হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: প্রাপ্তি ও প্রদান হিসাব এমন একটি হিসাব

    A
    যাহা উদ্ধর্তপত্রের সাথে প্রদত্ত হয়

    B
    যাতে মুনাফা নির্ণয় করা যায়

    C
    যাতে প্রারম্ভিক ও সমাপনী নগদান জের দেখানো হয়

    D
    যাতে আয় ও ব্যায়ের উদ্ধৃত্ত দেখানো হয়

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রকার নগদ টাকার আদান-প্রদান হয়ে থাকে যার জন্য প্রস্তুত করা হয়-প্রাপ্তি ও প্রদান হিসাব। যাতে নগদান বইয়ের মত নগদানের প্রারম্ভিক উদ্ধৃত্ত ও সমাপনী উদ্ধৃত্ত দেখানো হয়।
    1. Report
  2. Question: ১৯৯২ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়, বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ৬,০০০ টাকা গত বৎসরের ও ১০,০০০ টাকা ১৯৯৩ সনের। যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখনটি হবে-

    A
    নগদান হিসাব ডেবিট ৭০,০০০ টাকা, প্রাপ্য চাঁদা হিসাব ৭০,০০০

    B
    নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেঃ ৭৬,০০০

    C
    নগদান হিসাব ডেবিট ৬০,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৬০,০০০

    D
    নগদান হিসাব ডেঃ ৬৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৬৬,০০০

    Note: যখন চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়, তখন ক্লাবটির সম্পত্তি (নগদ টাকা) ৭৬,০০০টাকা বৃদ্ধি পায় এবং প্রাপ্ত চাঁদা (আয়) ৭৬,০০০ টাকা বৃদ্ধি পায়। ফলে নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা, প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬,০০০ টাকা।
    1. Report
  3. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাব প্রস্তুতকরণে নিচের কোন ঘটনা প্রভাব ফেলবে না?

    A
    আর্থিক বৎসরের সদস্যদের অনাদায়ী চাঁদা

    B
    চলতি বৎসরের বকেয়া ভাড়া

    C
    অগ্রিম প্রদত্ত বেতন

    D
    বিগত বৎসরে অগ্রীম প্রাপ্ত সদস্যদের চাঁদা

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় পরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় সংক্রান্ত দফা সমূহ নিয়ে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করা হয় উক্ত সময়ের আয়-ব্যয় উদ্ধৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য। সুতরাং উক্ত আয়-ব্যয় হিসাব প্রস্তুতকরণে প্রভাব ফেরবে ঐ সব লেনদেন যে সকল লেনদেন উক্ত সময়ের আয় বা ব্যয় বলে গণ্য। প্রশ্নটির উত্তরের Option গুলোর (ক) (খ) ও (ঘ) সবগুলো উক্ত নির্দিষ্ট সময়ের আয় বা ব্যয় বলে গণ্য হয়। ফলে এগুলো আয়-ব্যয় হিসাব প্রস্তুতে প্রভোব ফেলাবে। শুধুমাত্র (গ) অগ্রীম প্রদত্ত বেতন যা পরবর্তী বৎসরের ব্যয় চলতি বৎসরের আয়-ব্যয় হিসাব প্রস্তুতে প্রভাব ফেলবে না।
    1. Report
  4. Question: একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দায় অপেক্ষা সম্পত্তির বাড়তিকে বলা হয়

    A
    মূলধন তহবিল

    B
    মূলধন

    C
    চলতি সম্পত্তি

    D
    নিট সম্পত্তি

    Note: ব্যবসায়ী প্রতিষ্ঠানের ন্যয় অব্যবসায়ী প্রতিষ্ঠানে যেহেতু মারিক, অংশীদার বা শেয়ারহোল্ডাররা মূলধন বিনিয়োগ করে না সেহেতু মূলধনের পরিবর্তে মূলধন তহবিল শব্দটি ব্যবহারকরা হয়। নির্দিষ্ট সময় শেষে মোট সম্পত্তি ও মোট বর্হিদায়ের পার্থক্যকে মূলধন তহবিল বলা হয়।
    1. Report
  5. Question: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল সৃষ্টি হয়-

    A
    প্রতিষ্ঠানের দায় অপেক্ষা সম্পত্তির বাড়তি থেকে

    B
    প্রতিষ্ঠানের ব্যয় অপেক্ষা আয়ের বাড়তি থেকে

    C
    প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা আয়ের বাড়তি থেকে

    D
    প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা বাড়তি উদ্ধৃত্ত থেকে

    Note: একটি নির্দিষ্ট সময় শেষে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও মোট দায়ের পার্থক্যকে মূলধন তহবিল বলা হয়। সুতরাং অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল সৃষ্টি হয় প্রতিষ্ঠানের দায় অপেক্ষা সম্পত্তির বাড়তি থেকে।
    1. Report
  6. Question: মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা । তার মধ্যে বিগত বছরের ৫,০০০ টাকা, আগামী বছরের ৭,৫০০ টাকা, এবং চলতি বছরের অনাদায়ী-চাঁদা ৯,০০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে চলতি বৎসরের চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করতে হবে?

    A
    ৪৬,০০০ টাকা

    B
    ৭১,৫০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৫৩,৫০০ টাকা

    E
    ২৯,৫০০ টাকা

    Note: সূত্রটি হলো- অর্জিত চাঁদা আয় (চলতি বছরের)=মোট চাঁদা প্রাপ্তি+চলতি বছরের বকেয়া চাঁদা+বিগত বছরে প্রাপ্ত চলতি বচরের চাঁদা)-(বিগত বছরের বকেয়া চাঁদা চলতি বছরে প্রাপ্তিিআগামী বছরের চাঁদা অগ্রীম প্রাপ্তি) অতিএব চলতি বছরের চাঁদা বাবদ অর্জিত আয় = (৫০,০০০+৯,০০০)-(৫,০০০+৭,৫০০) (৫৯,০০০+১২,৫০০)=৪৬,৫০০০ টাকা।
    1. Report
  7. Question: প্রাপ্তি ও প্রদান হিসাব এমন একটি হিসাব

    A
    যাহা উদ্ধর্তপত্রের সাথে প্রদত্ত হয়

    B
    যাতে মুনাফা নির্ণয় করা যায়

    C
    যাতে প্রারম্ভিক ও সমাপনী নগদান জের দেখানো হয়

    D
    যাতে আয় ও ব্যয়ের উদ্ধর্ত দেখানো হয়

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রকার নগদ টাকার আদান-প্রদান হয়ে থাকে যার জন্য প্রস্তুত করা হয়-প্রাপ্তি ও প্রদান হিসাব। যাতে নগদান বইয়ের মত নগদানের প্রারম্ভিক উদ্ধৃত্ত ও সমাপনী উদ্ধৃত্ত দেখানো হয়
    1. Report
  8. Question: এ্যাপেক্স ক্লাবের ৩,০০০ জন্য সদস্য আছে যারা বাৎসরিক ২০০ টাকা করে চাঁদা দিয়ে থাকেন। ২০০৬ সালের চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়? যখন ৩০০ জন সদস্য ২০০৫ সালে অগ্রীম চাঁদা দিয়েছিলেন, ৬০০ জন্য সদস্য ২০০৭ সালের চাঁদা অগ্রীম দিয়েছেন এবং ২০০ জন সদস্য ২০০৬ সালের চাঁদা পরিশোধ করেনি?

    A
    ৮.৪০ লক্ষ টাকা

    B
    ৭.৪০ লক্ষ টাকা

    C
    ৬.২০ লক্ষ টাকা

    D
    ৮.০০ লক্ষ টাকা

    E
    ৬.৬০ লক্ষ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়?

    A
    উন্নয়ন তহবিল

    B
    আপ্যায়ন তহবিল

    C
    মূলধন তহবিল

    D
    টুর্নামেন্ট তহবিল

    E
    বৃত্তি তহবিল

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ কোন বিশেষ উদ্দেশ্যে তহবিল গঠন করলে তাকে বিশেষ তহবিল বলা হয়। বৃত্ত তহবিল, উন্নয়ন তহবিল, পুরস্কার তহবিল, টুর্নামেন্ট তহবিল, আপ্যায়ন তহবিল ইত্যাদি বিশেষ তহবিলের উদাহরণ।
    1. Report
  10. Question: এ্যাপেক্স ক্লাবের ৩,০০০ জন্য সদস্য আছে যারা বাৎসরিক ২০০ টাকা করে চাঁদা দিয়ে থাকেন। ২০০৬ সালের চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়? যখন ৩০০ জন সদস্য ২০০৫ সালে অগ্রীম চাঁদা দিয়েছিলেন, ৬০০ জন্য সদস্য ২০০৭ সালের চাঁদা অগ্রীম দিয়েছেন এবং ২০০ জন সদস্য ২০০৬ সালের চাঁদা পরিশোধ করেনি?

    A
    ৮.৪০ লক্ষ টাকা

    B
    ৭.৪০ লক্ষ টাকা

    C
    ৬.২০ লক্ষ টাকা

    D
    ৮.০০ লক্ষ টাকা

    E
    ৬.৬০ লক্ষ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd