হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোনটি হিসাব বিজ্ঞানের সঠিক সূত্র?

    A
    মোট সম্পত্তসমূহ = মোট দায়সমূহ

    B
    মূলধন স্বত্ব = মোট সম্পত্তি - বহিঃ দায়

    C
    নীট চলতি মূলধন = চলতি সম্পত্তি - চলতি দায়

    D
    দায় সমূহ = মোট সম্পত্তি - মূলধন স্বত্ব

    E
    সবগুলো

    Note: এখানে, A, B, C ও D সবগুলো্‌ িসঠিখ হিসাববিজ্ঞানের সূত্র।
    1. Report
  2. Question: নীচের কোনটি সত্য-

    A
    ডেবিট সম্পদ ও দায় দু’টিই বৃদ্ধি করে

    B
    ডেবিট সম্পদ ও দায় দু’টিই হ্রাস করে

    C
    ডবিট সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস করে

    D
    ডেবিট সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি করে

    E
    কোনটিই নয়

    Note: ডেবিট দ্বারা সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস পাওয়া যায়।
    1. Report
  3. Question: সমপনী দাখিলা লিখন ও খতিয়ানে লিপিবদ্ধ করার পর যে হিসাবে উদ্বৃত্ত শূন্য হয়, তা-

    A
    সেবা আয়

    B
    বিজ্ঞাপনী মালামাল

    C
    অগ্রিমপদত্ত বীমা খরচ

    D
    পুঞ্জিভূত অবচয়

    E
    কোনটিই নয়

    Note: সমাপনী দালিখা প্রদান হয় নামিক বা আয়-ব্যয়বাচক হিসাবখাত সমূহ বন্ধ করার জন্য। সুতরাং এখানে, সমাপী দাখিলা ও খতিয়ান লিপিবদ্ধ করার পর সেবা আয় (নামিক হিসাব) হিসাবের উদ্বৃত্ত বা জের শূন্য হয়।
    1. Report
  4. Question: নিচের কোনটি “শ্রেণী বিন্যাসকরণ”- প্র্রক্রিয়ার অংশ?

    A
    লেনদেন চিহ্নিতকরণ

    B
    জাবেদা লিখন

    C
    বিশ্লেষণ

    D
    খতিয়ানভুক্ত করণ

    E
    রেওয়ামিল প্রস্তুতকরণ

    Note: খতিয়ানভুক্তিকরণ শ্রেণিবিণ্যাস করণ, প্রক্রিয়ার অংশ।
    1. Report
  5. Question: ১০,০০০ টাকার সেবা প্রদান করে ৭,০০০ টাকা নগদে পাওয়ায গলে বাকি অংশ বকেয়া রিইল। নিচের কোন পরিবর্তনটি সংঘটিত হবে?

    A
    দায় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস

    B
    সম্পত্তি বৃদিধ ও ব্যয় হ্রাস

    C
    সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস

    D
    সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    E
    উদ্বৃত্ত পত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হবে না

    Note: সেবা প্রদানের ফলে আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ মালিকানা স্বত্ব বৃদ্ িপাবে। নগদ টাকা প্রাপ্তির ফলে সম্পদ বাড়তে এবং আয় বকেয়া থাকার ফলে সম্পদ বাড়তে এবং আয় বকেয়া থাকার ফলে সম্পদ (প্রাপ্য) হিসাব বৃদ্ধি পাবে।
    1. Report
  6. Question: ডেনমল লিঃ ধরনের হিসাব?

    A
    সম্পত্তিবাচক হিসাব

    B
    নামিক হিসাব

    C
    ব্যক্তিবাচক হিসাব

    D
    অব্যক্তিবাচক হিসাব

    Note: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব খোলা হয় তা ব্যক্তিবাচক হিসাব হয়।
    1. Report
  7. Question: ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ ব্যাংকের জন্য এক ধরনের হিসাব?

    A
    খরচ

    B
    আয়

    C
    ঋণ

    D
    সম্পদ

    Note: ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ ব্যাংকের জন্য এক ধরনের সম্পদ। যা ব্যাংক বিনিয়োগ হিসাবে গণ্য ক।ে যে ব্যক্তি ঋণ গ্রহণ করে তার নিকট দায় হিসাব।
    1. Report
  8. Question: আয়কর একটি-

    A
    সম্পত্তি

    B
    খরচ

    C
    দায়

    D
    রাজস্ব

    Note: ব্যক্তিবা প্রতিষ্ঠান তার নীট আয়ের একটি অংশ আয়কর হিসাবে সরকারি কোষাগারে জমা দেন। সুতরাংয় এটি এক দরনের খরচ।
    1. Report
  9. Question: নিচের বাক্যিগুলির কোনটি বাদে প্রতিটি সঠিক-

    A
    হিসাববিজ্ঞান একটি সেবাকর্ম

    B
    হিসাববিজ্ঞান কারবারের ভাষা হিসেবে পরিচিত

    C
    চার্টার্ড একাউন্ট্যান্সি একটি পেশা

    D
    ডেবিট ও ডেটর (Debtor) এক

    Note: এখানে প্রদত্ত Option গুলো মধ্যে ‘ঘ’ নং এর Optionটি বাদে সবগুলো সঠিক।
    1. Report
  10. Question: মূলধন কি?

    A
    বারবারে নগদের মোট পরিমাণ

    B
    ব্যাংক যে পরিমাণ কারেোরে বিনিয়োগ করেছে

    C
    স্থায়ী সম্পত্তি ও চলতি সম্পত্তি সমষ্টি

    D
    মালিক মোট যে পরিমাণ কারবারে বিনিয়োগ করেছেন

    Note: মূধন হলো ব্যবসায় বা কারবারের মালিক কর্তৃক কারবারে বিনিয়োগ কৃত অর্থ। অন্যভাবে বলা যায় ব্যবসায়ের মোট সম্পত্তির উপর মালিকের দাবীকে মূলধন ধরা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd