হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি হিসাবকালের প্রারম্ভে একটি কোম্পানীর মোট মালিকানাস্তত্ব ছিল ৭,২০,০০০ টাকা ও দায় চিল ৬,০০,০০০ টাকা। উক্ত হিসাবকালে সম্পদ ৪,২০,০০০ টাকায় ও দায় ১,৮০,০০০ টাকায় বৃদ্ধি পায়। উক্ত বর্ষে নূতন করে ১,২০,০০০ টাকা মূলধন সংগৃহীত হয় ও ১,০০,০০০ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। উক্ত হিসাবকালে কতটাকা মুনাফা অর্জিত হয়েছে?

    A
    ২,৪০,০০০ টাকা

    B
    ৭,২০,০০০ টাকা

    C
    ৯,৬০,০০০ টাকা

    D
    ২,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: FASB এর পূর্ণাঙ্গরূপ কোনটি?

    A
    ফাইনান্সিয়াল একাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড

    B
    ফাইনান্সিয়াল একাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড

    C
    ফাইনান্সিয়াল একাউন্টিং এডভাইজরি বোর্ড

    D
    ফাউণ্ডেশন অব একাউন্টিং স্ট্যাণ্ডার্ড বোর্ড

    Note: Not available
    1. Report
  3. Question: যখন শেয়ার হোল্ডার ব্যবসায়ে নগদ অর্থ বিনিয়োগ করে, তখন হিসাব সমীকরণে কি প্রভাব সৃষ্টি হয়?

    A
    দায় বৃদ্ধি পায় এবং ষ্টক হোল্ডারদের ইক্যুইটি বৃদ্ধি পায়

    B
    সম্পদ এবং দায় উভয় বৃদ্ধি পায়

    C
    সম্পদ এবং মালিকানা স্বত্ব উভয় বৃদ্ধি পায়

    D
    উপরের কোনটিই নয়

    Note: শেয়ার হোল্ডার বা মালিক ব্যবসায়ে নগদ অর্থ বিনিয়োগ করলে ব্যবসায়ে নগদ টাকা (সম্পদ) ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়।
    1. Report
  4. Question: একটি লেনদেন সম্পত্তি ও দায় উভয়কেই ২০,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করলে লেনদেনটি কি হতে পারে?

    A
    নগদ ক্রয়

    B
    আগুনে সম্পত্তি নষ্ট

    C
    রহিমের নিকট থেকে পণ্য ক্রয়

    D
    নগদ টাকায় ফার্ণিচার ক্রয়

    Note: কোন লেনদেন দ্বারা সম্পত্তি ও দায় উভয়ই বৃদ্ধি পাবে এরূপ লেনদেন হল বাকীতে বা ধারে সম্পত্তি বা মাল ক্রয়। এখানে রহিমের নিকট হতে পণ্য ক্রয় লেনদেনটির ফলে রহিম নামক পাওনাদার (দায়) পণ্য (সম্পদ) বৃদ্ধি পায়।
    1. Report
  5. Question: যখন মালিক তাঁর ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করে তখন হিসাব সমীকরণে কি প্রভাব সৃষ্টি করে।

    A
    সম্পদ ও মালিকানা স্বত্ব উভয়ই বৃদ্ধি পায়

    B
    সম্পদ ও মালিকানা স্বত্ব উভয়ই হ্রাস পায়

    C
    সম্পদ ও দায় উভয়ই বৃদ্ধি পায়

    D
    মালিকানা স্বত্ব একই সাথে বৃদ্ধি ও হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  6. Question: এবিসি কোম্পানীর বৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বৎসরের সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বৎসর শেষে মালিকানা স্বত্ত্ব কত হবে?

    A
    ৬,৩০,০০০ টাকা

    B
    ৪,৩০,০০০ টাকা

    C
    ৫,২০,০০০ টাকা

    D
    ৫,৩০,০০০ টাকা

    Note: বৎসরের প্রারম্ভিক মালিকানা স্বত্ত্ব = প্রারম্ভিক সম্পত্তি - প্রারম্ভিক দায় = (৮,০০,০০০ - ৫,০০,০০০) = ৩,০০,০০০ টাকা। সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায় আবার, দায় হ্রাস পাওয়ায় মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়। সুতরাং বৎসর শেষে মালিকানা স্বত্ত্বের পরিমাণ = (৩,০০,০০০ + ১,৫০,০০০ + ৮০,০০০) = ৫,৩০,০০০ টাকা।
    1. Report
  7. Question: বৈষয়িক বিবরণী কোন ধরনের হিসাব-

    A
    নামিক হিসাব

    B
    ব্যক্তি বাচক হিসাব

    C
    সম্পত্তি বাচক হিসাব

    D
    কোনটিই নয়

    Note: এক মালিকানা বা ছোট কোন কারবারের আর্থিক অবস্থা জানার জন্য এক তরফা দাখিলা পদ্ধতিতে কোন নির্দিষ্ট দিনে সম্পত্তি সমূহ ডান দিকে ও দায় সমূহ বাম দিকে বসিয়ে উদ্বর্তপত্রের ন্যয় যে বিবরণী তৈরি করা হয় তাকে বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি বলে। অতএব, বৈষয়িক বিবরণী হিসাবের কোন শ্রেণী বিভাগের ভিতর পড়ে না।
    1. Report
  8. Question: যে ঘটনাটি লেনদেন হিসেবে বিবেচিত হয় না।

    A
    পণ্য পরিবহন বাবদ ব্যয় ৫০ টাকা

    B
    বিজ্ঞাপন বাবদ অগ্রীমব্যয় ১০০ টাকা

    C
    ২০০ টাকার পণ্য ক্রয়ের জন্য অর্ডার প্রদান

    D
    ধারে পণ্য বিক্রয়

    Note: ‘গ’ অর্ডার প্রদান করলে কারবারে কোন আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। এটি ছাড়া বাকিগুলো লেনদেনের বৈশিষ্ট্যগুলো অনুযায়ী সংগঠিত হয়েছে।
    1. Report
  9. Question: কখন এবং কোথায় আন্তর্জাতিক হিসাব মান কমিটি গঠিত হয়েছিল?

    A
    যুক্তরাজ্যে, ১৯৭৩ সালে

    B
    যুক্তরাজ্যে, ১৯৯৩ সালে

    C
    যুক্তরাষ্ট্রে, ১৬৯৩ সালে

    D
    যুক্তরাষ্ট্রে, ১৯৭৩ সালে

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোন সমীকরণটি ভুল?

    A
    সম্পদ = দায় + মালিকানা স্বত্ত্ব

    B
    সম্পদ - দায় = মালিকানা স্বত্ত্ব

    C
    সম্পদ = মালিকানা স্বত্ত্ব = দায়

    D
    সম্পদ + মালিকানা স্বত্ত্ব = দায়

    Note: সঠিক হিসাব সমীকরণটি হলো, সম্পদ = দায় + মালিকানাস্বত্ত্ব এ থেকে পাওয়া যায়, সম্পদ - দায় = মালিকানাস্বত্ত্ব; সম্পদ - মালিকানাস্বত্ত্ব = দায়। সুতরাং সম্পদ + মালিকানা স্বত্ত্ব = দায় এটি ভুল।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd