Question:ব্যাংক তা গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে যা গ্রাহক এখনও জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ সেবা সম্পর্কীয় হিসাব কিভাবে জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ সেবা সম্পর্কীয় হিসাব কিভাবে দেখাবে?
A ব্যাংক ব্যালেন্সের সাথে 100 যোগ করা
B ব্যাংক ব্যালেন্স থেকে 100 বিয়োগ করা
C ক্যাশশ ব্যালেন্সের সাথে 100 যোগ করা
D ক্যাশশ ব্যালেন্সের সাথে 200 যোগ করা
E ক্যাশশ ব্যালেন্সের সাথে 100 বিয়োগ করা
+ Explanationব্যাংক তার মক্কেলকে বা গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে বা চার্জ করেছে অর্থাৎ ব্যাংক তার হিসাব অনুযায়ী তার গ্রাহকের হিসাব হতে 100 টাকা কেটে নিয়েছে। যেহেতু ব্যাপারটা গ্রাহক এখনও জানে নাই। সেহেতু দুটি বইয়ের মধ্যে গরমিল দেখা দিবে। আর এ গরমিল সংশোধনের জন্য ব্যাংক মিলকরণ বিবরণীতে গ্রাহককে তার হিসাব হতে 100 টাকা কমিয়ে দিতে হবে।