সকল চেককে বুঝায় যা জমাদানকারী কর্তৃক ইস্যুকরা হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক এখন পর্যন্ত পরিশোধ করেনি। সুতরাং জমাদানকারী কর্তৃক রক্ষিত হিসাবের সাথে ব্যাংকের রক্ষিত হিসাবের সমতা করতে হলে উক্ত চেক সমূহ ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জের হতে বাদ বা বিয়োগ করতে হবে।