হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নগদান ভিত্তিতে হিসাবরক্ষণ বলতে বোঝায়-

    A
    সকল লেনদেন নগদে সংঘঠিত হবে

    B
    নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হবে

    C
    সকল লেনদেনকে নগদ অর্থে মূল্যায়ন

    D
    নগদান বই সংরক্ষণ করা

    Note: হিসাব রক্ষণের দুটি ভিত্তি প্রচলিত আছে। (১) বকেয়া ভিত্তি অনুসারে লেনদেন সংঘটিত (বাকীতে/নগদ) হলেই লিপিবদ্ধ করতে হবে। (২) নগদান ভিত্তি অনুসারে কেবলমাত্র রেনদেনকে তখনই হিসাব ভুক্ত করা হয় যখন নগদ অর্থের আদান প্রদান হবে।
    1. Report
  2. Question: ব্যক্তি বাচক হিসাব ডেবিট উদ্র্বত্ত বলতে বুঝায়-

    A
    পাওনাদার

    B
    দেকানার

    C
    মালিক হিসাব

    D
    স্বত্তাধিকার

    Note: ব্যীক্তবাচক হিসাবে দু’টি ভাগ, (১) পাওনাদার ও (২) দেনাদার। পাওনাদার দায় হিসাবের অন্তর্ভুক্ত। ফলে এর উদ্বৃক্ত। ফলে এর উদ্বৃত্ত। মালিক এবং স্বত্তাধিকার একই অর্থবোধক। এর সব সময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।
    1. Report
  3. Question: সম্পত্তি হিসাব ও খরচ হিসাবের স্বাভাবিক জের যথাক্রমে-

    A
    ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত

    B
    ক্রেডি ও ডেটিব উদ্বৃত্ত

    C
    ডেবিট ও ডেটিট

    D
    ক্রেডিট

    Note: হিসাব ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতি অনুসারে, সম্পত্তি, খরচ, উত্তোলন সবই ডেবিট এবং এদের জের/উদ্বৃত্ত ডেবিট।
    1. Report
  4. Question: কোন লেনদেনের ফলে স্থিতিপত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হয় না?

    A
    দেনাদারের নিকট থেকে নগদ পাওয়া গেলে

    B
    পাওনাদারের টাকা পরিশোধ করলে

    C
    ধারে মাল ক্রয় করলে

    D
    ঋণ পরিশোধ করলে

    Note: Not available
    1. Report
  5. Question: বকেয়া খরচ কোন ধরনের হিসাব?

    A
    ব্যয় বাচক

    B
    দায় বাচক

    C
    মূলধন বাচক

    D
    সম্পত্তিবাচক

    Note: বকেয়া খরচ দায়। কারণ, উক্ত খরচেটার ফরে আমরা কোন সেবা বা সুবিধা ভোগ করেছি। কিন্তু তার মুল্য বাবদ কোন প্রতিদান প্রদান করা হয় নাই। তাই খরচটার জন্য দায়বদ্ধ।
    1. Report
  6. Question: বকেয়া খরচ কোন ধরনের হিসাব?

    A
    ব্যয়বাচক

    B
    দায়বাচক

    C
    মূলধনবাচক

    D
    সম্পত্তিবাচক

    Note: বকেয়া খরচ দায়। কারণ, উক্ত খরচটার ফলে আমরা কোন সেবা বা সুবধা ভোগ করেছি। কিন্তু তার মুল্য বাবদ কোন প্রতদান প্রদান করা হয় নাই। তাই খরচটার জন্য দায় বদ্ধ।
    1. Report
  7. Question: ৭,০০০ টাকার সেবা প্রদান করে ৪,০০০ টাকা নগদে পাওয়া গেল এবং অবশিষ্ট অংশ বকেয়া রইল। নিম্নের কোন পরিবর্তনটি সংঘটিত হবে?

    A
    দায়বৃদ্ধি পাবে ও সম্পত্তি হ্রাস পাবে

    B
    সম্পত্তি বৃদ্ধ পাবে ও ব্যয় হ্রাস পাবে

    C
    সম্পত্তি ও মালিকানা সত্ত্ব উভয়ই বৃদ্ধি পাবে

    D
    উদ্বর্তপত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হবে না

    Note: লেনদেনটির জাবেদা হবে- নগদা হিসাব ডেঃ ৩০০০/= বকেয়া আয় বা দেনাদার হিসাব ৩০০০/= টু সেবা আয় হিসাব ৭০০০/= ও দেনাদার হিসাব এবং সেবা বা আয় সিাব ক্রেডিট হলে তা বৃদ্ধি বুঝায়। আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সুতরাং লনদেনটির ফরে সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব উভয়ই বৃদ্ধি পাবে।
    1. Report
  8. Question: বকেয়া খরচ কোন ধরনের হিসাব?

    A
    ব্যয়বাচক

    B
    দায়বাচক

    C
    মূলধনবাচক

    D
    সম্পত্তিবাচক

    Note: বকেয়া খরচ দায়। কারণ, উক্ত খরচটার ফলে আমরা কোন সেবা বা সুবধা ভোগ করেছি। কিন্তু তার মুল্য বাবদ কোন প্রতদান প্রদান করা হয় নাই। তাই খরচটার জন্য দায় বদ্ধ।
    1. Report
  9. Question: কোনটি সঠিক নয়?

    A
    সম্পত্তি = মালিকের মূধন + দায়

    B
    মালিকের মূধন = সম্পত্ত - দায়

    C
    দায় = সম্পত্তি + মালিকের মুলধন

    D
    দায় = সম্পত্তি - মালিকের মূলধন

    Note: আমরা জানি যে, হিসা সমীকরণে, সম্পত্তি (A) = দায় বা, দায় = সম্পত্তি - মূলধন/মালিকানা স্বত্ত্ব .: দায় = সম্পত্তি + মালিকানা স্বত্ত্ব; সঠিকনয়।
    1. Report
  10. Question: হিসাবরক্ষণের মুল উপাদান-

    A
    জাবেদা

    B
    লেনদেন

    C
    খতিয়ান

    D
    চূড়ান্ত হিসাব

    Note: প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের সুষ্ঠু হিসাব রাখার জন্য হিসাবরক্ষণের উৎপত্তি। সুতরাং, হিসাবরক্ষনের মূল উপাদান লেনদেন।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd