আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: মনে কর, নাভানা লিঃ এর প্রারম্ভিক মজুদ ৮,০০০ টাকা, ক্রয় ৫,০০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় পরিবহন ৩,০০০ টাকা, ক্রয় বাট্টা ৫,০০০ টাকা, সমাপনি মজুদ পণ্য ৭০,০০০ টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত?

    A
    ৫,১৬,০০০ টাকা

    B
    ৫,১৯,০০০ টাকা

    C
    ৫,২১,০০০ টাকা

    D
    ৫,২৪,০০০ টাকা

    Note: এখানে, নাভানা লি: এর বিক্রীতপণ্যের ব্যয়=প্রারম্ভিক মজুদ+ক্রয়+ক্রয় পরিবহন-ক্রয় ফেরত-ক্রয় বাট্টা-সমাপনি মজুদপণ্য=৮০,০০০+৫,০০,০০০+১৬,০০০-৫০০০-৭০০০=৫,১৬,০০০ টাকা।
    1. Report
  2. Question: ১০ ইউনিট এর উপাৎদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা আশা করে, তাহলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত হবে?

    A
    ২৫ টাকা

    B
    ৩০ টাকা

    C
    ২৫.৫০ টাকা

    D
    ২৭ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: মোট ব্যয়ের সঙ্গে কোনটি যোগ করলে বিক্রয়মূল্য পাওয়া যায়?

    A
    প্রশাসনিক খরচ

    B
    বিক্রয় খরচ

    C
    প্যাকেজিং ও পরিবহণ খরচ

    D
    মুনাফা

    Note: Not available
    1. Report
  4. Question: মুখ্যব্যয় কোনটি?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল+পরোক্ষ শ্রম+প্রত্যক্ষ খরচ

    B
    প্রত্যক্ষ কাঁচমাল+প্রত্যক্ষ শ্রম+প্রত্যক্ষ খরচ

    C
    প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ শ্রম+অন্যান্য পরোক্ষ খরচ

    D
    কোনটিই সত্য নয়

    Note: পণ্য দ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত প্রত্যক্ষ খরচসমূহের সমন্বয়ের মাধ্যমে মূখ্য ব্যয় নির্ধারণ করা হয়। অর্থাৎ মূখ্য ব্যয় হল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ও প্রত্যক্ষ খরচের বিয়োগফল
    1. Report
  5. Question: মোট ক্রয় ৪,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৬,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয়ের উপর মুনাফা ২৫%, বিক্রয় ১১,২৫০ সমাপনী মজুদ কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১,০০০ টাকা

    C
    ২,০০০ টাকা

    D
    ২,৩২৫ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: মজুত পণ্য হিসাবের ক্ষেত্রে প্রতিটি বিক্রয়ের সময় যে পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে দেখানো হয় তাকে বলা হয়-

    A
    পণ্যমজুদ হিসাব পদ্ধতি

    B
    পারপিচুয়াল মজুদ পদ্ধতি

    C
    সময়ান্তিক মজুদ পদ্ধতি

    D
    প্রধান মজুদ পদ্ধতি

    Note: মজুদ পণ্য হিসাবের ক্ষেত্রে প্রতিটি বিক্ররে সময় যে পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে মজুদ পণ্যকে দেখানো হয় তাকে বলা হয়-পারপিচ্যুয়াল পদ্ধতি।
    1. Report
  7. Question: আর্থিক অবস্থা বিবরণী বলতে কয়টি বিবরণীকে বোঝানো হয়?

    A
    ১ টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪ টি

    Note: Not available
    1. Report
  8. Question: আর্থিক বিবরণী বিশ্লেষণে উপস্থাপন করার কৌশল বা পদ্ধতি কত প্রকার?

    A
    ২ প্রকার

    B
    ৩ প্রকার

    C
    ৪ প্রকার

    D
    ৬ প্রকার

    Note: Not available
    1. Report
  9. Question: দীর্ঘমেয়াদী সচ্ছলতা, মূলধন কাঠামো এবং লাভজনক অবস্থা নির্ণয়ের জন্য তথ্য-উপাত্ত বিশ্লেশণ করাকে বলে-

    A
    আর্থিক বিবরণী

    B
    আয় বিবরণী

    C
    অনুপাত বিশ্লেষণ

    D
    আর্থিক অবস্থা বিবরণী

    Note: Not available
    1. Report
  10. Question: আর্থিক অবস্থা বিবরণী বিশ্লেষণের প্রাথমিক পর্যায় কোনটি?

    A
    অনুপাত বিশ্লেষণ

    B
    নগদা প্রবাহ বিশ্লেষণ

    C
    উৎপাদন ব্যয় নির্ণয়

    D
    তহবিল প্রবাহ বিবরণী

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd