বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: বাজয়োপ্ত শেয়ার পুনঃবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাব এর কোন হিসাবে নেওয়া হয়?

    A
    মূলধন হিসাব

    B
    মূলধন সঞ্চিতি হিসাব

    C
    লাভ-ক্ষতি হিসাব

    D
    মুনাফা সঞ্চিতি হিসাব

    Note: Not available
    1. Report
  2. Question: বিনিময় প্রথার প্রধান সমস্যা হল-

    A
    চাহিদার অভাব

    B
    উৎপাদনশীলতার অভাব

    C
    পরিমাপের সমস্যা

    D
    বিভাজনের সমস্যা

    Note: Not available
    1. Report
  3. Question: বাজার মূল্য হ্রাস অবস্থা কোন পদ্ধতি অধিক কার্যকরী?

    A
    FIFO

    B
    LIFO

    C
    Average Price

    D
    Cost Price

    Note: Not available
    1. Report
  4. Question: ’ধারে বিক্রয়’ এর উপর নির্দিষ্ট হারে কু-ঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি বিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ?

    A
    রক্ষণশীলতা নীতি

    B
    সামঞ্জস্য নীতি

    C
    মিলকরণ নীতি

    D
    প্রকাশ নীতি

    Note: Not available
    1. Report
  5. Question: প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাক, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা এবং বছরের শেষে মূলধনের ৭,০০,০০০ টাকা। বছরের মূলধন কত হবে?

    A
    ২,৫০,০০০ টাকা

    B
    ২,০০,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: মি. এক্স একজন খুচরা ব্যবসায়ী। তিনি প্রতি মাসের শুরুতে ৫০০ টাকা উত্তোলন করেন। বছর শেষে তাকে যদি উত্তোলনের উপর ১২% সুদ দিতে হয় তবে উক্ত বছরে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?

    A
    ৭২০ টাকা

    B
    ৩৬০ টাকা

    C
    ৩৩০ টাকা

    D
    ৩৯০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: কাঁচামাল ক্রয় ২৫,০০০ টাকা। প্রত্যক্ষ মজুরি ১৫,০০০ টাকা, ক্রয় পরিবহন ২,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ৫,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ১০,০০০ টকা এবং প্রশাসনিক উপরিব্যয় ৮,০০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত?

    A
    ৫৭,০০০টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৩২,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: প্রারম্ভিক দেনাদার ২০,০০০ টাকা এবং সমাপনী দেনাদার ১০,০০০ টাকা। সারা বছরে দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি ২০,০০০ টাকা এবং প্রাপ্য নোট (বিল) প্রাপ্তি ১২,০০০ টাকা। এছাড়া কু-ঋণ ধার্য করা হয়েছে ১,০০০ টাকা। বিক্রয় ফেরত ৪,০০০ টাকা এবং ৫,০০০ টাকা টাকর প্রাপ্য নোট প্রত্যাখ্যাথ হয়। সারা বছরে নগদে বিক্রয়ের পরিমাণ ৪৫,০০০ টাকা হলে মোট বিক্রয় কত?

    A
    ৭৫,০০০ টাকা

    B
    ২২,০০০ টাকা

    C
    ৬৭,০০০ টাকা

    D
    ৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: উদ্বর্তপত্র আর্থিক অবস্থা প্রকাশ করে-

    A
    একটি নির্দিষ্ট সময়ের জন্য

    B
    একিটি নির্দিস্ট তারিখে

    C
    একটি হিসাব কালের জন্য

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: বাংলাদেশের আর্থিক বিবরণ প্রস্তুতের ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়?

    A
    ইন্টারন্যাশনাল একাউন্টি স্টডান্ডার্ডস

    B
    বাংলাদেশ অডিটিং স্ট্যান্ডার্ডস

    C
    বাংলাদেশ ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্টান্ডার্ডাস

    D
    বি.আর.ডি.পি সার্কুলার

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd