আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: নীট বিক্রয়২১,০০০ টাকা, লাভ ক্রয় মূল্যের উপর ২৫% প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা। মজুদ আবর্তন অনুপাত কত?

    A
    ৬.৭২

    B
    ৬.৩

    C
    ৩.৩৬

    D
    ৩.১৫

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতার মূল্যায়ন করে?

    A
    চলতি অনুপাত

    B
    এ্যাসিড টেস্ট অনুপাত

    C
    ক ও খ উভয়ই

    D
    কোনটিই নয়

    Note: চলতি অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করে। ত্বরিত বা এসিডটেস্ট অনুপাত প্রতিষ্ঠানের ত্বরিত দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করে।
    1. Report
  3. Question: একটি কোম্পানির চলতি অনুপাত ২ঃ৫ এবং চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা হলে চলতি দায় কত?

    A
    ৭,৫০,০০০ টাকা

    B
    ৬,০০,০০০ টাকা

    C
    ৬,৬০,০০০ টাকা

    D
    ১,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: দীর্ঘমেয়াদী দায় ২০,০০০ টাকা; চলতি সম্পত্তি ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ঃ২ হলে মোট দায়কত?

    A
    ২০,০০০ টাকা

    B
    ২৫,০০০ টাকা

    C
    ৩০,০০০ টাকা

    D
    ৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: স্থায়ী সম্পত্তি ৬,০০,০০০ টাকা, কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা এবং চলতি দায় ১,০০,০০০ টাকা হলে মোট সম্পত্তি কত?

    A
    ১০,০০,০০০ টাকা

    B
    ৪,০০,০০০ টাকা

    C
    ৮,০০,০০০ টাকা

    D
    ৩,০০,০০০ টাকা

    Note: কার্যকরী মূরধন=চলতি সম্পত্তি-চলতিদায় বা চলতি সম্পত্তি=কার্যকরী মূলধন+চলতি দায় =৩,০০,০০০+১,০০,০০০=৪,০০,০০০ টাকা মোট সম্পত্তি=স্থায়ী সম্পত্তি+চলতি সম্পত্তি=৬,০০,০০০+৪,০০,০০০ =১০,০০,০০০ টাকা।
    1. Report
  6. Question: একটি কোম্পানীর চলতি দায় ২০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ঃ২। ঐ কোম্পানির নীট কার্যকরী মূলধন হল-

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৪০,০০০ টাকা

    C
    ৩০,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি দিয়ে অনুপাতের উন্নতি হবে না-

    A
    অতিরিক্ত স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ

    B
    পণ্য ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ঋণপত্র বিক্রয়

    C
    স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের জন্য সাধারণ শেয়ার বিক্রয়

    D
    পাওনাদারকে পরিশোধের জন্য স্থায়ী সম্পত্তি বিক্রয়

    Note: স্থায়ী সম্পত্তি ক্ররে জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করা হলে, স্থায়ী সম্পত্তি ও চলতি দায় (স্বল্পমেয়াদী ঋণ) বৃদ্ধি পায় ফলে, চলতি অনুপাতের কোনো উন্নতি হবে না।
    1. Report
  8. Question: বিনিয়োগের উপর লাবের হার নির্ণয় করা হয়-

    A
    নীট মুনাফা/গড় মোট সম্পত্তি

    B
    নীট মুনাফা/মোট বিক্রয়

    C
    নীট মুনাফা/গড় মোট মূলধন

    D
    বিক্রয/গড় মোট সম্পত্তি

    Note: Not available
    1. Report
  9. Question: নীট সম্পত্তি বলতে বুঝায়?

    A
    চলতি সম্পত্তি বাদ চলতি দায়

    B
    মূলধন বাদে মোট সম্পত্তি

    C
    মোট সম্পত্তি বাদ মোট দায়

    D
    মোট সম্পত্তি বাদ চলতি দায়

    Note: সম্পত্তি বলতে মোট সম্পত্তি হতে মোট দায় বিয়োগ করাকে বোঝায়।
    1. Report
  10. Question: বিনিয়োগের উপর লাভের হার নির্ণয় করা হয়-

    A
    নীট মুনাফা/গড় মোট সম্পত্তি

    B
    নীট মুনাফা/মোট বিক্রয়

    C
    নীট মুনাফা/গড় মোট মূলধন

    D
    বিক্রয/গড় মোট সম্পত্তি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd