হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: লূকা প্যাসিওলি কত সালে Summa De Arithmetica Geomctira Proportiniet Proportionatite. ইংরেজী গ্রন্থটি রচনা করেন?

    A
    ১৫৫৯ সালে

    B
    ১৪৯৪ সালে

    C
    ১৪৫৮ সালে

    D
    ১৬০৫ সালে

    Note: ১৪৯৪ সালে হিসাববিজ্ঞানের জনক লুকা প্যসিওলি Summa De Arithmetica Geomctira Proportiniet Proportionatite গ্রন্থটি রচনা করেন।
    1. Report
  2. Question: GAAP এর পূর্ণরূপ কি?

    A
    Generally Accepted Actuary Principles

    B
    Generally Applied Accounting Principles

    C
    Generally Accepted Accounting Principles

    D
    Generally Assisted Accounting Principles

    Note: GAAP এর পূর্ণরূপ হলো- Generally Accepted Accounting Principles এটি হলো হিসাববিজ্ঞানের সর্বজন স্বীকৃত মান দাও।
    1. Report
  3. Question: নীচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?

    A
    দ্বৈত স্বত্বা

    B
    গ্রামাণ্য দলিল

    C
    আর্থিক অবস্থার স্থিতিবস্থা

    D
    আর্থিক মানে পরিমাণ যোগ্যতা

    Note: লেনদেনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো- আর্থিক অব্সথার পরিবর্তন, অর্থের অঙ্কে পরিমাণ যোগ্যতা, দ্বৈতস্বত্ত্বা, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্রতা, দৃশ্যমান বা অদৃশ্যমান, গ্রামাণ্য দলিল প্রভৃতি।
    1. Report
  4. Question: বকেয়া মজুরী হিসাব কোন ধরনের হিসাব?

    A
    ব্যক্তিবাচক হিসাব

    B
    মানিক হিসাব

    C
    সম্পত্তি বাচক হিসাব

    D
    কোনটিই নয়

    Note: মজুরি হিসাব বা ব্যয় হিসাব হলো- নামিক হিসাব। আর নামিক হিসাবের অগ্রম বা বকেয়াকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়।
    1. Report
  5. Question: মাহফুজ ১,০০,০০০ টাকার আসবাব বাকীতে ক্রয় করল। সংশ্লিষ্ট হিসাবদ্বয় হবে-

    A
    ক্রয় হিসাব ও দেনাদার হিসাব

    B
    আসবাবপত্র হিসাব ও দেনাদার হিসাব

    C
    আসবাবপত্র হিসাব ও পাওনাদার হিসাব

    D
    আসবাবপত্র হিসাব ও বিক্রেতা হিসাব

    Note: আসবাবপত্র বাকীতে ক্রয় করলে সংশ্লিষ্ট হিসাদ্বয় হবে, আসবাবপত্র (সম্পত্তিবাচক হিসাব) ও বিক্রেতা হিসাব।
    1. Report
  6. Question: IASC কত সালে এবং কোথায় গঠিত হয়?

    A
    ১৯৭৩ সালে; যুক্তরাজ্যে

    B
    ১৭৮৩ সালে; ইতালিতে

    C
    ১৪৯৪ সালে; ভেনিস শহরে

    D
    ১৯৭২ সালে; যুক্তরাষ্ট্রে

    Note: LASC ১৯৭৩ সালে যুক্তরাজ্যে গঠিত হয়।
    1. Report
  7. Question: আর্থিক বছরের শুরুতে জনতা লিঃ এর সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং মালিকানা স্বত্ত্ব ছিল ৪১৮ টাকা। উক্ত বছরের সম্পত্তি বেড়ে ৭২০ টাকা হল এবং মালিকানা স্বত্ত্ব কমেছে ১৮ টাকা। বছর শেষে দায়ের পমিাণ কত?

    A
    ৩২০ টাকা

    B
    ২২০ টাকা

    C
    ১২০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: বছরের শুরুতে প্রারম্ভিক দায় = প্রাঃ মালিকানা স্বত্ত্ব = ৬৮২ = ৪১৮ = ২৬৪ টাকা। সম্পত্তি বাড়লে দায় বাড়ে, মালিকানা স্বত্ত্ব কমলে দায় বাড়ে। সুতরাং সমাপনী দায় দায় = ২৬৪ + ৩৮ + ১৮ = ৩২০ টাকা
    1. Report
  8. Question: মোট সম্পত্তি ১,০০,০০০.০০ টাকা, মোট দায় ৬০,০০০.০০ টাকা, সম্ভাব্য দায় ১০,০০০ টাকা হলে মালিকানা সত্ত্ব হবে-

    A
    ৪০,০০০.০০ টাকা

    B
    ৩০,০০০.০০ টাকা

    C
    ৫০,০০০.০০ টাকা

    D
    ৬০,০০০.০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: বিক্রয়ের উদ্দেশ্যে নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো, এখানে সংশ্লিস্ট হিসাবগুলি কি কি?

    A
    ক্রয় হিসাব ও নগদান হিসাব

    B
    যন্ত্রপাতি হিসাব ও নগদান হিসাব

    C
    পাওনাদার হিসাব ও ক্রয় হিসাব

    D
    অফিস সরঞ্জাম হিসাব ও নগদান হিসাব

    Note: বিক্রয়ের উদ্দেশ্যে নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো এখানে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদটা হিসাব ক্রেডিট।
    1. Report
  10. Question: সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিলের টাকা পাওয়া যায়নি। হিসাব সমীকরণে লেনদেনটির সঠিক প্রভাব কোনটি?

    A
    মালিকানা সত্ত্ব ও আয় বৃদ্ধি

    B
    মালিকানা সত্ত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি

    C
    প্রদেয় বিল ও আয় বৃদ্ধি

    D
    প্রাপ্য বিল বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস

    Note: সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিলের টাকা পাওয়া যায়নি; এক্ষেত্রে মালিকানা স্বত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি পাবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd