অংশীদারি ব্যবসায়ের হিসাব
 
  1. Question: অংশীদারি কারবারে কোন পদ্ধিতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাব রাখা বাধ্যতামূলক?

    A
    পরিবর্তনশীল পদ্ধতিতে

    B
    স্থিতিশীল পদ্ধতিতে

    C
    ভাসমান পদ্ধতিতে

    D
    ক+খ

    Note: অংশীদারি কারবার প্রতিষ্ঠানে অংশীদারগণ যখন তাদের বিনিয়োগকৃত মূলধন স্থির রাখতে চান বা স্থির পদ্ধতিতে যখন মূলধন হিসাব সংরক্ষণ করেন তখন অন্যান্য সকল পাওনার জন্য তাদেরকে চলতি হিসাব সংরক্ষণের প্রয়োজন হয়।
    1. Report
  2. Question: ক একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। সে ১৯৯৯ সালে বার্ষিক ৬% হার সুদে ৬০০০ টাকা উত্তোলন করেছিল। তার উত্তোলনের সুদ কত টাকা?

    A
    ৪৮০ টাকা

    B
    ৩৮০ টাকা

    C
    ২৮০ টাকা

    D
    ১৮০ টাকা

    Note: উত্তোলনের উপর তারিখ না থাকলে সাধারণত ৬ মাসের সুদ ধার্য করা হয়। সুতরাং এখানে ক এর উত্তোলনের সুদ হবে=৬,০০০x৬.১২=১৮০ টাকা।
    1. Report
  3. Question: পরিবর্তনশীল মূলধন হিসাব রাখা হয় এমন পদ্ধতিতে অংশীদারদের মুনাফার অংশঃ

    A
    মূলধন হিসাবে ডেবিট করা হয়

    B
    মূলধন হিসাবে ক্রেডিট করা হয়

    C
    অংশীরদারদের চলতি হিসাবে ডেবিট করা হয়

    D
    অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট করা হয়

    Note: Not available
    1. Report
  4. Question: সারাবছর ধরে মিঃ করিম মাসের প্রথম তারিখে প্রতি মাসের ২০০০ টাকা করে তাঁর ব্যবসায় থেকে উত্তোলন করেন। বার্ষিক ৫% হারে উত্তোলনের উপর সুদ কত হবে?

    A
    টাকা ৬৫০

    B
    টাকা ১২০০

    C
    টাকা ৫৫০

    D
    কোন টাকাই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যাবসায়ে সর্বোচ্চ কতজন সদস্য থাকে?

    A
    ১০ জন

    B
    ২০ জন

    C
    ২৫ জন

    D
    ৫০ জন

    Note: Not available
    1. Report
  6. Question: অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কিরূপ?

    A
    শরিক

    B
    মালিক

    C
    অংশীদার

    D
    সসীম

    Note: Not available
    1. Report
  7. Question: অংশীদারি ব্যবসায়ের সদস্যকে কি বলে?

    A
    শরিক

    B
    মালিক

    C
    অংশীদার

    D
    প্রতিনিধি

    Note: Not available
    1. Report
  8. Question: মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয় এমন অংশীদারকে কি বলে?

    A
    নামমাত্র অংশীদার

    B
    সক্রিয় অংশীদার

    C
    কর্মী অংশীদার

    D
    সীমাবদ্ধ অংশীদার

    Note: Not available
    1. Report
  9. Question: চুক্তির অবর্তমানে বা চুক্তিতে কোন উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কর্তৃৃক প্রদতত্ত ঋণের উপর কত হারে সুদ ধরা হবে?

    A
    ৫%

    B
    ৬%

    C
    ৭%

    D
    ১০%

    Note: Not available
    1. Report
  10. Question: অংশীদারি ব্যবসায়ে কোন ব্যক্তি মূলধন বিনিয়োগ না করে অংশীদার হিসেবে তা নাম ব্যবহারের অনুমতি দেয়-তাকে কি বলে?

    A
    কর্মী অংশীদার

    B
    নামমাত্র অংশীদার

    C
    আপাত দৃষ্টিতে অংশীদার

    D
    নিস্ক্রিয় অংশীদার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd