বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: ২০১৪ সনের ২০ আগষ্ট দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ২০১৪ সনের কুঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য দেনাদারের উপর ৫% হারে সঞ্চিতি রাখতে হবে।

    A
    ৭,৫০০ টাকা

    B
    ৩,৫০০ টাকা

    C
    ৫,৫০০ টাকা

    D
    ৯,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: হিসাববিজ্ঞানের সুনাম কি?

    A
    মুনাফা আয়ের ক্ষমতা

    B
    ব্যবসায়ের সুনাম

    C
    ব্রান্ডের সুনাম

    D
    অতিরিক্ত মুনাফা আয়ের ক্ষমতা

    Note: Not available
    1. Report
  3. Question: যদি কোম্পানি অবচয়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে তবে নিচের কোনটি অবচয় নিরুপণে বিবেচন্য নয়?

    A
    মেশিনের ক্রয়মূল্য

    B
    ধ্বংসাবিশেষ মূল্য

    C
    মেশিনের প্রতিস্থাপন খরচ

    D
    মেশিনের আয়ূস্কাল

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোনটি অবচয় প্রক্রিয়া?

    A
    সম্পদের মূল্যায়ন

    B
    ব্যয় বন্টন

    C
    ব্যয় একত্রীকরণ

    D
    ব্যয় মূল্যায়ন

    Note: Not available
    1. Report
  5. Question: নিট কার্যকরী মূলধনের পরিমাণ ৬৫,৯০০ টাকা এবং চলতি অনুপাত হল ৭:৩। স্বল্প মেয়াদী দায়ের পরিমাণ কত?

    A
    ১৯,৯৭০ টাকা

    B
    ৪৯,৪২৫ টাকা

    C
    ৪৬,১০০ টাকা

    D
    ১,৫৩,৭৬৭ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: বাজয়োপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্ধৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে?

    A
    মুনাফা সঞ্চিতি হিসাবে

    B
    শেয়ার বণ্টন হিসাবে

    C
    সংরক্ষিত মূলধন হিসাবে

    D
    মূলধন সঞ্চিতি হিসাবে

    Note: Not available
    1. Report
  7. Question: ১০ ইউনিট এর উৎপাদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা আশা করে, তাহলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য ত হবে?

    A
    ২৫ টাকা

    B
    ৩০ টাকা

    C
    ২৬.৫০ টাকা

    D
    ২৭ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: কয়লা খনি কোন ধরনের সম্পত্তি?

    A
    ক্ষয়িষ্ণু সম্পদ

    B
    স্থায়ী সম্পদ

    C
    চলতি সম্পদ

    D
    অলিক সম্পদ

    Note: Not available
    1. Report
  9. Question: পণ্যের দাম কমে গেলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?

    A
    গড় পদ্ধতি

    B
    ভরযুক্ত গড় পদ্ধতি

    C
    LIFO পদ্ধতি

    D
    FIFO Method

    Note: Not available
    1. Report
  10. Question: CAPA-এর পূর্ণরূপ কি?

    A
    Cooperation of Asian and Pacific Accountants

    B
    Confederation of Asian and Pacific Accountants

    C
    Corporation of Asian and Pacific Accounts

    D
    Collaboration of Asian and pacific Accountants

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd