উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: ক্রেতার ফরমায়েশ অনুসারে পণ্য প্রস্তুত করা হলে উক্ত হিসাবকে বলে:

    A
    জব ব্যয় হিসাব

    B
    প্রক্রিয়া ব্যয় হিসাব

    C
    পরিচালণ ব্যয় হিসাব

    D
    কোনটি নয়

    Note: ক্রেতার ফরমায়েশ অনুসারে যদি বিক্রেতা পণ্য বিক্রেতা পন্য প্রস্তুত করে তবে উক্ত হিসাবকে বলা হয় জব ব্যয় হিসাব
    1. Report
  2. Question: প্রত্যক্ষ কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ১০,০০০ টাকা, পরোক্ষ মজুরী ৫,০০০ টাকা এবং প্রত্যক্ষ খরচ ৫,০০০ টাকা হলে মূখ্য ব্যয় কত?

    A
    ৩৫,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৪০,০০০ টাকা

    D
    ২৫,০০০ টাকা

    Note: মূখ্যব্যয় হল যাবতীয় প্রত্যক্ষ করচের সমষ্টি। মূখ্যব্যয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরী+অন্যান্য প্রত্যক্ষ খরচ = (২০,০০০+১০,০০০+৫,০০০)=৩৫,০০০ টাকা।
    1. Report
  3. Question: বিনকার্ড থেকে কি জানা যায় না?

    A
    মজুত মালের মূল্য

    B
    মজুত মালের পরিমাণ

    C
    তারিখসহ মাল প্রাপ্তি

    D
    মালের নির্গমন

    Note: বিনকার্ডে সাধারণত প্রতিটি দ্রবের মজুদ স্তরগুলোর সাধারণ ক্রয়ের পরিমাণ, মালের প্রাপ্তি, বিলি এবং জের সংক্রান্ত বিষয় উল্লেখ থাকে। সুতরাং বিনকার্ড হতে আমরা মজুদ মালের মূল্য সম্পর্কে জানতে পারি না।
    1. Report
  4. Question: প্রত্যক্ষ কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ১০,০০০ টাকা, পরোক্ষ মজুরী ৫,০০০ টাকা এবং প্রত্যক্ষ খরচ ৫,০০০ টাকা হলে মূখ্য ব্যয় কত?

    A
    ৩৫,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৪০,০০০ টাকা

    D
    ২৫,০০০ টাকা

    Note: মূখ্যব্যয় হল যাবতীয় প্রত্যক্ষ করচের সমষ্টি। মূখ্যব্যয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরী+অন্যান্য প্রত্যক্ষ খরচ = (২০,০০০+১০,০০০+৫,০০০)=৩৫,০০০ টাকা।
    1. Report
  5. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রীয় পন্যের ব্যয় ৬,০০,০০০ টাকা, বিক্রয় মূল্যের উপর মোট লাভের হার ২০% হলে বিক্রয় মূল্য:

    A
    ৬,৫০,০০০ টাকা

    B
    ৬,৭৫,০০০ টাকা

    C
    ৭,২০,০০০ টাকা

    D
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  6. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রীয় পণ্যের ব্যয় ৬,০০,০০০ টাকা, বিক্রয় মূল্যের উপর মোট লাভের হার ২০% হলে বিক্রয় মূল্য:

    A
    ৬,৫০,০০০ টাকা

    B
    ৬,৭৫,০০০ টাকা

    C
    ৭,২০,০০০ টাকা

    D
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  7. Question: মূখ্য ব্যয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হয় না-

    A
    প্রত্যক্ষ শ্রম

    B
    প্রত্যক্ষ ব্যয়

    C
    ব্যবহৃত কাঁচামাল

    D
    কারখানা উপরি ব্যয়

    Note: মূখ্য ব্যয়=ব্যবহৃত কাঁচামাল+প্রত্যক্ষ শ্রম+অন্যান্য প্রত্যক্ষ বয়। অতএব, কারখানা উপরি খরচ মূখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। কারখানা বা উৎপাদন ব্যয় নির্ণয়ে এটি ব্যবহৃত হয়।
    1. Report
  8. Question: পঞ্চাশ একক দ্রব্য উৎপাদন খরচঃ কাাঁচামাল টাকা ৩০০০, মজুরি ১০০০ কারখানা উপরিখরচ মজুরীর ৬০% বিক্রয় খরচ একক প্রতি ৩ টাকা। প্রতি একক কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে।

    A
    টাকা ১০৪

    B
    টাকা ১২৪

    C
    টাকা ১১৪

    D
    টাকা ১৪০

    Note: এখানে মোট ব্যয়=কাঁচামাল+মজুরি+কারখানা উপরি খরচ+বিক্রয় উপরিখরচ=৩,০০০+১,০০০+ (১,০০০x৬০%)+(৫০x)=৪৭৫০ টাকা। আবার, বিক্রয়মূল্য=মোট ব্যয়+মুনাফা=৪৭৫০+(৪৭৫x২০%)=৫৭০০ টাকা। অতএব, এককপ্রতি বিক্রয়শূল্য=৫৭০০ভাগ৫০=১১৪ টাকা।
    1. Report
  9. Question: মোট চাঁদা প্রাপ্তি ৩২,৭০০ তন্মধ্যে বিগত বছরের ২৫,০০, আগামী বছরের টাকা ৪৫০০, চলতি বছরের অনাদায়ী চাঁদা টাকা ৫০০০ হলে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ ক্রেডিট হবে-

    A
    ৩২৭০০ টাকা

    B
    ৩৫২০০ টাকা

    C
    ৩৭৭০০ টাকা

    D
    ৩০৭০০ টাকা

    Note: এখানে চলতি বছরের চাঁদা আয়=মোট চাঁদা প্রাপ্তি-বিগত বছরের প্রাপ্তি-আগামী বছরের চাঁদা প্রাপ্তি+চলতি বছরের অনাদায়ী৩২,৭০০-২,৫০০-৪,৫০০+৫,০০০=৩০,৭০০ টাকা
    1. Report
  10. Question: পরিবর্তনশীল ব্যয় প্রতি একক উৎপাদন-

    A
    স্থির থাকে

    B
    হ্রাস পায়

    C
    বৃদ্ধি পায়

    D
    পরিবর্তিত হয়

    Note: পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে অপর দিকে স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তিত হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd