হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিচের কোনটি দা নয়?

    A
    পাওনাদারবৃন্দ

    B
    জমাতিরিক্ত উত্তোলন

    C
    মূলধন

    D
    দেনাদারবৃন্দ

    Note: দেনাদারবৃন্দ কোন প্রতষ্ঠানের দায় নয়। এটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পত্তি।
    1. Report
  2. Question: নিচের কোনটি চলতি হিসাবের উদ্দেশ্য?

    A
    মুনাফা নির্ণয়

    B
    ক্ষতি নির্ণয়

    C
    আর্থিক অবস্থা নির্ণয়

    D
    ফলাফল নির্ণয়

    Note: চূড়ান্ত হিসাবের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা।
    1. Report
  3. Question: নিচের কোনটি অলীক সম্পদ নয়?

    A
    ঋণপত্র বাটা

    B
    বোনাস শেয়ার

    C
    শেয়ার বাট্টা

    D
    প্রাথমিক খরচ

    Note: বোনাস শেয়ার কোনো সম্পদ নয়। ঋণপত্রের বাট্টা শেয়ার বাট্টা, প্রাথমিক খরচ সবই অলীক সম্পদ।
    1. Report
  4. Question: পণ্যের ক্রয়মূল্য হিসাবে নিচের কোনটি বাদে সবগুলোই অন্তর্ভুক্ত হবে?

    A
    ক্রয় বাট্টা

    B
    ক্রেতা কর্তৃক পরিশোধিত পরিবহন খরচ

    C
    ক্রয় ফেরত

    D
    বিক্রেতা কর্তৃক পরিশোধিত পরিবহন খরচ

    Note: পন্যের ক্রয় মুল্য নির্ধারণে বিক্রেতা কর্তৃক পরিশোধিত বহন খরচ আসে না।
    1. Report
  5. Question: ২০১৩ সালের কোনো এক তারিখে তিন বছরের জন্য ৩৬,০০০ টাকায় একটি বিমা পলিসি ক্রয় করা হয়। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে বিমা ব্যয় বাবদ ৪,০০০ টাকা সমন্বয় করা হলে পলিসিটি কত তারিখে ক্রয় কর হয়েছিল?

    A
    এপ্রিল ১

    B
    মে ১

    C
    আগষ্ট ১

    D
    সেপ্টেম্বর ১

    Note: Not available
    1. Report
  6. Question: ‘বিচারাধীন মামলার জরিমানা বা চূক্তিভঙ্গের খেসারত’ কিসের উদাহরণ?

    A
    অভ্যন্তরীন দায়

    B
    চলতি দায়

    C
    স্থায়ী দায়

    D
    সম্ভাব্য দায়

    Note: বিচারাধীন মামলার জরিমানা বা চুক্তি ভঙ্গের খেসারত হলো সম্ভাব্য দায়। এটিকে উদ্বর্তপত্রের নিচে ফুট নোটে দেখানো হয়।
    1. Report
  7. Question: একটি কোম্পানি ১লা মে ২০১১ থেকে ৩০ শে এপ্রিল ২০১২ পর্যন্ত ১৮০০ টাকা বাড়ী ভাড়া প্রদান করে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরে উদ্বর্ত পত্রে অগ্রিম ভাড়া কত দেখাতে হবে?

    A
    টা: ৭৫০

    B
    টা: ১,০৫০

    C
    টা: ১,৮০০

    D
    টা: ৬০০

    Note: এখানে জানুয়ারি ১ থেকে এপ্রিল ৩০ পর্যন্ত ৪ মাসের অগ্রিম বাড়ি ভাড়া ধরতে হবে।
    1. Report
  8. Question: মোট সম্পত্তি থেকে মোট দায়ের পার্থক্যকে কি বলে?

    A
    মোট ওয়ার্থ

    B
    নেট আয়

    C
    নেট ওয়ার্থ

    D
    মোট সম্পত্তি

    Note: মোট মস্পত্তি থেকে মোট দায় বিয়োগ দিলে তাকে নেট ওয়ার্থ বা মালিকানা স্বত্ত্ব বলা হয়।
    1. Report
  9. Question: ক্রয়-বিক্রয় হিসাবের উদ্বর্ত কোথায় স্থানান্তর করতে হয়?

    A
    মুলধন হিসাবে

    B
    লাভ-লোকসান হিসাবে

    C
    উৎপাদন হিসাবে

    D
    উদ্বর্ত পত্রে

    Note: ক্রয়-বিক্রয় হিসাবের উদ্বৃত্ত লাভ-লোকসান হিসাবের স্থানান্তর করা হয়।
    1. Report
  10. Question: কোন ফার্মের ক্রীতমালের পরিমাণ টা: ৬০,০০০ বিক্রয় টা: ৮৫,০০০ সমাপনী মজুদ টা: ১৫,০০০ মোট মুনাফা টা: ৩০,০০০ হলে প্রারম্ভিক মজুদের পরিমাণ হবে-

    A
    টা: ২৫,০০০

    B
    টা: ৭০,০০০

    C
    টা: ১৫,০০০

    D
    টা: ১০,০০০

    Note: প্রারম্ভিক মজুদ = সমাপনী মজুদ + বিক্রীত পণ্যের ব্যয় - ক্রীত পণ্যের ব্যয় = ১৫,০০ + ৫৫,০০০ - ৬০,০০০ = ১০,০০০ টাকা বিক্রীত পণ্যের ব্যয় = বিক্রয় - মুনাফা = ৮৫,০০০ - ৩০০০০ = ৫৫,০০০ টাকা
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd