Question:ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল 4,800 টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে 1,480 টাকা । ব্যবসা প্রতিষ্ঠান একটি 600 টাকা চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে। ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছে?
A 5,380
B 3580
C 3,620
D 3,020
E 7,180
+ Explanationব্যাক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের স্থিতি অনুসারে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, প্রদত্ত চেক উপস্থাপিত না হওয়া প্রভৃতি যোগ করা হয় এবং ব্যাংক কোন চার্জ গ্রহণ করলে তা বাদ দিয়ে দেখানো হয়। সুতরাং এখানে পাশ বইয়ের স্থিতি হবে-
= (4800+1480+600-300) টাকা = 35,80 টাকা।