বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: প্রারম্ভিক কাঁচামাল ৬,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ২৩,০০০ টাকা, আন্ত:পরিবহন খরচ ১,০০০ টাকা, সমাপনী, সমাপনী কাঁচামাল ২,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ৭,০০০ টাকা। ব্যবহৃত কাঁচামালের মূল্য কত?

    A
    ১৮,০০০ টাকা,

    B
    ২৮,০০০ টাকা

    C
    ৩৮,০০০ টাকা

    D
    ৪৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: ১০% বিনিয়েগের সুদ বকেয়া থাকলে নিম্নের কোন জাবেদাটি লিখতে হবে?

    A
    বিনিয়োগের সুদ হিসাব টু বিনিয়োগের বকেয়া সুদ হিসাব

    B
    বিনিয়োগের বকেয়া সুদ হিসাব টু বিনিয়োগের সুদ হিসাব

    C
    পাওনাদার হিসাব টু বিনিয়োগের বকেয়া সুদ হিসাব

    D
    কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  3. Question: সোনালী ব্যাংক লিঃ কী ধরনের হিসাব?

    A
    সম্পত্তিবাচক হিসাব

    B
    নামিক হিসাব

    C
    ব্যক্তিবাচক হিসাব

    D
    অব্যক্তিবাচক হিসাব

    Note: Not available
    1. Report
  4. Question: নামিক হিসা্ব ক্রেডিট ও আয় বিবরণী ডেবিট হলে জাবেদাটির ধরন কীরূপ?

    A
    প্রারম্ভিক জায়

    B
    সমাপনী জায়

    C
    সমন্বয়ী জায়

    D
    সংশোধনী জায়

    Note: Not available
    1. Report
  5. Question: বছরের মাঝামাঝি সময়ে কোন অংশীদারী ব্যবসায়ে ৫০,০০০ ঋন প্রদান করলে, ঋণের সুদের পরিমান কত হবে?

    A
    ১,৫০০ টাকা

    B
    ৩০০০ টাকা

    C
    ৫,০০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: অবচয় কোন ধরনের প্রক্রিয়া?

    A
    মূল্যায়ন

    B
    বিশ্লেষণ

    C
    নগদ জমাকরণ

    D
    ব্যয় বন্টন

    Note: Not available
    1. Report
  7. Question: নেহাল সাহেব একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি আসবাবপত্র ক্রয় করে তা হিসাব লিপিবদ্ধ না করে ক্রয় হিসাব লিপিবদ্ধ করে। এটি কী ধরনের ভুল?

    A
    লেখার ভুল

    B
    নীতিগত ভুল

    C
    বে-দাখিলার ভুল

    D
    কোন ভুল নয়

    Note: Not available
    1. Report
  8. Question: ২০১৩ সালের কোনো এক তারিখে তিন বছরের জহন্য ৩৬,০০০ টাকায় একটি বীমা পলিসি ক্রয় করা হয়। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে বীমা ব্যয় বাবদ ৪,০০০ টাকা সমন্বয় করা হলে পলিসিটি কত তারিখে ক্রয় করা হয়েছিল?

    A
    এপ্রিল ১

    B
    মে ১

    C
    আগষ্ট ১

    D
    সেপ্টেম্বর ১

    Note: Not available
    1. Report
  9. Question: বেক্সিমকো কোং লিমিটেড এর উদ্ধর্ত পত্রের তথ্য অনুযায়ী নগদ ৭০,০০০ টাকা, মজুদ পণ্য ২০,০০ টাকা, মজুদ পণ্য ২৫,০০০ টাকা, সুনাম ৫০,০০০ টাকা, দেনাদার ১৫,০০০ টাকা, প্রদেয় বিল ৫,০০০ টাকা, প্রাপ্য বিল ৫,০০০০ টাকা। কোম্পানিটির চলতি অনুপাত কত?

    A
    ২ঃ১

    B
    ৫ঃ১

    C
    ১৩ঃ১

    D
    ২৩ঃ১

    Note: Not available
    1. Report
  10. Question: একটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২০১৩ সালের প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ১২০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ২৫,০০০ টাকা এবং উত্তোলন ১৫,০০০০ টাকা হলে উক্ত বছর প্রতিষ্ঠানটির কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে?

    A
    লাভ ৪০,০০০ টাকা

    B
    ক্ষতি ৪০,০০০ টাকা

    C
    লাভ ৬০,০০০ টাকা

    D
    ক্ষতি ৬০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd