উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ টাকা, পণ্য ক্রয় ৩৭,৫০০ টাকা, ক্রয় ফেরত ২,৫০০ টাকা, আমদানী শুল্ক ৫,০০০ টাকা, বিক্রয় ৬০,০০০ টাকা, মার্ক আপ এর হার ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত?

    A
    ৭,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ২,৫০০ টাকা

    D
    ৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: `Factoring' শব্দটি নিচের কোনটির সাথে সামঞ্জস্য পূর্ণ?

    A
    প্রাপ্য হিসাব

    B
    মজুদ পণ্য

    C
    ব্যাংক তহবিল

    D
    সাধারণ সঞ্চিতি

    Note: Factoring শব্দটি মজুদ পন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
    1. Report
  3. Question: মোট মুনাফা হলো-

    A
    বিক্রয়মূল্য ও পরিচালণ ব্যয়ের পার্থক্য

    B
    বিক্রয়মূল্য ও বিক্রীতদ্রব্যের উৎপাদন ব্যয়ের পার্থক্য

    C
    বিক্রীত দ্রব্যের উৎপাদন ব্যয় ও পরিচালণ ব্যয়ের পার্থক্য

    D
    কোনটিই নয়

    Note: বিক্রয়মূল্য হতে বিক্রীতপণ্যের উৎপাদন ব্যয় বা বিক্রীত পণের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নীর্ণিত হয়।
    1. Report
  4. Question: নীচে প্রদত্ত তথ্য থেকে বিক্রীত পণ্যের মূল্য নির্ধারণ করঃ বিক্রয় ১৬,৪০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২৬,০০ টাকা, ক্রয় ১২,৮০০ টাকা, সমাপনী মজুদ ১৮০০ টাকা এবং অন্তর্মুখী পরিবহণ খরচ ৪০০ টাকা-

    A
    ১৩,৬০০ টাকা

    B
    ১৪,০০০ টাকা

    C
    ১৪,৪০০ টাকা

    D
    ১৪,১০০ টাকা

    Note: আমরা জানি যে, বিক্রীত পণ্যের ব্যয় =ক্রয়+প্রারম্ভিক মজুদ+ক্রয় পরিবহণ বা আন্ত পরিবহণ-সমাপনী মুজদ =১২,৮০০+২৬০০+৪০০-১৮০০=১৪০০০ টাকা।
    1. Report
  5. Question: কোন দ্রব্যর অতিরিক্ত এক একক তৈরী করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলে-

    A
    উৎপাদন ব্যয়

    B
    অতিরিক্ত ব্যয়

    C
    প্রান্তিক ব্যয়

    D
    মাত্রাতিরিক্ত ব্য

    Note: কোন দ্রব্যের অতিরিক্ত এক একক তৈরি করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।
    1. Report
  6. Question: কুঋণ কোন ধরনের ব্যয়ের উদাহরণ?

    A
    পরিচালন ব্যয়

    B
    অগ্রীম ব্যয়

    C
    বকেয়া ব্যয়

    D
    কোন ব্যয়ের উদাহরণ নয়

    Note: কু-ঋণকে পরিচালন ব্যয় হিসেবে গণ্য করা হয়
    1. Report
  7. Question: ব্যয়ের উপর মুনাফার হার ৩৫% হলে, মুনাফা ও বিক্রয়ের অনুপাত কোনটি?

    A
    ১০০:৩৫

    B
    ৩৫:১০০

    C
    ১৩৫:৩৫

    D
    ৩৫:১৩৫

    Note: ব্যয়ের উপর মুনাফার হার ৩৫% অর্থাৎ ব্যয় ১০০ টাকা হলে মুনাফা ৩৫ টাকা জানা আছে, বিক্রয়=ব্যয়+মুনাা=১০০+৩৫=১৫ অর্থাৎ, মুনাফা ও বিক্রয়ের অনুপাত=৩৫:১৩৫
    1. Report
  8. Question: একটি প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ পণ্য ৬০,০০০ টাকা, পণ্য ক্রয় ৩,৮০,০০০ টাকা এবং সমাপনী পণ্য ৫০,০০০ টাকা হলে উৎপাদিত পণ্যের ব্যয়

    A
    ৩,৩০,০০০ টাকা

    B
    ৩,৭০,০০০ টাকা

    C
    ৩,৯০,০০০ টাকা

    D
    ৪,২০,০০০ টাকা

    Note: উৎপাদিত পণ্যের ব্যয়=প্রাঃ মজুদ+ক্রয়-সমাপনীমজুদ=৬০,০০০+২,৮০,০০০-৫০,০০০ =৩,৯০,০০০ টাকা
    1. Report
  9. Question: কুঋণ কোন ধরনের ব্যয়ের উদাহরণ?

    A
    পরিচালন ব্যয়

    B
    অগ্রীম ব্যয়

    C
    বকেয়া ব্যয়

    D
    কোন ব্যয়ের উদাহরণ নয়

    Note: কু-ঋণকে পরিচালন ব্যয় হিসেবে গণ্য করা হয়
    1. Report
  10. Question: ক্রেতার ফরমায়েশ অনুসারে পণ্য প্রস্তুত করা হলে উক্ত হিসাবকে বলে:

    A
    জব ব্যয় হিসাব

    B
    প্রক্রিয়া ব্যয় হিসাব

    C
    পরিচালণ ব্যয় হিসাব

    D
    কোনটি নয়

    Note: ক্রেতার ফরমায়েশ অনুসারে যদি বিক্রেতা পণ্য প্রস্তুত করে তবে উক্ত হিসাবকে বলা হয় জব ব্যয় হিসাব।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd