হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: রয়্যালটি কোথায় দেখাতে হয়?

    A
    ক্রয়-বিক্রয় হিসাবে

    B
    উৎপাদন হিসাবে

    C
    লাভ-লোকসান হিসাবে

    D
    উদ্বৃত্তপত্রে

    Note: ওরয়্যালিটি হলো এক ধরনের প্রত্যক্ষ খরচ। সুতরাং একে ক্রয়-বিক্রয় হিসেবে দেখানো হয়।
    1. Report
  2. Question: নিম্নের কোনটি অবস্তুগত সম্পত্তি-

    A
    গ্রন্থস্বত্ব

    B
    যন্ত্রপাতি

    C
    ব্যাংক জমা

    D
    প্রদত্ত ঋণ

    Note: গ্রন্থস্বত্ব হলো অবস্তুগত সম্পত্তি।
    1. Report
  3. Question: কোন একটি ফার্মের বা কোম্পানির হিসাব সমীকরণের সম্পত্তি পরিমাণ ৳ ৫৬,৫০০/- এবং মালিকানাস্বত্ব ৳ ২৫,৭০০/- হলে কোম্পানির দায় কত হবে?

    A
    ৳৩০.০০০

    B
    ৳৩০,২০০

    C
    ৳ ৩,৬০০

    D
    ৳ ৩০,৮০০

    Note: দায় = সম্পত্তি - মালিকানা স্বত্ব = ৫৬.৫০০ - ২৫,৭০০ = ৩০,৮০০।
    1. Report
  4. Question: কোন আর্থিক বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অবস্থা প্রতিফলিত হয়?

    A
    ক্রয়-বিক্রয় হিসাব

    B
    আয়-ব্যয় বিবরণী

    C
    লাভ-ক্ষতি বিবরণী

    D
    উদ্বর্তপত্র

    Note: উদ্বর্তপত্রের মাধ্যমে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিমাণ জানা যায়।
    1. Report
  5. Question: প্রারম্ভিক মনিহারি ১০০০ টাকা, ক্রয় ৮০০০ টাকা, সমাপনী মনিহারি ৩০০০ টাকা হলে ব্যবহৃত মনিহারি কত টাকা?

    A
    ৫০০০

    B
    ৬০০০

    C
    ৪০০০

    D
    ৯০০০

    Note: ব্যবহৃত মনিহারী = প্রারম্বিক মজুদ + ক্রয় - সমাপনী মজুদ = ১,০০০ + ৮০০০ - ৩,০০০ = ৬,০০০ টাকা।
    1. Report
  6. Question: যদি ভাড়া খরচ ৫০০০ টাকা, বীমা খরচ ৪০০০ টাকা, অগ্রিম ভাড়া খরচ ৩০০০ টাকা। আয় বিবরণীতে মোট খরচের পরিমান কত?

    A
    ৯০০ টাকা

    B
    ১২০০০ টাকা

    C
    ৪০০০ টাকা

    D
    ৬০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: Prime Bank Limited- এর ক্ষেত্রে অপরিচালন আয় কোনটি?

    A
    আসবাবপত্র বিক্রয়ে লাল

    B
    বিনিয়োগের সুদ

    C
    ব্যাংক চার্জ

    D
    আয়কর

    Note: এখানে, Prime Bank Limited- এর ক্ষেত্রে অপরিচালন আয় হলো আসবাবপত্র বিক্রয়ের লাভ।
    1. Report
  8. Question: সমাপনী মজুদ পণ্য অতিমূল্যায়িত হলে নিচের সবগুলিকে অতি মুল্যায়িত করবে একটি ব্যতীত-

    A
    নীট আয়

    B
    চলতি সম্পত্তি

    C
    ব্যবসায়ের মূলধন

    D
    বিক্রিত পণ্যের ব্যয়

    Note: সমাপনী মজুদ পণ্য অতিমূল্যায়িত হলে, নীট আয়, চলতি সম্পত্তি, মূলধন বেশি দেখায় কিনউত বিক্রীত পণ্যের ব্যয় কম দেখায়।
    1. Report
  9. Question: কোনটি কোম্পানি আইন বলে স্থায়ী সম্পত্তি?

    A
    সুনাম

    B
    ট্রেড মার্ক

    C
    প্যাটেন্ট ও কমিপরাইট

    D
    সবগুলো

    Note: এখানে কোম্পানী আইন অনুসারে সবগুলোই স্থায়ী সম্পত্তির অন্তর্ভুক্ত।
    1. Report
  10. Question: এক টাকার ভ্যাট ফ্যাক্টর কত?

    A
    `১৫/১০০`

    B
    `৩/২৩`

    C
    `২/৩০`

    D
    `৩/২৭`

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd