বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: আরডি কোম্পানির উদ্ধৃত্তপত্রে নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমানঃ নগদ অর্থ ১০,০০০ টাকা; মজুদ পণ্য ২০,০০০ টাকা; প্রদেয় বিলসমূহ ১০,০০০ টাকা; সুনাম ১৫,০০০ টাকা এবং দেনাদার ১০,০০০ টাকা। উক্ত কোম্পানির চলতি অনুপাত কত?

    A
    ২:১

    B
    ৩:১

    C
    ১:২

    D
    ৪:১

    Note: Not available
    1. Report
  2. Question: রেইনবো লিমিটেডের আয় বিবরণী অনুযায়ী বিক্রয় ৬৪,২০,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ পণ্য ৯,৮০,০০০ টাকা; ক্রয় ৪৫,৪০,০০০ টাকা এবং সমাপণী মজুদ পণ্য ১,২০,০০০ টাকা। মজুদ পণ্য আবর্তনের হার কত?

    A
    ৪:৫৩

    B
    ৪.৪৯

    C
    ৪.৫৪

    D
    ৬.৪২

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোন লেনদেনটি মোট সম্পত্তি ও মোট দায় উভয়কেই ১০,০০০ টাকা হ্রাস করে?

    A
    নগদে ১০,০০০ টাকা মূল্যের একটি প্রিন্টার ক্রয় করে

    B
    ১০,০০০ টাকা মূল্যের সম্পত্তি আগুনে নষ্ট হয়েছে

    C
    ১০,০০০ টাকার ব্যাংক ঋণ পরিশোধ

    D
    বাকিতে পন্য ক্রয় ১০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোনটি হিসাববিজ্ঞান তথ্যের প্রাথমিক গুণাবলী।

    A
    তুলনাযোগ্যতা ও সামঞ্জস্যপূর্ণতা

    B
    প্রাসঙ্গিকতা ও নির্ভরযোগ্যতা

    C
    অনুমান ও নীতি সমূহ

    D
    স্পষ্টতা ও সঠিক তথ্য

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্নের তথ্যের ভিত্তিতে মূখ্য ব্যয় নির্ণয় কর: কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৫২,৫০০ টাকা; অন্যান্য প্রত্যক্ষ ব্যয় ৩,০০০ টাকা; বহিঃপরিবহন ৫,০০০ টাকা ও সুপারভাইজারের বেতন ৭,০০০ টাকা।

    A
    ১,১৮,৫০০ টাকা

    B
    ১,২১,৫০০ টাকা

    C
    ৬৬,০০০ টাকা

    D
    ১,৩৩,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি হিসাববিজ্ঞান তথ্যের প্রাথমিক গুণাবলী।

    A
    তুলনাযোগ্যতা ও সামঞ্জস্যপূর্ণতা

    B
    প্রাসঙ্গিকতা ও নির্ভরযোগ্যতা

    C
    অনুমান ও নীতি সমূহ

    D
    স্পষ্টতা ও সঠিক তথ্য

    Note: Not available
    1. Report
  7. Question: কোন নীতি/রীতি অনুযায়ী ১০ বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানি আমরা ক্রয়ের সময়ই খরচ হিসাবে লিপিবদ্ধ করে থাকে?

    A
    Materiality

    B
    Going concern

    C
    Reliability

    D
    Business entity

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটি স্বচ্ছলতা নির্দেশক অনুপাত?

    A
    চলতি অনুপাত

    B
    মুনাফার হার

    C
    ঋণ-মূলধন অনুপাত

    D
    মজুদ আবর্তন অনুপাত

    Note: Not available
    1. Report
  9. Question: কখন কোথায় আন্তর্জাতিক হিসাব মান কমিটি গঠিত হয়েছিল?

    A
    যুক্তরাজ্য, ১৯৭৩ সালে

    B
    যুক্তরাজ্যে, ১৯৯৩ সালে

    C
    যুক্তরাষ্ট্রে ১৯৬৯ সালে

    D
    যুক্তরাষ্ট্রে, ১৯৭৩ সালে

    Note: Not available
    1. Report
  10. Question: শ্রমিকরা দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে কিন্তু কোন অর্থ পরিশোধ করা হয়নি। এক্ষেত্রে জাবেদা কি হবে?

    A
    ক্ষতিপূরণ প্রদেয় ডেবিট শ্রমিকের দাবি ক্রেডিটি

    B
    শ্রমিকদের দোবি ডেবিট নগদ ক্রেডিট

    C
    শ্রমিকের দাবি ডেবিট সম্ভাব্য দায় ক্রেডিট

    D
    কোন জাবেদা নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd