আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: একটি ব্যতীত নিম্নের সবগুলো দ্বারা ত্বরৎি সম্পত্তি (তারল্য) অনুপাতের অগ্রগতি হয়

    A
    প্রাপ্য হিসাবের বৃদ্ধি

    B
    প্রদেয় হিসাবের হ্রাস

    C
    সাধারণ শেয়ার বিক্রি এবং বিক্রয়যোগ্য সিকিউরিটি ক্রয়

    D
    মজুদ পণ্যের বৃদ্ধি

    E
    কোনটিই নয়

    Note: আমরা জানি যে ত্বরিৎ অনুপাত বা তারল্য অনুপাত = ত্বরিৎ সম্পত্তি/ত্বরিৎ দায় প্রশটির সঠিক উত্তরে জন্য প্রদত্ত অপশনগুলোর মধ্যে (ক) অপশন টির ফলে আলোচ্য অনুপাতের বৃদ্ধি ঘটায় কারণ প্রাপ্য হিসাব হল ত্বরিৎ সম্পত্তি, যা বাড়লে ত্বরিৎ সম্পত্তি বাড়ে। অপশন (খ) এর দ্বারা উক্ত অুনপাতের অগ্রগতি হয় কারণ, প্রদেয় হিসাব যা ত্বরিৎ দায়ের অন্তর্ভুক্ত। আর এ দায় হ্রাস মানে ত্বরিৎ অনুপাতের হ্রাস। অপশন (গ) তে শেয়ার বিক্রি করলে নগদ টাকা বাড়ে, এবং সিকিউরিটিজ ক্রয় করলে স্বল্পমেয়াদী বিনিয়োগ বাড়ে ফলে ত্বরিৎ সম্পত্তি বৃদ্ধি পায় যা ত্বরিৎ অনুপাতকে প্রভাবিত করে। অর্থাৎ ত্বরিৎ অনুপাতের অগ্রগতি হয়। অপশন (ঘ) মজুদ পণ্য বৃৃদ্ধির ফলে ত্বরিৎ অনুপাতের উপর কোন প্রভাব পড়ে না, কারণ মুজদ পণ্যে চলতি সম্পদের অন্তর্গত, ত্বরিৎ সম্পদের নয়।
    1. Report
  2. Question: নিম্নের কোনটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে কম গুরুত্বপূর্ণ বাতিল

    A
    ত্বরিৎ বা এসিড টেস্ট অনুপাত

    B
    চলতি অনুপাত

    C
    দায় অনুপাত

    D
    পরিচালন কার্যক্রম হতে প্রাপ্ত নগদান প্রবাহ

    E
    উপরের কোনটিই নয়

    Note: অপশন ক. এ ত্বরিৎ অনুপাত= ত্বরিৎ সম্পত্তি/ত্বড়িৎ দায় এখানে ত্বরিৎ সম্পত্তি ও ত্বরিৎ দায় তারল্যের নির্দেশক। (ঘ) চলতি অনুপাতের উপাদানগুলো হল, সকল চলতি সম্পত্তি যেমন- নগদ টাকা, দেনাদার, ব্যাংক ইত্যাদি। চলতি দায় হল পাওনাদার, ব্যাংক ঋণ, প্রদেয় হিসাবসমূহ প্রভতি যা স্বল্পকালীন তারল্যের নির্দেশ করে। অপশণ (ঘ) নগদ প্রবাহ যা স্বল্পকালীণ তারল্যের পরিচয় বহ অপশন (গ) দায় অনুপাত হল-মোট দায় ও মোট সম্পত্তির অনুপাত যা স্বল্পকালীন তারল্য নির্দেশ করে না।
    1. Report
  3. Question: নিচের কোনটি চলতি সম্পদ নয়?

    A
    স্বল্পমেয়াদী বিনিয়োগ

    B
    প্রক্রিয়াধীন মালামাল

    C
    প্রাপ্য হিসাব সমূহ

    D
    প্রদেয় কর

    E
    অগ্রপ্রদত্ত বীমা প্রিমিয়াম

    Note: প্রশ্নটির জন্য প্রদত্ত অপশন গুলো একবার পড়া মাত্রই আমরা বুঝতে পারব যে, অপশন (ঘ) প্রদেয় কর যা দায়। এটি কোন সম্পদ নয়। যেহেতু প্রশ্নে সম্পদ (চলতি সম্পদ নয়) নয় চেয়েছে। (ঘ) ছাড়া বাকি সবগুলোই হল সম্পদ।
    1. Report
  4. Question: করোলা কোম্পানির ৩১,৫০০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫ঃ২ করোলার চলতি দায়ের পরিমাণ হল-

    A
    ১২,৬০০ টাকা

    B
    ৩১,৫০০ টাকা

    C
    ২১,০০০ টাকা

    D
    ৯,০০০ টাকা

    E
    ৭৮,৭৫০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: তারল্য অনুপাত নির্দেশ করে-

    A
    ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা

    B
    ব্যসায়ের সকল পরিচালনা অর্থায়নে আর্থিক সম্পদের প্রাপ্যতা

    C
    ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা

    D
    ব্যবসায়ের উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা

    E
    ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা

    Note: তারল্য বা ত্বরিৎ অনুপাত = তারল্য সম্পত্তি/ত্বারল্য দায় ব্যবসায়েল স্বল্পমেয়াদি আর্থিক স্বচ্ছলতা নির্ণয় করার জন্য তারল্য অনুপাত গুলো ব্যবহৃত হয়। তারল্য অনুপাত গুলো হল-চলতি অনুপাত, ত্বরিৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত প্রভৃতি। এ অনুপাত গুলো তারল্য দায়ের পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। অর্থাৎ তারল্য অনুপাত ব্যবসায়ের চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে।
    1. Report
  6. Question: কোন অনুপাতটি কারবারের দক্ষতার পরিচায়ক?

    A
    বিক্রিত মূল্যের উপর মুনাফার হার

    B
    মূলধনের উপর মুনাফার হার

    C
    প্রতি ঘন্টায় উৎপাদন

    D
    শেয়ার প্রতি লভ্যাংশ

    E
    চলতি অনুপাত

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে (ক) বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কারবারের দক্ষতার পরিচয় বহন করে সবচেয়ে বেশি। কারণ মোট মুনাফাকে নীঠ বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করে বিক্রয়ের উপর মোট মুনাফার হার নির্ণয় করা হয়ে থাকে। মোট মুনাফা যত বেশি হবে, বোঝা যাবে কারবারের বিক্রয় ব্যবস্থা তত বেশি দক্ষ।
    1. Report
  7. Question: স্কাইলার্ক কোম্পানির আয় বিবরণী থেকে নিম্নলিখিত তথ্যগুলো নেয়া হয়েছে? বিক্রয় ৬৪,২০,০০০ টাকা, প্রারম্ভিক মুজদ ৯,৮০,০০০ টাকা, ক্রয় ৪৫,৪০,০০০ টাকা, বছরান্তে মজুদ ১০,২০,০০০ টাকা। মজুদ পণ্যের আবর্তন হার হবে-

    A
    ৪.৫

    B
    ৬.২৯

    C
    ৪.৪১

    D
    ৬.৪১

    E
    ৪.৫৯

    Note: আমরা জানি মজুদ আবর্তন হার =বিক্রিত পণ্যের ব্যয়/গড় মজুদ=৪৫০০০০০/১০০০০০=৪.৫ বার এখানে বিক্রিয় দ্রব্যের ব্যয়=প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ/বৎরান্তে মজুদ =(৯,৮০,০০০+৪৫,৪০,০০০-১-,২০,০০০) টাকা (৫৫,২০,০০০-১০,২০,০০০)=৪৫,০০,০০০ টাকা। এবং গড় মজুদ= প্রারম্ভিক মুজদ+বৎসরান্তে মজুদ/২ = ৯,৮০,০০০+১০২০,০০০/২ =২০,০০,০০০/২=১০,০০০ টাকা
    1. Report
  8. Question: কোনটি স্বচ্ছলতা নির্দেশন অনুপাত?

    A
    চলতি অনুপাত

    B
    মুনাফার হার

    C
    ঋণ মলধন অনুপাত

    D
    সম্পদ আবর্তন হার

    E
    দ্রুত ও অনুপাত

    Note: কোম্পানির চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে (ক) চলতি অনুপাত, এটি হচ্ছে অনুপাত যা কারবারের দক্ষতার পরিচয় বহন করে (খ) মুনাফার অনুপাত, কারবারের দ্রুত দেনা বা ত্বরিৎ দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে (ঘ) দ্রুত অনুপাত যার অপর নাম ত্বরিৎ অনুপাত যা তারল্য অনুপাতের অন্তর্গত। সকল সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে কারবার/প্রতিষ্ঠানের দায় বা ঋণ পরিশোধের ক্ষমতা নির্দেশ করে (গ) ঋণ মূলধন অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত প্রভৃতি।
    1. Report
  9. Question: যদি একটি কোম্পানীর চলতি অনুপাত কমে যায় এবং ত্বরিত অনুপাত ভাল হয়, তবে নিচের কোনটি সবচেয়ে সম্ভাব্য ব্যাখা হবে?

    A
    মজুত পন্য কমেছে

    B
    মজুত পণ্য বেড়েছে

    C
    অতীতের তুলনায় দ্রুততার সাথে প্রাপ্যসমূহ আদায় হয়েছে

    D
    অতীতের তুলনায় ধীর গতিতে প্রাপ্যসমূহ আদায় হয়েছে

    E
    অগ্রপ্রদত্তসমূহ কমেছে

    Note: আমরা জানি, চলতি সম্পত্তি/চলতি দায় চলতি সম্পত্তির অন্তর্ভুক্ত হল, নগদ টাকা, ব্যাংক জমা, মজুদ পণ্য, অগ্রিমপ্রদতত্ত খরচাবলী, দেনাদার প্রাপ্যবিল ইত্যাদি। আবার ত্বরিত অনুপাত=ত্বরিত সম্পত্তি/ত্বরিত দায় ত্বরিত সম্পত্তি নির্ণয় করা হয় চলতি সম্পত্তি হতে মজুদপণ্য বাদ দিয়ে। সুতরাং, কোন কোম্পানির চলতি অনুপাত কমে গেলে এবং ত্বরিত অনুপাত ভাল হলে মনে করতে হবে যে এর মুজ পণ্যে প্রভাব পড়েছে বা কমে গেছে।
    1. Report
  10. Question: নিচের কোনটি তারল্য অনুপাত নয়?

    A
    সম্পদ আবর্তণ

    B
    চলতি অনুপাত

    C
    মজুদ আবর্তণ

    D
    প্রাপ্য হিসাব আবর্তন

    E
    এসিড টেস্ট অনুপাত

    Note: কোম্পানির তারল্য অনুপাত নির্ণয় করা হয় তার তারল্য দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য। এর অন্তর্গত অনুপাত গুলো হলো চিলতি অনুপাত, ত্বরিৎ/এসিড টেস্ট/দ্রুত অনুপাত, পাপ্য আবর্তণ অনুপাত, মজুদ আবর্তণ অনুপাত ইত্যাদি।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd