হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী (interanal user) cj?

    A
    শেয়ারহোল্ডার

    B
    কর্মচারী

    C
    ব্যবস্থাপনা

    D
    ট্রেড ইউনিয়ন

    E
    সরকার

    Note: হিসাব তথ্যের অভ্যন্তরীন ব্যবহারকারীগণ হলেন- ব্যবস্থাপকগণ বিপনন ব্যবস্থাপকগণ, উৎপাদন পরিদর্শকগণ অভ্যন্তরীণ নিরীক্ষকগণ ইত্যাদি। অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে ব্যবসায় পরিচালনার সাথে জড়িত।
    1. Report
  2. Question: কোনটি লেনদেন নয়?

    A
    গ্রহকের নিকট হতে অগ্রিম গ্রহণ ৫০,০০০ টাকা

    B
    পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা হল

    C
    মাসিক ৩০,০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হয়

    D
    ১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয়নি

    E
    এই বৎসর ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত (Wastage)

    Note: কোন ঘটনাকে লেনদেন হতে হলে একে লেনদেনের প্রধানবৈশিষ্ট্য গুলোর যে কোনটির অন্তর্ভুক্ত হতে হয়। বৈশিষ্ট্য গুলো হল, অর্থের অংকৈ পরিমাপ যোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত স্বত্ত্বা, স্বয়ংসম্পূর্ণ ও সতন্ত্র, দৃর্শ মানতা প্রভৃতি। প্রদত্ত Option গুলোর মধ্যে ‘গ’ Option এর ঘটনাটা লেনদেনের কোন বৈশিষ্ট্যের আওতায় আসে না। অর্থাৎ এর দ্বারা আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয় নাই।
    1. Report
  3. Question: বোনাস শেয়ার করা হলে শেয়ার হোল্ডারদের স্বত্বে দেখানো হয়-

    A
    পরিশোধিত মূলধন ও জমাকৃত অর্জন হতে কমানো হয়

    B
    শেয়ার প্রিমিয়ামে যোগ হবে

    C
    শুধুমাত্র জমাকৃত অর্জন হতে বাদ যাবে

    D
    শুধুমাত্র মূলধনের সাথে যোগ হবে

    E
    জমাকৃত অর্জন হতে বাদ যাবে এবং মূলধনের সাথে যোগ হবে

    Note: Not available
    1. Report
  4. Question: একটি কোম্পানীর মোট মালিকানা স্বত্ত্ব পরিবর্তন হয়-

    A
    যখন কোম্পানী বোনাস শেয়ার ইস্যু করে

    B
    যখন কোম্পানী রাইট শেয়ার ইস্যু করে

    C
    যখন কোম্পানী লভ্যাংশ ঘোষনা করে

    D
    যখন কোম্পানী মুনাফা পুনরায় ব্যবসায়ে বিনিয়োগ করে

    E
    যখন কোম্পানী তার লাভের একটি অংশ রিজার্ভ ফান্ডে স্থানান্তর করে

    Note: প্রশ্নটিতে কোম্পানির মোট মালিকানা স্বত্ত্বের পরিবর্তন বলতে বর্তমান মালিকানা স্বত্ত্বের হ্রাস অর্থবা বৃদ্ধি কে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ মালিকানা স্বত্ত্ব ১,০০,০০০ টাকা হলে পরিবর্তীত হয়ে মালিকানা স্বত্ত্ব হবে ১,০০,০০০ টাকার কম অথবা বেশি। প্রশ্নটি অপশন গুলোতে প্রদত্ত ক, খ, ঘ এবং ঙ তে একই সঙ্গে উক্ত কোম্পনির মালিকানা স্বত্ত্বের হ্রাস ও বৃদ্ধি ঘটবে। অর্থাৎ মালিকানা স্বত্ত্বের কোনরূপ পরিমানগত/নীট পরিবর্তন হবে না। কিন্তু ‘গ’ তে প্রদত্ত লেনদেনটির জাবেদা হলো লভঅংশ হিসাব ডেবিট এবং প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। অর্থাৎ লেনদেনটির মাধ্যমে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায় এবং দায়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে লেনদেনটির দ্বারা মোট মালিকানা স্বত্ত্বের পরিমাণ কমে যাবে।
    1. Report
  5. Question: নিচের কোনটি থেকে লভ্যাংশ ঘোষণা করা হয়?

    A
    মূলধন

    B
    পার মূল্য থেকে অতিরিক্ত পরিশোধিত মূলধন

    C
    সংরক্ষিত আয়

    D
    ট্রেজারী শেয়ার

    E
    সম্পদ

    Note: কোম্পানি পরিচালনকগণ হিসাবকাল শেষে শেয়ার মুলধনে উপর লভ্যাংশ ঘোষণা করে থাকে। কোম্পানির সংরক্ষিত আয় থেকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়ে থাকে।
    1. Report
  6. Question: নিম্নের কোন ঘটনাটি লেনদেন নয়?

    A
    হিসাব কালের অপরিশোধিত বেতন

    B
    সেবাদান হতে আয় যা অর্জিত হয়েছে, কিন্তু পাওয়া যায়নি

    C
    মজুদপণ্যের মূল্য বৃদ্ধি

    D
    দুর্ঘটনায় নষ্ট হওয়া পণ্য

    E
    হিসাব কালের জন্য-উপযোগ মূলক কাজের বিল, যা পাওয়া গেছে কিন্তু পরিশোধ করা হয়নি

    Note: এখানে, মজুদ পণ্যের মুল্য বৃদ্ধিকে লেনদেন হিসাবে ধরা হয় না। একে Unrealized gain হিসাবে দেখানো হয়ে থাকে। কারণ মজুদপণ্য মুল্যায়নে রক্ষণশীলতার নীতি অনুসারে ক্রয় মূল্য ও বাজার মূল্যের যেটি কম যেটি কম সেটি বিবেচনা করা হয়। মূল্য বৃদ্ধি কে হিসাবে দেখানো হয় না।
    1. Report
  7. Question: নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত প্রকাশ?

    A
    সম্পত্তি + দায় = মালিকের মুলধন + মালিকের উত্তোলন + আয় + ব্যয়

    B
    সম্পদ = দায় + মালিকের মূলধন + মালিকের উত্তোলন + আয় - ব্যয়

    C
    সম্পদ = দায় - মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয় - ব্যয়

    D
    সম্পদ = দায় + মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয় - ব্যয়

    E
    সম্পদ + দায় = মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয় - ব্যয়

    Note: হিসাবসমীকরণ হলো, সম্পদ = দায় + মালিকের মূলধন এর বর্ধিত রূপ হলো সম্পদ = দায় + মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয় - ব্যয়।
    1. Report
  8. Question: নিম্নের কোন ঘটনাটি হিসাববিজ্ঞানের লিপিবদ্ধ হয় না?

    A
    ধারে যন্ত্রপাতি ক্রয়

    B
    একজন কর্মচারী কর্মচারিচ্যুত হলে

    C
    ব্যবসায় নগদ বিনিয়োগ

    D
    মালিক কর্তৃক ব্যীক্তগত প্রয়োজন নগদ উত্তোলন

    E
    ধারে বিক্রয়

    Note: যে সকল ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে লেনদেনগুলো হিসাববিজ্ঞানে লিপিবদ্ধ করা হয়। একজন কর্মচারীকে চাকুরিচ্যুত করা হলে সরাসরি কোন রূপ আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় না। ফলে এ ঘটনাটি হিসাববিজ্ঞানকে লিপিবদ্ধ করা হয় না।
    1. Report
  9. Question: নিচের কোন লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না?

    A
    সম্পত্তির অবচয়

    B
    লভ্যাংশ প্রদান

    C
    বকেয়া খরচ

    D
    অগ্রিম আয়

    E
    অগ্রিম আয়কর সমন্বয় দাখিলা

    Note: বকেয়া খরচ প্রদান করা হলে, নগদ টাকা (সম্পদ) হ্রাস পায় এবং বকেয়া খরচ নামক দায় হ্রাস পায়। অর্থাৎ বকেয়া খরচ প্রদান করায় মালিকানা স্বত্ত্বে কোন প্রবাব পড়ে না।
    1. Report
  10. Question: মোট সম্পত্তি হ্রাস এর কারণ-

    A
    স্টক লভ্যাংশ

    B
    স্টক বিভাজন

    C
    নগদ লভ্যাংশ

    D
    সম্পত্তি ক্রয়

    E
    বিক্রয় ফেরত

    Note: নগদ লভ্যাংশ প্রদান করলে নগদ অর্থ সম্পদ এবং প্রদেয় বা ঘোষণাকৃত লভ্যাংশ নামক দায় হ্রাস পায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd