অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
 
  1. Question: চলতি বছর মজুরী বাবদ ১৫,৫০০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে অগ্রীম মজুরী প্রদান ২,০০০ টাকা ও গত বছরের মজুরী বকেয়া ৫০০ টাকা অন্তুর্ভুক্ত আছে। এ বছরের মজুরী বকেয়া ১,০০০ টাকা, গত বছর প্রদত্ত অগ্রীম মজুরী ১,২০০ টাকা। চলতি বছরের আয় ব্যয় হিসাবে মজুরীর বাবদ ব্যয় কত হবে-

    A
    ১৫,২০০ টাকা

    B
    ১৫,৫০০ টাকা

    C
    ১৫,৭০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: চলতি বছরের মজুরী ব্যয় নির্ণয়ের সূত্র হল- চলতি বছরের মজুরী বাবদ ব্যয়= (মোট মজুরী প্রদান+এ বছরের বকেয়া+গত বছর প্রদত্ত এ বছরের মজুরী)- (আগামী বছরের অগ্রীম প্রদান+গত বছরের বকেয়া মজুরী এ বছর প্রাপ্তি) অতএব, চলতি বছরের মজুরী ব্যয় = (১৫৫০০+১০০০+১২০০)-(২০০০+৫০০) = (১৭৭০০-২,৫০০) = ১৫,২০০ টাকা
    1. Report
  2. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ৪৭ জন সদস্যের চাঁদার হার সমান। ৫ জন সদস্য চলতি বচর সহ ৩ বছরের অগ্রিম চাঁদা ৩০০ টাকা পরিশোধ করে। ২ জন সদস্য চলতি বছর ও বিগত ২ বছরের বকেয়া ১২০ টাকা প্রাদন করে। চলতি বছরের আয়-ব্যয় হিসাব চাঁদা বাবদ কত টাকা দেখান হবে?

    A
    ৭০৫

    B
    ৯৪০

    C
    ১৪১০

    D
    কোনটিই নয়

    Note: ৫ জন সদস্য চলতি বছরসহ মোট ৩ বছরের অগ্রিম চাঁদা বাবদ প্রদান করে=৩০০ টাকা। অতএব, ১ জন সদস্য ১ বছরের চাঁদা বাবদ প্রদান করবে= `300/3XX5=20`টাকা মোট সদস্য সংখ্যা দ্বারা জন প্রতি চাঁদার পরিমাণকে গুণ করলেই চলতি বছরের চাঁদার পরিমাণ পাওয়া যাবে
    1. Report
  3. Question: xyz ক্লাবে ৫০০ জন সদস্য আছেন যাঁরা বার্ষিক ২০০ টাকা হারে চাঁদা দিয়ে থাকেন। ৫০ জন সদস্য ২০০৬ সালে ২০০৭ সালের চাঁদা অগ্রিম দিয়েছিল। ৩০ জন সদস্য ২০০৬ সালের চাঁদা ২০০৭ সালে পরিশোধ করে। ৪০ জন সদস্য ২০০৮ সালের চাঁদা অগ্রিম দিয়েছেন এবং ৬০ জন সদস্য ২০০৭ সালের চাঁদা পরিশোধ করেননি। ২০০৭ সালে চাঁদা বাবদ কত টাকা পাওয়া গেছে?

    A
    ৯০,০০০ টাকা

    B
    ৯২,০০০ টাকা

    C
    ৮৫,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: ২০০৭ সালে অগ্রণী যুবসংঘের ভাড়ার খরচ প্রদান করা হয় ৭৫,০০০ টাকা যার মধ্যে ৩,০০০ টাকা অগ্রিম রয়েছে ২০০৮ সালের জন্য। এ বছরের বকেয়া ভাড়া মোট ভাড়ার ১/৫ অংশ হবে। মোট ভাড়া ও বকেয়া ভাড়ার পরিমাণ হবে-

    A
    ৭৫,০০০ ও ১৫,০০০ টাকা

    B
    ৯০,০০০ ও ৩০,০০০ টাকা

    C
    ৯০,০০০ ও ১৮,০০০ টাকা

    D
    ৬৫,০০০ ও ১৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: প্রাপ্তি ও প্রদান হিসাবের জের সাধারণত প্রকাশ করে?

    A
    ক্রেডিট জের

    B
    যে কোন জের

    C
    ডেবিট জের

    D
    সবগুলি সঠিক

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাব সাধারণত ডেবিট জের প্রকাশ করে।
    1. Report
  6. Question: xyz ক্লাবে ৫০০ জন সদস্য আছেন যাঁরা বার্ষিক ২০০ টাকা হারে চাঁদা দিয়ে থাকেন। ৫০ জন সদস্য ২০০৬ সালে ২০০৭ সালের চাঁদা অগ্রিম দিয়েছিল। ৩০ জন সদস্য ২০০৬ সালের চাঁদা ২০০৭ সালে পরিশোধ করে। ৪০ জন সদস্য ২০০৮ সালের চাঁদা অগ্রিম দিয়েছেন এবং ৬০ জন সদস্য ২০০৭ সালের চাঁদা পরিশোধ করেননি। ২০০৭ সালে চাঁদা বাবদ কত টাকা পাওয়া গেছে?

    A
    ৯০,০০০ টাকা

    B
    ৯২,০০০ টাকা

    C
    ৮৫,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়?

    A
    চাঁদা

    B
    সুদ প্রাপ্তি

    C
    হল ভাড়া

    D
    পুরাতন সম্পত্তি বিক্রয়

    Note: প্রদত্ত option গুলোর মধ্যে পুরাতন সম্পত্তি বিক্রয় হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়ের অন্তর্গত।
    1. Report
  8. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হয়না

    A
    অবচয়

    B
    ধারে ক্রয়

    C
    বকেয়া আয়

    D
    অগ্রিম প্রাপ্ত আয়

    Note: প্রদত্ত Option গুলোর মধ্যে ধারে ক্রয় ছাড়া অন্যসবগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হয়।
    1. Report
  9. Question: কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি নয়?

    A
    ঋণ গ্রহণ

    B
    সরকারী অনুদান

    C
    আসবাবপত্র বিক্রয় লদ্ধ অর্থ

    D
    বিনিয়োগের সুদ প্রাপ্তি

    E
    অনাদায়ী বিনিয়োগ

    Note: ঋণগ্রহণ, সরকারি অনুদান প্রাপ্তি, আসবাবপত্র বা স্থায়ী সম্পদ বিক্রয় লদ্ধ অর্থ সবই মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু বিনিয়োগের সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়।
    1. Report
  10. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৎসরান্তের আয় কোথায় স্থানান্তর করা হয়-

    A
    মূলধন তহবিলে

    B
    এমাউন্ট মোট তহবিলে

    C
    সঞিতি তহবিলে

    D
    ক্রীড়া তহবিলে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd