বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: কোনটি উদ্ধৃত্তপত্রের সীমাবদ্ধতা?

    A
    এখানে স্থায়ী সম্পত্তিসমূহ বিক্রয়মূল্যে দেখানো হয়

    B
    এটা অনুামন নির্ভর হিসেব করা হয়

    C
    সম্পত্তির দিকে এমন আইটেম সমূহ দেখানো হয় সেগুলো বাস্তবে কোন সম্পত্তি নয়

    D
    এই বিবরণী তৈরির প্রধান উদ্দেশ্যে হল কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি করা

    E
    ক ও খ

    Note: Not available
    1. Report
  2. Question: মালিক কর্তৃক নগদ ৫০০ টাকা উত্তোলন, এই লেনদেনের হিসেব সমীকরণে প্রভাব কি হবে?

    A
    সম্পদ বাড়বে, দায় কমবে

    B
    সম্পদ কমবে, মালিকানা স্বত্ব বাড়বে

    C
    সম্পদ কমবে, মালিকানা স্বত্ব কমবে

    D
    দায় বাড়বে, সম্পদ বাড়বে

    E
    কোন প্রভাব পড়বে না

    Note: Not available
    1. Report
  3. Question: মালিকানা স্বত্ব বিবরণীতে লিপিবদ্ধ হয় না-

    A
    নীট ক্ষতি

    B
    উত্তোলন

    C
    বিনিয়োগ

    D
    নীট লাভ

    E
    মজুদমাল

    Note: Not available
    1. Report
  4. Question: হামিজ এন্ড কোং এর সম্পত্তি ও দায়ের উদ্ধৃত্তসমূহ হলো যথাক্রমে দালান কোঠা ৫০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা, নগদ ১০,০০০ টাকা, প্রদেয় বিল ৮,০০০ টাকা, প্রাপ্য হিসেব ২৫,০০০ টাকা, প্রাপ্য নোট ১২,০০০ টাকা, বন্ধকী ঋণ ১৫,০০০ টাকা, অনুপার্জিত আয় ৬,০০০ টাকা, প্রাপ্য সুদ ২,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব কত টাকা?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৫৫,০০০ টাকা

    C
    ৫৭,০০০ টাকা

    D
    ৬৫,০০০ টাকা

    E
    ৫৩,৩০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: অনুপার্জিত আয় নির্দেশ করে

    A
    আয়

    B
    চলতি দায়

    C
    ব্যয়

    D
    চলতি সম্পদ

    Note: Not available
    1. Report
  6. Question: হামিজ এন্ড কোং এর সম্পত্তি ও দায়ের উদ্ধৃত্তসমূহ হলো যথাক্রমে দালান কোঠা ৫০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা, নগদ ১০,০০০ টাকা, প্রদেয় বিল ৮,০০০ টাকা, প্রাপ্য হিসেব ২৫,০০০ টাকা, প্রাপ্য নোট ১২,০০০ টাকা, বন্ধকী ঋণ ১৫,০০০ টাকা, অনুপার্জিত আয় ৬,০০০ টাকা, প্রাপ্য সুদ ২,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব কত টাকা?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৫৫,০০০ টাকা

    C
    ৫৭,০০০ টাকা

    D
    ৬৫,০০০ টাকা

    E
    ৫৩,৩০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: বিক্রিত পণ্যেল ব্যয়কে খরচ হিসেবে দেখানো হয় হিসাববিজ্ঞনে এর কোন নীতি অনুযায়ী?

    A
    ক্রয়মূল্য নীতি

    B
    আয়স্বীকৃত নীতি

    C
    আয়ব্যয় সংযোগ নীতি

    D
    পূর্ণপ্রকাশ নীতি

    Note: Not available
    1. Report
  8. Question: একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। ১০% হরে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য কর ে২য় বছরে অবচয় খর কত টাকা হবে?

    A
    ৪,৫০০ টাকা

    B
    ৫,০০০ টকা

    C
    ৬,০০০ টাকা

    D
    ৩,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: মি. মালেক এর কারবারে সমাপী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। তিনি ঐ বৎসর ব্যবসায়ে ১৮,০০০ টাকা প্রদান এবং ১২,০০০০ টাকা উত্তোরন করে। তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

    A
    ৫৭,০০০ টাকা

    B
    ৩৩,০০০ টাকা

    C
    ৩১,৫০০ টাকা

    D
    ২৪,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: ক্রয়মূল্যের মুনাফার হার ২৫% হরে বিক্রয়মূল্যের উপর মুনাফার হার কত হবে?

    A
    ২০%

    B
    ২৫%

    C
    ৩০%

    D
    ৩৩.৩৩%

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd