অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
 
  1. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিল বলতে বুঝায়

    A
    একটি নির্দিষ্ট কালের আয় ও ব্যয়ের পার্থক্য

    B
    একটি নির্দিষ্ট কালের নগদ গ্রহণ ও পরিশোধের পার্থক্য

    C
    একটি নির্দিষ্ট কালের সম্পত্তি ও দায়ের পার্থক্য

    D
    একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের পার্থক্য

    E
    মোট প্রাপ্ত দান

    Note: Not available
    1. Report
  2. Question: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চলতি বছরে প্রাপ্ত চাঁদার পরিমাণ ১৮০০ টাকা; এর মধ্য বিগত বছরে চাঁদা রয়েছে ২.৫% এবং পরবর্তী বছরের চাঁদা ৫%; চাঁদা বাবদ এ বছরের আয়-ব্যয় হিসাবে কত ক্রেডিট হবে?

    A
    ১৬৮৫ টাকা

    B
    ১৬৬৫ টাকা

    C
    ১৬৭৫ টাকা

    D
    ১৭০০ টাকা

    E
    ১৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া খরচ ৬০,০০০ টাকা এবং বছরের শেষে মোট ভাড়া ১/৪ অংশ বকেয়া থাকলে মোট ভাড়া ও বেকয়া ভাড়ার সঠিক পরিমাণ কত?

    A
    ৬০,০০০ ও ১৫,০০০ টাকা

    B
    ৭৫,০০ ও ১৫,০০০ টাকা

    C
    ৮০,০০০ ও ২০,০০০ টাকা

    D
    ৮০,০০০ ও ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: একটি কল্যাণ সমিতির সদস্য সংখ্যা ৫০০ জন। মাথাপিছু চাঁদার হার ১০ টাকা, কোন একবছরে প্রাপ্ত টাকা পরিমাণ ৭,০০০ টাকার মধ্যে বিগত বছরের বকেয়া, ৫০০ টাকা ও আগামী বছরের অগ্রীম চাঁদা অন্তুর্ভুক্ত আছে। কত টাকা অগ্রীম চাঁদা হিসাবে পাওয়া গেছে?

    A
    ২,৫০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ১,৫০০ টাকা

    D
    ১,০০০ টাকা

    Note: ৫০০ জন সদস্য থেকে মোট চাঁদা পাওয়া যায় (৫০০XX১০)=৫,০০০ টাকা। কিন্তু মোট চাঁদা প্রাপ্তি ৭,০০০ টাকা এর মধ্যে ৫০০ টাকা বিগত বছরের- সুতরাং অগ্রীম চাঁদা= (৭,০০০-৫,০০০-৫০০) টাকা=১,৫০০ টাকা
    1. Report
  5. Question: একটি ক্লাবের অগ্রীম চাঁদা প্রাপ্তি যদি প্রাপ্তি ও প্রদান হিসাবে থাকে- তা হলে সেটা

    A
    আয়-ব্যয় হিসাবে ক্রেডিট হবে

    B
    আয়-ব্যয় হিসাবে ডেবিট হবে

    C
    সঞ্চয়ী ব্যাংক হিসাবে জমা হবে

    D
    দায় পার্শ্বে যাবে

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবে যদি অগ্রীম চাঁদা প্রাপ্তি থাকে তবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্ধর্তপত্রে দায় পাশে যাবে। কারণ অগ্রীম চাঁদা প্রাপ্তি এ বছরের আয় নয়।
    1. Report
  6. Question: এ বছর চাঁদা বাবদ আয় ৫,০০০ টাকা, গত বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা। এ বছর অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,৫০০ টাকা, গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৫০০ টাকা এ বছরের বকেয়া চাঁদা ২০০ টাকা। অতএব, এ বছরের নগদ প্রাপ্তি হবে-

    A
    ৫,৮০০ টাকা

    B
    ৬,০০০ টাকা

    C
    ৬,৫০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: চলতি বছরের চাঁদা বাবদ আয় নির্ণয়ের সূত্র হল- চাঁদা বাবদ আয়= (মোট চাঁদা প্রাপ্তি+গত বছরে অগ্রীম প্রাপ্তি এ বছরের চাঁদা+এ বছরের বকেয়া চাঁদা (এ বছর অগ্রীম প্রাপ্তি চাঁদা+গত বছরের বকেয়া চাঁদা এ বছর প্রাপ্তি) অতএব, এ বচর মোট চাঁদা প্রাপ্তি= (চাঁদা বাবদ আয়+ এ বচর অগ্রীম প্রাপ্তি+ গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি)- (গত বছর অগ্রীম প্রাপ্ত এ বছরের চাঁদা+ এ বছরের বকেয়া চাঁদা) সুতরাং এ বছর মোট নগদপ্রাপ্ত চাঁদা= (৫,০০০+১,৫০০+৫০০)-(১,০০০+২০০) (৭,০০০-১,২০০)=৫,৮০০ টাকা
    1. Report
  7. Question: বিগত বছরের বকেয়া চাঁদা ৫০০ টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা ৬০০ টাকা, নগদ চাঁদা প্রাপ্তি ৮০০ টাকা, বিগত বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ১০০ টাকা, চলতি বছরের অগ্রমি চাঁদা প্রাপ্তি ৫০ টাকা, চলতি বছরের চাঁদা বাবদ আয় হবে-

    A
    ৯০০

    B
    ৯৫০

    C
    ১,০০০

    D
    ১,০৫০

    Note: চলতি বছরের চাঁদা বাবদ আয় নির্ণয়ের সুত্র হল- চলতি বছরের চাঁদা (আয়)= (মোট চাাঁদ প্রাপ্তি+বিগত বছরের অগ্রীম প্রাপ্তি চলতি বছরের বকেয়া চাঁদা এ বছর প্রাপ্তি) অতএব, চলতি বছরের চাঁদা আয়= (৮০০+১০০+৬০০)-(৫০+৫০০) (১,৫০০-৫৫০)=৯৫০ টাকা
    1. Report
  8. Question: প্রাপ্তি প্রদান হিসাবে মজুরী বাবদ প্রদান 50,000 টাকা, যার মধ্যে অগ্রীম মজুরী ২,০০০ টাকা। বৎসর শেষে মোট মজুরীর ১/৫ অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট বৎসরের মোট মজুরী ও বকেয়া মজুরীর পরিমাণ কত?

    A
    ৫০,০০০ ও ১০,০০০ টাকা

    B
    ৬০,০০০ ও ১০,০০০ টাকা

    C
    ৫০,০০০ ও ১২,৫০০ টাকা

    D
    ৬০,০০০০ ও ১২,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: চলতি বছর মজুরী বাবদ ১৫,৫০০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে অগ্রীম মজুরী প্রদান ২,০০০ টাকা ও গত বছরের মজুরী বকেয়া ৫০০ টাকা অন্তুর্ভুক্ত আছে। এ বছরের মজুরী বকেয়া ১,০০০ টাকা, গত বছর প্রদত্ত অগ্রীম মজুরী ১,২০০ টাকা। চলতি বছরের আয় ব্যয় হিসাবে মজুরীর বাবদ ব্যয় কত হবে-

    A
    ১৫,২০০ টাকা

    B
    ১৫,৫০০ টাকা

    C
    ১৫,৭০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: চলতি বছরের মজুরী ব্যয় নির্ণয়ের সূত্র হল- চলতি বছরের মজুরী বাবদ ব্যয়= (মোট মজুরী প্রদান+এ বছরের বকেয়া+গত বছর প্রদত্ত এ বছরের মজুরী)- (আগামী বছরের অগ্রীম প্রদান+গত বছরের বকেয়া মজুরী এ বছর প্রাপ্তি) অতএব, চলতি বছরের মজুরী ব্যয় = (১৫৫০০+১০০০+১২০০)-(২০০০+৫০০) = (১৭৭০০-২,৫০০) = ১৫,২০০ টাকা
    1. Report
  10. Question: চলতি বছরের আয় ব্যয় হিসাবে মজুরী খরচ বাবদ ১৫,৩০০ টাকা দেখানো হয়েছে। এর সাথে সমন্বয় সাধণ করা হয়েছে অগ্রীম মজুরী প্রদান ২,০০০ টাকা, গত বছরের বকেয়া মজুরী প্রদান ৫০০ টাকা, এ বছরের বকেয়া মজুরী ১,০০০ টাকা, গত বছরের বকেয়া মজুরী প্রদান ৫০০ টাকা, এ বছরের বকেয়া মজুরী ১,০০০ টাকা ও গত বছর প্রদত্ত অগ্রিম মজুরী ১,৪০০ টাকা। চলতি বছরের প্রাপ্তি ও প্রদান হিসাবে মজুরী বাবদ কত টাকা দেখা হয়েছে?

    A
    ১৫,৪০০

    B
    ১৫,৫০০

    C
    ১৫,৩০০

    D
    কোনটিই নয়

    Note: মজুরী বাবদ আয়-ব্যয় হিসাব+এ বছর নগদ প্রদান+এ বছরের বকেয়া মজুরী+গত বছর প্রদত্ত অগ্রিম মজুরী-এ বছর অগ্রিম প্রদান-গত বছরের বকেয়া মজুরী প্রদান বা ১৫,৩০০=এ বছর নগদ প্রদান+১,০০০+১,৪০০-২,০০০-৫০০ বা, এ বছর নগদ প্রদান=১৫,৩০০+১০০=১৫,৪০০ টাকা
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd