অংশীদারি ব্যবসায়ের হিসাব
 
  1. Question: ক ও খ দুইজন অংশীদর। তারা সমান অনুপাতে বণ্ট করে। গ ভবিষ্যত ২০% মুনাফার অংশীদারিত্বে কারবারে যোগদান করে। ক, খ ও গ এর নতুন মুনাফার অনুপাত কত?

    A
    ৩ঃ২ঃ১

    B
    ১ঃ১ঃ১

    C
    ২ঃ২ঃ১

    D
    ১ঃ২ঃ২

    Note: Not available
    1. Report
  2. Question: মীনা ও টিনার মূলধনের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা। টিনা তার মূলধরেন ১.৫ অংশ রীনার নিকট ৬০,০০০ টাকা বিক্রয়য়ের সিদ্ধান্ত নিলে রীনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৬০,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ১০,০০০ টাকা

    Note: টিনার মূলধনের পরিমাণ ২,৫০,০০০ টাকা। তার মূলধনের ১/৫ অংশের পরিমাণ=২,৫০,০০০x ১/৫=৫০,০০০ টাকা রীনার নিকট ৫০,০০০ টাকা মূল্যের মূলধন ৬০,০০০ টাকায় বিক্রয় কররে, রীনাকে সুনাম বাবদ অতিরিক্ত দিতে হয় (৬০,০০০-৫০,০০০)=১০,০০০ টাকা।
    1. Report
  3. Question: হিসাববিজ্ঞানের সুনাম কি?

    A
    মুনাফা আয়ের ক্ষমতা

    B
    ব্যবসায়ের সুনাম

    C
    ব্র্যান্ডের সুনাম

    D
    অতিরিক্ত মুনাফা আয়ের ক্ষমতা

    Note: হিসাববিজ্ঞানের সুনাম বলতে অতিরিক্ত মুনাফা আয়ের ক্ষমতাকে বোঝায়?
    1. Report
  4. Question: অবণ্টিত আয় হচ্ছে-

    A
    পরিশোধিত মূলধনের অংশে

    B
    মুনাফার অংশ

    C
    মূলধনী লাভের অংশ

    D
    কোনটিই নয়

    Note: কোন নির্দিষ্ট হিসাবকাল শেষে যে আয়/মুনাফা অর্জিত হয় তা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। আর উক্ত সময়ে তা বণ্টন করা না হলে তা অবণ্টিত আয় বলে গণ্য হয়। যেহেতু আয় বণ্টন করলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অবণ্টিত আয় বা মুনাফা হচ্ছে মূলধনী লাভের অংশ বিশেষ।
    1. Report
  5. Question: চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের সদস্যগণকে নিম্নের কোনটি বাধ্যতামূলক ধরতে হয়।-

    A
    ৬% হারে ঋণের সুদ

    B
    ব্যবস্থপনার বেতন

    C
    কারবারের আনীত মূলধরেন সুদ

    D
    বিক্রয়ের জন্য কমিশন

    Note: চুক্তিপত্রে ঋণের সুদের কথা উল্লেখ না থাকলেও ব্যবসায়ে গৃহীতে ঋণের জন্য (ক) ৬% হারে সুদ ধার্য করা বাধ্যতামূলক।
    1. Report
  6. Question: কোনটি অংশীদারি কারবারের বৈশিস্ট্য নয়-

    A
    পারস্পরিক প্রতিনিধিত্ব

    B
    অসীম আয়ুকাল

    C
    অসীম দায়

    D
    সম্পত্তির সম অংশীদার

    Note: অংশীদারি ব্যবসায়ের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল (ক) পারস্পরিক প্রতিনিধি। তাই ব্যবসায়ের যে কোন অশীদারের কাজের জন্য অন্য অশীদাররা দায়বদ্ধ থাকে। এ কারবারের অংশীদারদের দায় ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে অসীম। ফলে (গ) অসীম দায় এ কারবারের একটি বৈশিষ্ট্য। এ কারবারের যে কোন সম্পত্তির উপর অংশীদারী চুক্তি অনুযায়ী অথবা (ঘ) সম অংশীদার ভিত্তিতে অধিকার পেয়ে থাকে। কোন অংশীদারের মৃত্যু, দেউলিয়াত্ব বা অবসর গ্রহণ করলে বা সকল অংশীদারের সম্মিলিত সিদ্ধান্ত এ ব্যবসায়ের বিলোপ সাধন করতে পারে। সুতরাং (খ) অসীম আয়ুস্কাল এ ধরনের ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়।
    1. Report
  7. Question: অংশীদারি কারবারে কখন পৃথক উত্তোলন হিসাব রাখতে হয়?

    A
    যখন মূলধন স্থির থাকে

    B
    যখন মূলধন স্থির থাকে না

    C
    যখন ঘন ঘন উত্তোলন করা হয়

    D
    যখন উত্তোলন করা হয় না

    Note: উত্তলন বলতে মূলধনের অংশ বিশেষ উঠানোকে বুঝায় না বরং সম্ভাব্য প্রত্যাশিত মুনাফার বিপরীতে অগ্রীম গ্রহণকে বুঝায়। সর্ব অবস্থায় উত্তোলন হিসাব তৈরি করা বাধ্যতামূলক নয়। তবে অংশীদারগণ পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে পৃথব ভাবে উত্তোলন হিসাব সংরক্ষণ করতে হয়। অর্থাৎ যখন অংশীদারদের মূলধন স্থির থাকেনা তখন উত্তোলন হিসাব সংরক্ষণ করা হয়। উত্তোলন হিসাব হিসাব খোলার ফলে অংশীদারগণ কখন কি পরিমাণ উত্তোলন করে তা সহজেই জানা যায়।
    1. Report
  8. Question: অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক?

    A
    সীমিত অংশীদারে কারবারের

    B
    ঐচ্ছিক অংশীদারি কারবারের

    C
    বিশেষ অংশীদারি কারবারের

    D
    সকল অংশীদারি কারবারের ক্ষেত্রে

    Note: অংশীদারি কারবারের নিবন্ধন অংশীদারি আইনে বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু একমাত্র সীমিত অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূরক করা হয়েছে। তার নিবন্ধিত অংশীদারি কারবার বিশেষ কিছু সুবিধা পেতে পারে।
    1. Report
  9. Question: যে অংশীদার ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে না বা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তবে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় তাকে বলে-

    A
    নাম মাত্র অংশীদার

    B
    আপাতদৃষ্টিতে অংশীদার

    C
    আচরণে অনুমিত অংশীদার

    D
    কোনটিই নয়

    Note: বিভিন্ন প্রকার অংশীদারের মধ্যে (ক) নামে মাত্র অংশীদার হল ঐ অংশীদার যিনি ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে না বা ব্যবসা পরিচালনায় অংশ গ্রহণ করে না তবে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়।
    1. Report
  10. Question: অংশীদারি কারবার অবসায়ন হলে সমাপনী মজুদ অংশীদারগণের মধ্যে যেভাবে করা হয়?

    A
    মূলধন অনুপাত

    B
    ২ঃ১ অনুপাত

    C
    ১ঃ১ অনুপাত

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd