অংশীদারি ব্যবসায়ের হিসাব
 
  1. Question: মামুন ও মারুফ একটি অংশীদারী কারবারের দুজন অংশীদার। উক্ত কারবারের নীট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে ১৫,৫০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকী মুনাফা যদিগ ৬০ঃ৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে টাকায় পাবে-

    A
    ৪৮,০০০ ও ৯,০০০ টাকা

    B
    ৩৩,০০০ ও ২৪,০০০ টাকা

    C
    ২২,৮০০ ও ৩৪,২০০ টাকা

    D
    ৩৪,২০০ ও ২২,৮০০ টাকা

    E
    ২৪,০০০ ও ৩৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: মামুন ও মারুফ একটি অংশীদারী কারবারের দুজন অংশীদার। উক্ত কারবারের নীট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে ১৫,৫০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকী মুনাফা যদিগ ৬০ঃ৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে টাকায় পাবে-

    A
    ৪৮,০০০ ও ৯,০০০ টাকা

    B
    ৩৩,০০০ ও ২৪,০০০ টাকা

    C
    ২২,৮০০ ও ৩৪,২০০ টাকা

    D
    ৩৪,২০০ ও ২২,৮০০ টাকা

    E
    ২৪,০০০ ও ৩৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারের মধ্যে বণ্টিত হবে-

    A
    সমানভাবে

    B
    আয় বন্টন অনুপাত এর ভিত্তিতে

    C
    মূলধন ব্যালেন্সের ভিত্তিতে

    D
    অংশীদারদের প্রকৃত বিনিয়োগের ভিত্তিতে

    E
    উপরের কোনটিই নয়

    Note: অংশীদারি চুক্তি মোতাবেক নির্দিষ্ট হারে অংশীদারি কারবারের লাভ-ক্ষতি বণ্টিত হবে। অংশিদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ-বণ্টিত হবে আয় বা মুনাফা বণ্টনের অনুপাত অনুসারে
    1. Report
  4. Question: কমিশন পরবর্তী নীট লাভের উপর অংশীদার ‘ন’ এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে ‘ঢ’ এবং ‘ত’ এর সাথে সমঅংশীদার। অংশিদারী কারবারের লাভের অংশ বাবদ ‘ন’ কত টাকা পাবে?

    A
    ৬,৬৬৭ টাকা

    B
    ৭,০০০ টাকা

    C
    ৭,৩০০ টাকা

    D
    ৭,৬৬৭ টাকা

    E
    ৬,৩৩৩ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: ‘ক’ ও ‘খ’ একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩ঃ২ অনুপাতে ভাগ করে। ১ জানুয়ারি, ২০০৬ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ প্রদান করা হয় এবং খ-কে মাসে ১,০০০ টাকা বেতন প্রদান করা হয়। ৩১ শে ডিসেম্বর ২০০৬ তারিখে খ-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬০০০ টাকায়। ২০০৬ সালের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?

    A
    ১,৫০,০০০ টাকা

    B
    ১,৭২,০০০ টাকা

    C
    ১,৬০,০০০ টাকা

    D
    ১,৬২,০০০ টাকা

    E
    ১,২৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারী কারবারে অংশীদারদের ঋনের ওপর সুদ ধার্য হবে?

    A
    ৭% হারে

    B
    ব্যাংক হারে

    C
    ৯% হারে

    D
    ৬% হারে

    E
    ১০% হারে

    Note: চুক্তি অবর্তমানে অংশিদারী কারবারের কতিপয় বিধান অনুসারে, কোন অংশীদার যদি ব্যবসায়ে ঋণ প্রদান করে তবে উক্ত ঋণের উপর ৬% হারে সুদ পাবে।
    1. Report
  7. Question: অনু ও তনু দুই অংশীদার একটি অংশীদারী কারবার ৩ঃ২ হারে লাভক্ষতি বণ্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যতাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা। ২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?

    A
    ১,২৫,০০০ টাকা

    B
    ১,১৩,০০০ টাকা

    C
    ১,৩০,০০০ টাকা

    D
    ১,০০,০০০ টাকা

    E
    ১,১২,০০০ টাকা

    Note: সমস্যাটিতে মোট মুনাফা হতে, মূলধনের সুদ, অনুর বেতন, পরিচালন খরচ ও অন্যান্য খরচ বাদ দিয়ে বণ্টনকৃত মুনাফা নির্ণয় করা যায়। সুতরাং, মূলধনের সুদ = (৮০,০০০x ১০%+৫০,০০০x১০%) = ১৩,০০০ টাকা অনুর বেতন=১,০০০x ১২=১২,০০০ টাকা সুতরাং বণ্টনকৃত মুনাফা =২,০০,০০০-১৩,০০০-১২,০০০-৭০,০০০-৫,০০০)=১,০০,০০০ টাকা
    1. Report
  8. Question: অংশীদারী কারবারে আয় নির্ধারণকালে নিচের কোনটি খরচ হিসেবে বিবেচিত হবে না?

    A
    বীমা খরচ

    B
    আয়কর খরচ

    C
    ভাড়া খরচ

    D
    বিদ্যুৎ খরচ

    E
    টেলিফোন খরচ

    Note: এখানে আয়কর খরচ বাদে অবশিষ্ট সবগুলো (বীমা খরচ, ভাড়া, খরচ, বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ) অংশীদারী কারবারের আয় নির্ধারণকালে খরচ হিসেবে গণ্য হবে।
    1. Report
  9. Question: কোন ক্ষেত্রে সুনামের মূল্যায়ন প্রযোজ্য হয়?

    A
    অংশীদারের মৃত্যু হলে

    B
    ব্যবসার অবসান হলে

    C
    লাভ-ক্ষতির বণ্টন অনুপতের পরিবর্তন হলে

    D
    উপরের সকল ক্ষেত্রে

    Note: Not available
    1. Report
  10. Question: কালাম ও সালাম একটি অংশীদারী কারবারের অংশীদার। ২০০৮ এর ১লা জানুয়ারী তাদের মূলধন হিসাবের জেরসমূহ ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর দুজনই ১০% হারে সুদ পাবে এবং সালাম মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে। ২০০৮ সনের সমন্বয়ের পূর্বে নীট আয় ছিল ২,১৬,০০০ টাকা। ২০০৮ সনের শেষে কালামের মূলধনের জের কত হবে?

    A
    ২,০৪,০০০ টাকা

    B
    ২,১২,০০ টাকা

    C
    ২,৪৮,০০০ টাকা

    D
    ২,৩৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd