আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: যে বিবরণী থেকে ব্যবসায়ের ফলাফল ও আর্থিক অবস্থার ধারণা পাওয়া যায়-

    A
    নগদ প্রবাহ বিবরণী

    B
    বিশদ আয় বিবরণী

    C
    আর্থিক অবস্থা বিবরণী

    D
    আর্থিক বিবরণী বিশ্লেষণ

    Note: Not available
    1. Report
  2. Question: আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো-

    A
    সম্পত্তি দায়ের সটিক তথ্য সরবরাহ করা

    B
    তারল্যনীতি বজায় রাখার ক্ষমতা সম্পর্কে অবহিত করা

    C
    লাভ-লোকসান অর্জন ক্ষমতা পর্যালোচনা করা

    D
    ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা

    Note: Not available
    1. Report
  3. Question: সময়মতো চলতি দায় পরিশাধ করতে পারলে সন্তোষজনক বলে বিবেচিত হয়-

    A
    চলতি দায়

    B
    চলতি সম্পদ

    C
    তরল সম্পদ

    D
    প্রতিষ্ঠানের তারল্য

    Note: Not available
    1. Report
  4. Question: চলতি অনুপাতের পরিমাণ যত বেশি হবে, তত বেশি হবে-

    A
    চলতি মূলধন

    B
    চলতি সম্পদ

    C
    চলতি দায়

    D
    ত্বরিত সম্পদ

    Note: Not available
    1. Report
  5. Question: স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাত বলা হয়-

    A
    ত্বরিত অনুপাতকে

    B
    চলতি মূলধনকে

    C
    চলতি অনুপাতকে

    D
    চলতি মূলধন অনুপাতকে

    Note: Not available
    1. Report
  6. Question: চলতি সম্পদকে নগদ অর্থে রূপান্তর করতে হলে অপেক্ষা করতে হয়-

    A
    ১ মাস পর্যন্ত

    B
    ৬ বছর পর্যন্ত

    C
    ১ বছর পর্যন্ত

    D
    একটি নির্দিস্ট সময় পর্যন্ত

    Note: Not available
    1. Report
  7. Question: চলতি অনুপাত আদর্শ অনুপাতের চেয়ে বেশি হওয়া-

    A
    কাম্য

    B
    অত্যাবশ্যক

    C
    কাম্য নয়

    D
    প্রয়োজন

    Note: Not available
    1. Report
  8. Question: সাধারণত মোট দেনাদারের নিকট হতে প্রাপ্য টাকা ও অনাদায়ী পাওনার অনুপাতের আদর্শ গড় মান কত?

    A
    ১%-৫%

    B
    ৫%-১০%

    C
    ৬%-১৫%

    D
    ১০%-১৫%

    Note: Not available
    1. Report
  9. Question: সারধাণ শেয়ার মালিকদের মূলধন এবং স্থির খরচযুক্ত ঋনের মাত্রা নির্ণয়ের জন্য কোন অনুপাত নির্ণয় করা হয়?

    A
    দেনাদার আবর্তণ অনুপাত

    B
    পাওনাদার আবর্তন অনুপাত

    C
    মূলধন আবর্তন অনুপাত

    D
    মূলধন গিয়ারিং অনুপাত

    Note: Not available
    1. Report
  10. Question: বিক্রয় হারের সাথে বিক্রয় ও বণ্টন-সংক্রান্ত ব্যয়ের সম্পর্ক কোন অনুপাত দ্বারা জানা যায়?

    A
    কার্যকরী মূলধন অনুপাত

    B
    বিক্রয় ও বন্টন ব্যয় অনুপাত

    C
    মজুদ আবর্তন অনুপাত

    D
    মোট লাভ অনুপাত

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd