Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা, বছরের বিক্রয় ১,৬০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর ২৫% লাভ ধরে পণ্য বিক্রয় হয়। বছরের ক্রয় কত টাকা?
Note: পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল হতে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত যাবতীয় খরচ সমূহ উৎপাদন। সুতরাং প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে (ক), (খ), (গ) সবগুলোই উৎপাদন ব্যয়ের উপাদান। শুধুমাত্র অপশন (ঘ) পণ্য বিতরণ ভ্যানের অবচয় যা উৎপাদনের সাথে জড়িত নয়। ফলে এটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়।
Note: পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত ব্যয় সমুহ হলো উৎপাদন ব্যয়ের উপাদান। যেমন-প্রত্যক্ষ বা পরোক্ষ কাঁচামালের ব্যয়, পরিবহণ খরচ, মজুরি প্রভৃতি। এখানে বিজ্ঞাপন ব্যয় পণ্য বণ্টন বা বিক্রয়ের জন্য প্রচার সংক্রন্ত করচ। ইহা উৎপাদন ব্যয় নয়।
Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখিত ব্যয়গুলি কর:
A
ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপর খরচ
B
ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও প্রত্যক্ষ খরচ
C
তৈরি পণের উৎপাদন ব্যয়
D
কালীন ব্যয় ও উৎপাদন ব্যয়
E
এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পণ্যের বিশিস্টতার উপর নির্ভর করে।
Note: উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখতে হয় যে ব্যয়গুলো তা হল- ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি খরচ।