Question: চলতি বছর মজুরী বাবদ ১৫,৫০০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে অগ্রীম মজুরী প্রদান ২,০০০ টাকা ও গত বছরের মজুরী বকেয়া ৫০০ টাকা অন্তুর্ভুক্ত আছে। এ বছরের মজুরী বকেয়া ১,০০০ টাকা, গত বছর প্রদত্ত অগ্রীম মজুরী ১,২০০ টাকা। চলতি বছরের আয় ব্যয় হিসাবে মজুরীর বাবদ ব্যয় কত হবে-
A
B
C
D
১৫,২০০ টাকা
B
১৫,৫০০ টাকা
C
১৫,৭০০ টাকা
D
কোনটিই নয়
Note: চলতি বছরের মজুরী ব্যয় নির্ণয়ের সূত্র হল-
চলতি বছরের মজুরী বাবদ ব্যয়= (মোট মজুরী প্রদান+এ বছরের বকেয়া+গত বছর প্রদত্ত এ বছরের মজুরী)- (আগামী বছরের অগ্রীম প্রদান+গত বছরের বকেয়া মজুরী এ বছর প্রাপ্তি)
অতএব, চলতি বছরের মজুরী ব্যয় = (১৫৫০০+১০০০+১২০০)-(২০০০+৫০০)
= (১৭৭০০-২,৫০০)
= ১৫,২০০ টাকা