আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: এপেক্স লিঃ এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা; বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা; মোট মুনাফার হার ৩০%; প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা ৩১/১২/২০১১ তারিখের সমাপ্তি মজুদ ৮০,০০০ টাকা ও ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা। উক্ত ২০১১ সনের মজুদপণ্যের আবর্তনের সময় কত মাসে?

    A
    ১.১৬

    B
    ০.৯৬

    C
    ০.৮৪

    D
    ১.২

    E
    ১.০২

    Note: Not available
    1. Report
  2. Question: একটা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নোক্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে- দেনাদার ২৫,০০০ টাকা, অগ্রিম প্রদান ১০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা পাওনাদার ৮,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা, সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকরী মূলধন কত?

    A
    ৪২,০০০ টাকা

    B
    ৪৫,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৩০,০০০ টাকা

    E
    ২৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত-

    A
    নগদ লভ্যাংশ/নীট মুনাফা

    B
    নীট মুনাফা/নীট বিক্রয়

    C
    নীট বিক্রয়/গড় সম্পদ

    D
    মোট ঋণ/মোট সম্পদ

    E
    নীট আয়/গড় সম্পদ

    Note: পরিশোধিত আয়ের অনুপাত হলো=নগদ লভ্যাংশ/নীট মুনাফা
    1. Report
  4. Question: তারল্য অনুপাত দেখায়-

    A
    ফার্মের দায় পরিশোধ করার ক্ষমতা

    B
    মোট পরিচালন ব্যয় পরিশোধের জন্য আর্থিক সম্পদের প্রতুলতা

    C
    চলতি দায় পরিশোধের ক্ষমতা

    D
    ফার্মের উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা

    Note: তারল্য অনুপাতের অন্তর্ভুক্ত অনুপাতগুলো হল চলতি অনুপাত, ত্বরিৎ বা এসিড টেস্ট অনুপাত/দ্রুত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত প্রভৃতি সকল অনুপাত প্রতিষ্ঠানের/কারবারের চলতি দায়/ত্বরিৎ দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। সুতরাং বলা যায়, তারল্য অনুপাত প্রতিস্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা দেখায়।
    1. Report
  5. Question: মজুদ পণ্যের আবর্তন নির্ণয় করা হয়?

    A
    বিক্রয় রাজস্বকে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করে

    B
    ধারে বিক্রয়কে গড় মজুদ দ্বারা ভাগ করে

    C
    বিক্রীত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করে

    D
    গড় মজুদ পণ্যকে বিক্রীত পণ্যের ব্যয় দ্বারা ভাগ করে

    Note: মজুদ আবর্তণ নির্ণয় করার সূত্রটি হলো- মজুদ আবর্জন অনুপাত=বিক্রিত পণের ব্যয়/গড় মজুদ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করে মুজদ পণ্যের আবর্তণ নির্ণয় করা হয়।
    1. Report
  6. Question: ২০১৫ সনের ৩১ ডিসেম্বর ব্লাবার্ড কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫ঃ৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?

    A
    ৩,১৫,০০০ টাকা

    B
    ১,৮৯,০০০ টাকা

    C
    ৩১,৫০০ টাকা

    D
    ১,৫৭,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: একটি কোম্পানীর চলতি অনুপাত ১.৫ এবং কার্যকরী মূলধন ২৫,০০০ টাকার সমান। মোট চলতি দায় সমান হবে:

    A
    ৪৫,০০০ টাকা

    B
    ৩৭,৫০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: বোস কোম্পানরি চলতি সম্পত্তি ২৬০,০০০ টাকা মোট সম্পত্তি ৬০০,০০০ টাকা। চলতি দায় ১৭০,০০০ টাকা এবং মোট দায় ৩০০,০০০ টাকা। চলতি সম্পত্তির মধ্যে মজুদ পণ্য ও অগ্রপ্রদত্ত খরচ হচ্ছে যথাক্রমে ২৫,০০০ টাকা ও ১৫,০০০ টাকা। ত্বরিত অনুপাত কত?

    A
    ১.৫৬

    B
    ০.৮৭

    C
    ১.২৯

    D
    ১.১৫

    Note: কোম্পানির তড়িৎ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল- তড়িৎ অনুপাত= তড়িৎ সম্পত্তি/তড়িৎ দায়=২,২০০,০০০/১,৭০,০০০=১.২৯ এখানে, তড়িৎ সম্পত্তি =চলতি সম্পত্তি-মজুদপণ্য-অগ্রপ্রদত্ত খরচ =২,৬০,০০০-২৫,০০০-১৫,০০০=২,২০,০০০ টাকা। তড়িৎ দায়=চলতি দায়-ব্যাংকজমাতিরিক্ত =১,৭০,০০০-০০০ =১,৭০,০০০ টাকা।
    1. Report
  9. Question: যদি বাকিতে বিক্রয় ১৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা এবং দেনাদার আবর্তন হার ৫ হয়, তাহলে গড় দেনাদার কত?

    A
    ৩,০০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: জানা আছে দেনাদার আবর্তন হার= `নীট ধারে বিক্রয়/গড় দেনাদার` সুতরাং, গড় দেনাদার=`নীট ধারে বিক্রয়/দেনাদার আবর্তন হার`=`১৫,০০০/৫`=৩,০০০ টাকা
    1. Report
  10. Question: ২০১০ সালে কিবরিয়া কোম্পানি লিঃ এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা। কিবরিয়া লিঃ এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?

    A
    ৬.৩০ টাকা

    B
    ৫.০০ টাকা

    C
    ৭.৬৩ টাকা

    D
    ৬.০০ টাকা

    Note: সাধারণ শেয়ারহোল্ডার ব্যতীত অন্যান্য শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং অন্যান্য পাওনা শোধ দেয়ার পর যে লভ্যাংশ থাকে তাকে সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে শেয়ার প্রতি আয় নির্ণয় করা যায়। সুতরাং শেয়ার প্রতি আয়=`১২,০০,০০০-২,৫০,০০০/১,৯০,০০০`=৫.০০ অতেএব প্রশ্নটির জন্য সঠিক উত্তরে অপশন হলো খ।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd