হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: মি. ফরহাদের একটি ক্রয় চালানে মোট পরমাণ ৩,৫০০ টাকা। বিক্রেতা ক্রেতাকে ৩/৭, n/২০ শর্তে ধারে পণ্য দেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ করে তবে, কত টাকা দিতে হবে- এই প্রশ্নের ব্যবহৃত তথ্য ব্যবহার করে, যদি ক্রেতা ৫দিন পর মুল্য পরিশোধ করে তবে সে কত টাকা বাট্টা হিসেবে নগদান বইতে দেখাতে পারবে-

    A
    ২০৫ টাকা

    B
    ১০৫ টাকা

    C
    ২০০ টাকা

    D
    কোন বাট্টা পাবে না

    E
    ৩২৫ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: মি. ফরহাদের একটি ক্রয় চালানে মোট পরমাণ ৩,৫০০ টাকা। বিক্রেতা ক্রেতাকে ৩/৭, n/২০ শর্তে ধারে পণ্য দেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ করে তবে, কত টাকা দিতে হবে- এই প্রশ্নের তথ্য ব্যবহার করে যদি ক্রেতা ৮তম দিনে মুল্য পরিশোধ করে তবে কত টাকা পরিশোধ করতে হবে এবং মোট মুল্য পরিশোধে তার সর্বোচ্চ সময় কত?

    A
    ৩,৫০০ টাকা ও ২০ দিন

    B
    ৩,৩৯৫ টাকা ও ২০ দিন

    C
    ৩,৩৯৫ টাকা ও ৩০ দিন

    D
    ৩,৩৭৫ টাকা ও ২০ দিন

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন হয় চূড়ান্ত হিসাব প্রস্তুতের-

    A
    পূর্বে

    B
    পরে

    C
    সাথে সাথে

    D
    এক মাস পরে

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  4. Question: খতিয়ান ও চূড়ান্ত হিসাবের মধ্যে সমন্বয় সাধন করে-

    A
    নগদান বই

    B
    আর্থিক বিবরনী

    C
    আয়-ব্যয় বিবরণী

    D
    রেওয়ামিল

    E
    উদ্বর্তপত্র

    Note: Not available
    1. Report
  5. Question: রেওয়ামলের ছকে ঘরের সংখ্যা-

    A
    ২টি

    B
    ৩টি

    C
    ৫টি

    D
    ৬টি

    E
    ৪টি

    Note: Not available
    1. Report
  6. Question: রেওয়ামিলের প্রস্তুতের জন্য পদ্ধতি রয়েছে-

    A
    ৩টি

    B
    ৪টি

    C
    ৫টি

    D
    ৬টি

    E
    ১০টি

    Note: Not available
    1. Report
  7. Question: রেওয়ামিল প্রস্তুতের জন্য জনপ্রিয় পদ্ধতি হল-

    A
    মোট অঙ্কের রেওয়ামিল

    B
    জেরের রেওয়ামিল

    C
    মিশ্র রেওয়ামিল

    D
    মোট অঙ্ক ও জের যুক্ত রেওয়ামিল

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  8. Question: কৌশলগত দিক থেকে বা সংশোধনের দৃষ্টিকোণ হতে ভুল কত প্রকার-

    A

    B

    C

    D

    E

    Note: Not available
    1. Report
  9. Question: যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, তা প্রধানত কত প্রকার-

    A
    তিন

    B
    চার

    C
    পাঁচ

    D
    দুই

    E
    ছয়

    Note: Not available
    1. Report
  10. Question: মাল ক্রয় ৫০,০০০ টাকা। কিন্তু ক্রয় হিসাবে ২,০০০ টাকা কম দেখানো হয়েছে। এটি কোন ধরনের ভুল-

    A
    দুই দিকের বুল

    B
    নীতি গত বুল

    C
    এক দিকের ভুল

    D
    ক + গ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd