হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: অনিশ্চিত হিসাব, খোলা হয় কেবলমাত্র-

    A
    দুই দিকের ভুলের জন্য

    B
    এক দিকের ভুলের জন্য

    C
    নীতিগদ ভুলের জন্য

    D
    পরিপূরক ভুলের জন্য

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: হিসাববিজ্ঞান শাস্ত্রে পরিপূর্ণ জ্ঞানের মৌলিক নীতিমালা, ধারণা ও প্রথা সংঘন করে হিসাব লিখার ফলে যে ভুলের উদ্ভব হয়-

    A
    পরিপূরক ভুল

    B
    করণিক ভুল

    C
    নীতিগত ভুল

    D
    লেখার ভুল

    E
    একদিকের ভুল

    Note: Not available
    1. Report
  3. Question: রেওয়ামিলের দু’দিক সমান হয়-

    A
    দু’তরফা দাখিলা পদ্ধতির নীতির কারণে

    B
    ভুল করার ফলে

    C
    এক তরফা দাখিলা নীতির কারণে

    D
    শুধুমাত্র জেরর রেওয়ামিল প্রস্তুত করলে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: আর্থিক বিবরণীতে দেখানো হয় না-

    A
    অনিশ্চিত হিসাবের জের

    B
    আয়-বাচক হিসাবের জের

    C
    বকেয়া ব্যয় বাচক হিসাবের জের

    D
    অগ্রীম প্রাপ্ত আয় বাচক হিসাব জের

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: অর্জিত আয় ও অপরিশোধিত ব্যয় রেওয়ামিলে-

    A
    ডেবিট দিকে বসে

    B
    দেখানো হয় না

    C
    ক্রেডিট দিকে বসে

    D
    দেখাতে হয়

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  6. Question: লাভ-লোকসান হিসাবের জের রেওয়ামিলে-

    A
    ডেবিট দিকে বসে

    B
    দেখানো হয়

    C
    দেখানো হয় না

    D
    ক্রেডিট দিকে বসে

    E
    ক + খ

    Note: Not available
    1. Report
  7. Question: দালান কোঠার মেরামত ব্যয় দালান কোঠা হিসাবে ডেবিট করা হলে বুলটি হবে-

    A
    পরিপূরক ভুল

    B
    লেখার ভুল

    C
    বাদ পড়ার ভুল

    D
    বে-দাখিরার ভুল

    E
    নীতিগত ভুল

    Note: Not available
    1. Report
  8. Question: রেওয়ামিলের ডেবিট পাশে ক্রয় হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা এবং ক্রেডিট পাশে দায় হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা লিপিবদ্ধ করলে। যে ভুলটি হবে-

    A
    নীতিগত ভুল

    B
    বে-দাখিলার ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    যোগ করা বা গাণিতিক ভুল

    E
    করণিক ভুল

    Note: Not available
    1. Report
  9. Question: যন্ত্রপাতি ক্রয় ৫,৫০,০০০ টাকা ভুল বশত যন্ত্রপাতি হিসাবে ৫৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে। অন্য সব কিছু ঠিক থাকলে যোগফলের পার্থক্য হবে-

    A
    ৫,৫০,০০০ টাকা

    B
    ৫৫,০০০ টাকা

    C
    ১,১০,০০০ টাকা

    D
    ২২,৫০০ টাকা

    E
    ৪,৯৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা। যার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়েছে, এটি কোন ধরনের ভুল-

    A
    পরিপূরক ভুল

    B
    লেখার ভুল

    C
    নীতিগত ভুল

    D
    করণিক ভুল

    E
    হিসাবের ভুল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd