Question: কোন কোম্পানির নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা এবং গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মোট মুনাফা কত?
Question: প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা নিচের কোন অনুপাত নির্দেশ করে?
A
অগ্নি পরীক্ষার অনুপাত
B
চলতি অনুপাত
C
সুদ কভারেজ অনুপাত
D
মোট সম্পদ আবর্তন হয়
Note: প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা প্রকাশ করার জন্য স্বচ্ছলতার অনুপাতগুলো নির্ণয় করা হয়। এক্ষেত্রে চলতি ও অগ্নিপরীক্ষার অনুপাত দুটির মধ্যে অগ্নিপরীক্ষার অনুপাত অধিক কার্যকর।
Question: মুনাফাযোগ্যতা নিরূপণে কোন অনুপাত বিবেচিত হয় না?
A
মুনাফা মার্জিন
B
সম্পত্তির উপর উপার্জন হার
C
ইক্যুইটির উপর উপার্জন হার
D
দায়-মূরধন অনুপাত
Note: মুনাফা যোগ্যতা নিরূপনে মুনাফাকে বিভিন্ন একক দ্বারা ভাগ করা হয়। এখানে, মুনাফা মার্জিন, সম্পত্তির উপর উপার্জন হার, ইক্যুইটির ওপর উপর্জন হার মুনাফা যোগ্যতা প্রকাশ করে।