উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: মোট ক্রয় টাকা ৪,০০০; প্রারম্ভিক মজুদ টাকা ৬,০০০; বিক্রিত পণ্যের উপর মুনাফা ২৫%; বিক্রয় টাকা ১১,২৫০ হলে, সমাপনী মজুদ হবে-

    A
    ৫০০০ টাকা

    B
    ১,০০০ টাকা

    C
    ১,২৫০ টাকা

    D
    ২,৩২৫ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: প্রারম্ভিক মজুদ ২৮,০০০ টাকা, ক্রয় ৮৪,০০০ টাকা, বিক্রয় ১,৩৬,০০০ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদ হবে-

    A
    ১০,০০০ টাকা

    B
    ৩,২০০ টাকা

    C
    ১৩,২০০ টাকা

    D
    ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: সম্পত্তি ক্রয়ের জন্য অর্থের দ্বারা পরিমাপযোগ্য যে ত্যাগ স্বীকার করা হয় তাকে বলে-

    A
    সম্পদ

    B
    খরচ

    C
    ব্যয়

    D
    দায়

    Note: সম্পত্তি ক্রয়ের জন্য অর্থের দ্বারা পরিমাপযোগ্য যে ত্যাগ স্বীকার করা হয় তাকে বলা হয় সম্পদ।
    1. Report
  4. Question: প্রত্যক্ষ মাল ৪,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরী ২,০০০ টাকা, উপরি খরচ ৩,০০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ৬,০০০ টাকা

    C
    ৭,০০০ টাকা

    D
    ১০,০০০ টাকা

    Note: এখানে, রূপান্তর ব্যয়=প্রত্যক্ষ মজুরী+উপরি খরচ =২০০০+৩০০০ =৫০০০ টাকা।
    1. Report
  5. Question: কোনটি ব্যয় হ্রাস ও ব্যয় নিয়ন্ত্রণের কৌশল?

    A
    প্রান্তিক ব্যয় হিসাব

    B
    প্রমাণ ব্যয় হিসাব

    C
    প্রক্রিয়া ব্যয় হিসাব

    D
    বিভাগীয় ব্যয় হিসাব

    Note: প্রমাণ ব্যয় হিসাব পদ্ধতি ব্যয় হ্রাস ও ব্যয় নিয়ন্ত্রণের কৌশল।
    1. Report
  6. Question: প্রত্যক্ষ কাঁচামাল ৫০,০০০ টাকা, প্রত্যক্ষ অন্যান্য খরচ ১০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা, অগ্রিম খরচ ১০,০০০ টাকা ও বিক্রয় খরচ ১২,০০০ টাকা হলে, উৎপাদন ব্যয় হবে-

    A
    ১,৩০,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ১,৪৪,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: ৫০,০০০+৪০,০০০+১০,০০০+২০,০০০=১,২০,০০০ টাকা
    1. Report
  7. Question: উৎপাদন ব্যয়ের অংশ-

    A
    কলকজ্বার অবচয়

    B
    মনোহারী সামগ্রী

    C
    কু-ঋণ

    D
    সবগুলি

    Note: কলকজ্বার অবচয় ক উপাদান ব্যয়ের অশ হিসেবে দেখানো হয়।
    1. Report
  8. Question: উৎপাদিত দ্রব্যের বিবরণীতে নিম্নের কোন দ্রব্যের প্রারম্ভিক ও সমাপ্তি মজুদ দেখানো হয়?

    A
    কেবলমাত্র কাঁচামাল চলতি কার্য

    B
    কেবলমাত্র চলতি কার্য

    C
    কেবলমাত্র কাঁচামাল

    D
    কেবলমাত্র কাঁচামাল চলতি কার্য ও চুড়ান্ত দ্রব্য

    Note: উৎপাদিত দ্রব্যের বিবরণীতে উৎপাদন দ্রব্যের কাঁচামাল, চলতি কার্য ও চুড়ান্ত দ্রব্যের প্রারম্ভিক ও সমাপ্তি মজুদ দেখানো হয়ে থাকে।
    1. Report
  9. Question: যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় ৫,০০,০০০ টাকা। বিক্রীত পন্যের ব্যয় ৪,১০,০০০ টাকা এবং পরিচালনা ব্যয় ৬০,০০০ টাকা হয়, তবে মোট মুনাফা হবে-

    A
    ৯০,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ২,৪০,০০০ টাকা

    D
    ৫,০০,০০০ টাকা

    Note: মোট মুনাফা= বিক্রয়-বিক্রিত পণ্যের ব্যয় = (৫,০০,০০০-৪,১০,০০০)=৯০,০০০ টাকা [বি:দ্র: আধুনিক পদ্ধতির উৎপাদন ব্যয় বিবরণীর চার্ট অনুযায়ী]
    1. Report
  10. Question: যদি বিক্রয়ের পরিমাণ মুনাফার ২৫০% হয় এবং মুনাফার পরিমাণ ২৫০ টাকা হয়, তবে মোট ব্যয়ের পরিমাণ কত?

    A
    ৬২৫ টাকা

    B
    ৫০০ টাকা

    C
    ৩৭৫ টাকা

    D
    ২৫০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd