আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: কোন কোম্পানির নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা এবং গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মোট মুনাফা কত?

    A
    ১০%

    B
    ৫%

    C
    ২৫%

    D
    ২০%

    Note: Not available
    1. Report
  2. Question: প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা নিচের কোন অনুপাত নির্দেশ করে?

    A
    অগ্নি পরীক্ষার অনুপাত

    B
    চলতি অনুপাত

    C
    সুদ কভারেজ অনুপাত

    D
    মোট সম্পদ আবর্তন হয়

    Note: প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা প্রকাশ করার জন্য স্বচ্ছলতার অনুপাতগুলো নির্ণয় করা হয়। এক্ষেত্রে চলতি ও অগ্নিপরীক্ষার অনুপাত দুটির মধ্যে অগ্নিপরীক্ষার অনুপাত অধিক কার্যকর।
    1. Report
  3. Question: ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে রহিম ট্রেডার্সের হিসাব নিচের তথ্য দেখাচ্ছে; প্রারম্ভিক মজুদ ৯০,০০০ টাকা; সমাপনী মজুদ ৭০,০০০ টাকা; সমাপনী মজুদ ৭০,০০০ টাকা; বিক্রিত পণ্যের ব্যয় ৬৬০,০০০ টাকা এবং ৯০০,০০০ টাকা। রহিম ট্রেডার্সের ২০১২ সনে মজুদের দিন ছিল:

    A
    ৩৮.৮ দিন

    B
    ৬৪ দিন

    C
    ৫০ দিন

    D
    ৪৪ দিন

    Note: Not available
    1. Report
  4. Question: মুনাফাযোগ্যতা নিরূপণে কোন অনুপাত বিবেচিত হয় না?

    A
    মুনাফা মার্জিন

    B
    সম্পত্তির উপর উপার্জন হার

    C
    ইক্যুইটির উপর উপার্জন হার

    D
    দায়-মূরধন অনুপাত

    Note: মুনাফা যোগ্যতা নিরূপনে মুনাফাকে বিভিন্ন একক দ্বারা ভাগ করা হয়। এখানে, মুনাফা মার্জিন, সম্পত্তির উপর উপার্জন হার, ইক্যুইটির ওপর উপর্জন হার মুনাফা যোগ্যতা প্রকাশ করে।
    1. Report
  5. Question: কোন অনুপাত তারল্য পরিমাপক করে না?

    A
    চলতি অনুপাত

    B
    সম্পত্তির আবর্তন হার

    C
    প্রাপ্য হিসাব আবর্তন হার

    D
    মজুদ আবর্তন হার

    Note: এখানে সম্পত্তির আবর্তন হার তার‌ল্য পরিমাপ করে না।
    1. Report
  6. Question: Liquidity Ratio কি নির্দেশ করে?

    A
    ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা

    B
    ব্যবসায়ের চলতি দায় পরিশোধ ক্ষমতা

    C
    ব্যবসায়ের উন্নয়ন ব্যয় পরিশোধ ক্ষমতা

    D
    ব্যবসায়ের দীর্ঘ মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা

    Note: Liquidity Ratio বা চলতি অনুপাত ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে।
    1. Report
  7. Question: কোন অনুপাতটি তারল্য পরিমাপ করে-

    A
    মূলধনের উপর মুনাফার হার

    B
    সম্পত্তির উপার্জন হার

    C
    প্রান্তিক মুনাফা হার

    D
    চলতি অনুপাত

    Note: তারল্য পরিমাপক অনুপাতগুলো হলো চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, চলতি মূলধন অনুপাত প্রভৃতি।
    1. Report
  8. Question: নগদ ৯০০০ টাকা, সমাপনী মজুতপণ্যের ১৫,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, সুনাম ৭,০০০ টাকা, প্রাপ্য বিল ৬০০০ টাকা হলে ত্বরিত অনুপাত কত?

    A
    ১ঃ১

    B
    ১৫ঃ১

    C
    ২ঃ১

    D
    ৩ঃ১

    Note: Not available
    1. Report
  9. Question: বিক্রয় ২,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা, মূলধন ৫,০০,০০০ টাকা, মোট লাভ ৬০,০০০ টাকা হলে মোট লাভ অনুপাত-

    A
    ১২%

    B
    ৬০%

    C
    ৪০%

    D
    ৩০%

    Note: Not available
    1. Report
  10. Question: মোট বিক্রয় ৪,০০,০০০ টাকা, বিক্রয়ের উপর মোট লাভ ২০%, গড় মজুদ ৫০,০০০ টাকা। মজুদ আবর্তন কত?

    A
    ৫০ দিন

    B
    ৫৭ দিন

    C
    ৬২ দিন

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd