আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: চলতি অনুপাতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের---সম্পর্কে ধারণা পাওয়া যায়।

    A
    তারল্য

    B
    আবর্তন

    C
    মুনাফা

    D
    সচ্ছলতার

    Note: চলতি অনুপাত=চলতি সম্পত্তি/চলতি দায়। অর্থাৎ চলতি অনুপাতের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।
    1. Report
  2. Question: মজুদ পণ্য ৬,০০০ টাকা, নগদ ২,০০০ টাকা, দেনাদার ১৩,০০০ টাকা, অগ্রিম প্রদত্ত২,৫০০ টাকা, পাওনাদার ৮,০০০ টাকা, প্রদেয় ভাড়া ৫,০০০ টাকা হলে চলতি অনুপাত কত?

    A
    ৩.৫৬ঃ১

    B
    ২ঃ১

    C
    ২.৬২ঃ১

    D
    ১.৮০ঃ১

    Note: Not available
    1. Report
  3. Question: গড় মজুত ৫০,০০০ টাকা, বিক্রয় ৮,০০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের উপর মুনাফার হার ২৫%: স্টক টার্নওবার কত?

    A

    B
    ০.২৫

    C
    ০.৩১২৫

    D
    ১২.৮

    Note: Not available
    1. Report
  4. Question: একটি কোম্পানির মোট মূলধন ৪,০০,০০০ টাকা, দীর্ঘমেয়াদী দায় ৫০,০০,০০০ টাকা, ব্যাংক ওভারড্রাফট ২০,০০০ টাকা, বিবিধ পাওনাদার ১,২০,০০০ টাকা হলে, উক্ত কোম্পানির ঋণ-মূলধন অনুপাত কত?

    A
    ৫০%

    B
    ৩৮%

    C
    ১২.৫%

    D
    ৮৩%

    Note: Not available
    1. Report
  5. Question: একটি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তির পরিমাণ ৪৫,০০০ টাকা এব চলতি দায় ১৫,০০০ টাকা। তরল অনুপাত ৩ঃ২ হলে, মজুদ মালের পরিমাণ কত?

    A
    ৩০০০ টাকা

    B
    ১৮,০০০ টাকা

    C
    ২৪,০০০ টাকা

    D
    ২২,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা, বছরের বিক্রয় ১,৬০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর ২৫% লাভ ধরে পণ্য বিক্রয় হয়। বছরের ক্রয় কত টাকা?

    A
    ১,২০,০০০ টাকা

    B
    ১,২৪,০০০ টাকা

    C
    ১,২৮,০০০ টাকা

    D
    ১,৩০,০০০ টাকা

    E
    ১,৩২,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল

    B
    পরোক্ষ কাঁচামাল

    C
    পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয়

    D
    প্রত্যক্ষ মজুরি

    E
    মেশিন অপারেটরের বেতন

    Note: পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল হতে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত যাবতীয় খরচ সমূহ উৎপাদন। সুতরাং প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে (ক), (খ), (গ) সবগুলোই উৎপাদন ব্যয়ের উপাদান। শুধুমাত্র অপশন (ঘ) পণ্য বিতরণ ভ্যানের অবচয় যা উৎপাদনের সাথে জড়িত নয়। ফলে এটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়।
    1. Report
  8. Question: নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়?

    A
    কারখানা সুপারভাইজার এর বেতন

    B
    বিজ্ঞান ব্যয়

    C
    কারখানা যন্ত্রপাতির অবচয়

    D
    মজুরি

    E
    কাঁচামাল আমদানির শুল্ক

    Note: পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত ব্যয় সমুহ হলো উৎপাদন ব্যয়ের উপাদান। যেমন-প্রত্যক্ষ বা পরোক্ষ কাঁচামালের ব্যয়, পরিবহণ খরচ, মজুরি প্রভৃতি। এখানে বিজ্ঞাপন ব্যয় পণ্য বণ্টন বা বিক্রয়ের জন্য প্রচার সংক্রন্ত করচ। ইহা উৎপাদন ব্যয় নয়।
    1. Report
  9. Question: বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ২০% হারে লাভ থাকলে পণ্যের বিক্রয়শূল্য কত?

    A
    ২০,১৬,০০০ টাকা

    B
    ১৩,৬০০ টাকা

    C
    ২১,০০০ টাকা

    D
    ২১,১৬০ টাকা

    E
    ২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখিত ব্যয়গুলি কর:

    A
    ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপর খরচ

    B
    ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও প্রত্যক্ষ খরচ

    C
    তৈরি পণের উৎপাদন ব্যয়

    D
    কালীন ব্যয় ও উৎপাদন ব্যয়

    E
    এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পণ্যের বিশিস্টতার উপর নির্ভর করে।

    Note: উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখতে হয় যে ব্যয়গুলো তা হল- ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি খরচ।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd